ETV Bharat / state

'টাকা দেবে মুকুল, শঙ্কর ও শেখ শাহাজাহান', বালুর গুপ্ত চিঠির পরতে পরতে রহস্য - West Bengal Ration Scam

Jyotipriya Mallick: এসকেএম হাসপাতালে বসে রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন তা পড়ে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরের কথা ৷ আর কী কী লেখা ছিল সেই চিঠিতে?

Jyotipriya Mallick
আনিসুরের কাছে লক্ষাধিক টাকা রেখেছিলেন বালু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 6:53 PM IST

কলকাতা, 4 অগস্ট: এসএসকেএম হাসপাতালে থাকাকালীন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন তা পড়ে এবার একের পর এক নতুন তথ্য খুঁজে পাচ্ছেন ইডির তদন্তকারীরা। জানা গিয়েছে, সংশ্লিষ্ট চিঠিতে একটি টাকা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রেখেছিলেন বালু।চিঠিতে লেখা ছিল, "টাকা দেবে মুকুল, শঙ্কর ও শেখ শাহাজাহান।"

ইডির অভিযোগ, চিঠিতে এমনই বিস্ফোরক তথ্যের উল্লেখ করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তিনি বর্তমানে রেশন দুর্নীতির ঘটনায় সংশোধনাগারে বন্দি। এসএসকেএম হাসপাতাল থেকে এই চিঠি লিখেছিলেন তিনি । ইডির তদন্তকারীরা জানতে পারেন, সংশ্লিষ্ট চিঠিতে এরকমই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল ।

কিন্তু, এখন ইডির তদন্তকারীরা জানতে চাইছেন, কাকে উদ্দেশ্য করে বালু এই টাকা দেওয়ার কথাটি বলেছিলেন ? অভিযোগ, আলিফ ও আনিসুরের থেকে মাসে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পাশাপাশি নিজের লক্ষাধিক টাকাও নাকি জমা রেখেছিলেন বালু । পাশাপাশি সংশ্লিষ্ট চিঠিতে আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূর, সংকর আঢ্য ও শেখ শাহাজাহানের নাম কেন উল্লেখ করলেন বালু ? এর উত্তরও জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীদের একাংশ।

চিঠি থেকে আরও জানা গিয়েছিল, এই দুই ভাই আনিসুর ও আলিফ রাজ্য সরকারের চাল বেআইনি ভাবে বিক্রি করে প্রায় 45 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থায় পাঠিয়েছিল । পরে সংশ্লিষ্ট চিঠি থেকেই ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, আলিফ ও আনিসুরের থেকে টাকা নেওয়ার পাশাপাশি, বালু তার লক্ষ লক্ষ টাকা জমাও রেখেছিলেন ।

এদিকে, আনিসুর ও তার ভাই আলিফ বন্ধু ও আত্মীয়দের কৃষক সাজিয়ে, তাদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে রেশনের চাল তুলেছিল বলে অভিযোগ ৷ এবার তাদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আগামী সপ্তাহের মধ্যেই তাদের নোটিশ পাঠানো হবে বলে জানা গিয়েছে । এছাড়াও, তদন্তে নেমে আলিফ ও আনিসুরের একাধিক ব্যবসার হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । আলিফ এবং আনিসুরের নামে পূর্ব মেদিনীপুরে একটি বিলাস বহুল হোটেলের সন্ধান পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । জানা গিয়েছে, এই হোটেলে নাকি একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা আসতেন।

চলতি সপ্তাহেই ইডি আধিকারিকরা প্রায় 14 ঘণ্টা ধরে আলিফ ও আনিসুরের ফ্ল্যাট ও চালকলে তল্লাশি চালায় । এছাড়াও, এই বিষয় একাধিক ব্যক্তিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি কাণ্ডে গত বৃহস্পতিবার আনিসুর এবং আলিফকে গ্রেফতার করে ইডি । দুর্নীতির সঙ্গে যে রাজ্যর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর একটা সরাসরি যোগাযোগ রয়েছে, তা একেবারে স্পষ্ট । এই গোটা বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখে এবার বালু, শংকর আঢ্য ও শেখ শাহাজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করতে পারেন ইডির তদন্তকারীরা ।

