ETV Bharat / state

বনগাঁয় 2 স্কুলের ট্যাবের টাকা কেলেঙ্কারিতে দিনাজপুর থেকে গ্রেফতার যুবক - WEST BENGAL TABLET SCAM

চলতি মাসে বনগাঁর দুটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্য়াকাউন্টে চলে যাওয়ার অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।

BONGAON TAB SCAM
ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার যুবক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 12:47 PM IST

বনগাঁ, 22 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারিতে ফের দিনাজপুর যোগ। বনগাঁর দুটি স্কুলের ট্যাবের টাকা জালিয়াতির মামলার তদন্তে নেমে 19 বছরের এক যুবকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ বাহাউদ্দিন। সে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের নয় তারিখে বনগাঁর দুটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্য়াকাউন্টে চলে যাওয়ার অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে খবর, বনগাঁ কবি কেশবলাল হাইস্কুলের 22 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে গিয়েছিল এবং বনগাঁ শক্তিগড় হাইস্কুলের 6 জন পড়ুয়ার টাকাও অন্য অ্য়াকাউন্টে চলে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্ত নেমে তদন্তকারীরা জানতে পারে, বনগাঁ শক্তিগড় হাইস্কুলে এক পড়ুয়ার টাকা উত্তর দিনাজপুরের এক যুবকের অ্য়াকাউন্টে ঢুকেছে ৷ সেই মতো বনগাঁ থানার তদন্তকারী দল উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছয়। পরে ইসলামপুর থানার সহযোগিতায় মহম্মদ বাহাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে। পুলিশ সকলকে ধরার চেষ্টা করবে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে পড়ুয়াদের টাকা উদ্ধার করারও চেষ্টা করা হচ্ছে।"

বনগাঁ, 22 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারিতে ফের দিনাজপুর যোগ। বনগাঁর দুটি স্কুলের ট্যাবের টাকা জালিয়াতির মামলার তদন্তে নেমে 19 বছরের এক যুবকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ বাহাউদ্দিন। সে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের নয় তারিখে বনগাঁর দুটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্য়াকাউন্টে চলে যাওয়ার অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল সূত্রে খবর, বনগাঁ কবি কেশবলাল হাইস্কুলের 22 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে গিয়েছিল এবং বনগাঁ শক্তিগড় হাইস্কুলের 6 জন পড়ুয়ার টাকাও অন্য অ্য়াকাউন্টে চলে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্ত নেমে তদন্তকারীরা জানতে পারে, বনগাঁ শক্তিগড় হাইস্কুলে এক পড়ুয়ার টাকা উত্তর দিনাজপুরের এক যুবকের অ্য়াকাউন্টে ঢুকেছে ৷ সেই মতো বনগাঁ থানার তদন্তকারী দল উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছয়। পরে ইসলামপুর থানার সহযোগিতায় মহম্মদ বাহাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে। পুলিশ সকলকে ধরার চেষ্টা করবে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে পড়ুয়াদের টাকা উদ্ধার করারও চেষ্টা করা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.