পারথ, 22 নভেম্বর: নিউজিল্যান্ড সিরিজ যেখানে শেষ করেছিল, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সেখান থেকে শুরু করল ভারত ৷ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই নাস্তানাবুদ ‘টিম ইন্ডিয়া’ ৷ যসশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলদের ব্যর্থতায় ঋষভ পন্থ-নীতীশ কুমার রেড্ডি খানিক হাল না-ধরলে দেড়শোর আগেই গুটিয়ে যেত ভারতের ব্যাটিং লাইন-আপ ৷
রোহিত না-থাকায় ভারতীয় ব্যাটিংয়ের গুরুদায়িত্ব ছিল বিরাটের কাঁধে ৷ কিন্তু, প্রত্যাশাপূরণে ব্যর্থ কোহলি ৷ যশস্বী জয়ওয়ালের সঙ্গে ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ৷ তিনে ছিলেন দেবদূত পাড্ডিকল ৷ খাতাই খুলতে পারেননি যশস্বী-দেবদূত ৷ 5 রান করেই ফিরে যান কোহলি ৷ 74 বলে 26 রানের ইনিংস খেলা রাহুলকে দেখে মনে হয়েছিল, দলের বিপদে ‘ত্রাতা’ হতে পারেন কেএল ৷ যদিও বড় রান করার আগেই ভুল শট নির্বাচন করে বসেন কন্নড় ব্যাটার ৷
#TeamIndia all out for 150 runs in the first innings of the first Test.
— BCCI (@BCCI) November 22, 2024
Nitish Kumar Reddy top scores with 41 off 59 deliveries.
Australia innings underway.
Live - https://t.co/gTqS3UPruo… #AUSvIND pic.twitter.com/FuA9ATSQIE
ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিং লাইন-আপের হাল ধরেছিল ঋষভ পন্থ ও ‘নবাগত’ নীতীশ কুমার রেড্ডির জুটি ৷ তাঁদের 48 রানের জুটিতেই লজ্জা এড়ায় টিম ইন্ডিয়া ৷ যদিও পন্থ (78 বলে 37) ফেরার পর দীর্ঘস্থায়ী হয়নি ভারতের ইনিংস ৷ 150 ছুঁয়েই অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া ৷ নীতীশের অবদান 59 বলে 41 রান ৷
𝙅𝙪𝙨𝙩 𝙍𝙋 𝙏𝙝𝙞𝙣𝙜𝙨! 😎
— BCCI (@BCCI) November 22, 2024
Live ▶️ https://t.co/gTqS3UPruo#TeamIndia | #AUSvIND | @RishabhPant17 pic.twitter.com/WshN5VmxUt
টস জিতে পারথের অপটাস স্টেডিয়ামের বাইশ গজে অজি পেস ব্যাটারির বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ৷ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা ৷ দলের ব্যাটারদের ব্যর্থতায় বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা অবশ্য সুখকর হল না বোলিং মেশিনের জন্য ৷