কলকাতা, 4 অগস্ট: এসএসকেএম হাসপাতালে থাকাকালীন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন তা পড়ে এবার একের পর এক নতুন তথ্য খুঁজে পাচ্ছেন ইডির তদন্তকারীরা। জানা গিয়েছে, সংশ্লিষ্ট চিঠিতে একটি টাকা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রেখেছিলেন বালু।চিঠিতে লেখা ছিল, "টাকা দেবে মুকুল, শঙ্কর ও শেখ শাহাজাহান।"

ইডির অভিযোগ, চিঠিতে এমনই বিস্ফোরক তথ্যের উল্লেখ করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ তিনি বর্তমানে রেশন দুর্নীতির ঘটনায় সংশোধনাগারে বন্দি। এসএসকেএম হাসপাতাল থেকে এই চিঠি লিখেছিলেন তিনি । ইডির তদন্তকারীরা জানতে পারেন, সংশ্লিষ্ট চিঠিতে এরকমই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল ।

কিন্তু, এখন ইডির তদন্তকারীরা জানতে চাইছেন, কাকে উদ্দেশ্য করে বালু এই টাকা দেওয়ার কথাটি বলেছিলেন ? অভিযোগ, আলিফ ও আনিসুরের থেকে মাসে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পাশাপাশি নিজের লক্ষাধিক টাকাও নাকি জমা রেখেছিলেন বালু । পাশাপাশি সংশ্লিষ্ট চিঠিতে আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূর, সংকর আঢ্য ও শেখ শাহাজাহানের নাম কেন উল্লেখ করলেন বালু ? এর উত্তরও জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীদের একাংশ।

চিঠি থেকে আরও জানা গিয়েছিল, এই দুই ভাই আনিসুর ও আলিফ রাজ্য সরকারের চাল বেআইনি ভাবে বিক্রি করে প্রায় 45 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থায় পাঠিয়েছিল । পরে সংশ্লিষ্ট চিঠি থেকেই ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, আলিফ ও আনিসুরের থেকে টাকা নেওয়ার পাশাপাশি, বালু তার লক্ষ লক্ষ টাকা জমাও রেখেছিলেন ।

এদিকে, আনিসুর ও তার ভাই আলিফ বন্ধু ও আত্মীয়দের কৃষক সাজিয়ে, তাদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে রেশনের চাল তুলেছিল বলে অভিযোগ ৷ এবার তাদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আগামী সপ্তাহের মধ্যেই তাদের নোটিশ পাঠানো হবে বলে জানা গিয়েছে । এছাড়াও, তদন্তে নেমে আলিফ ও আনিসুরের একাধিক ব্যবসার হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । আলিফ এবং আনিসুরের নামে পূর্ব মেদিনীপুরে একটি বিলাস বহুল হোটেলের সন্ধান পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । জানা গিয়েছে, এই হোটেলে নাকি একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা আসতেন।

চলতি সপ্তাহেই ইডি আধিকারিকরা প্রায় 14 ঘণ্টা ধরে আলিফ ও আনিসুরের ফ্ল্যাট ও চালকলে তল্লাশি চালায় । এছাড়াও, এই বিষয় একাধিক ব্যক্তিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি কাণ্ডে গত বৃহস্পতিবার আনিসুর এবং আলিফকে গ্রেফতার করে ইডি । দুর্নীতির সঙ্গে যে রাজ্যর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর একটা সরাসরি যোগাযোগ রয়েছে, তা একেবারে স্পষ্ট । এই গোটা বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখে এবার বালু, শংকর আঢ্য ও শেখ শাহাজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করতে পারেন ইডির তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.