জলপাইগুড়ি, 27 অগস্ট: প্রথা মেনে জন্মাষ্টমীর দিন নন্দোৎসব ও কাদাখেলা দিয়ে শুরু হল জলপাইগুড়ির রাজ পরিবারের দুর্গাপুজোর প্রস্তুতি । শুরু হল মা দুর্গার কাঠামো তৈরির কাজ ৷ এই বছর 515 তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো ৷ দীর্ঘ 500 বছর ধরে নিয়মের কোনও নড়চড় হয়নি ৷ এবারও হল না ৷ রাজপরিবারের নিয়ম হল, মা দুর্গার এই কাঠামো পুজো করবেন পরিবারের সদস্যরা ৷ মঙ্গলবারও সেই ঐতিহ্য মেনে কাঠামো পুজো করলেন পরিবারের সদস্য প্রনত বসু এবং লিন্ডা বসু । আর পুজো সারলেন রাজপরিবারের দীর্ঘদিনের পুরোহিত শিবু ঘোষাল ।
রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ এই দুর্গাপুজো সম্পর্কে ইটিভি ভারতের সঙ্গে কথা বলেন পুরোহিত ৷ জানান, বৈকুণ্ঠপুর রাজপরিবারের বিগ্রহ 'বৈকুণ্ঠনাথ'৷ তাই শ্রীকৃষ্ণের পুজো করেই কাঠামো পুজো করা হয় । জন্মাষ্টমীর দিন কাদাখেলার পর সেই মাটি দিয়ে দুর্গা মূর্তি বানানো হয় । কালিকাপুরাণ মতে দুর্গা পুজা হয় রাজবাড়িতে । দুর্গা মূর্তি দেখতে তপ্ত কাঞ্চনবর্ণ ।
রাজ পরিবারের সদস্য প্রণত বসু বলেন, "এবারে 515 তম বর্ষে পড়ল পুজো । জন্মাষ্টমীর দিনে নন্দোৎসব ও কাদা খেলার মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল । কাদা খেলার পর সেই মাটি মা দুর্গার প্রতিমা তৈরির কাজে লাগানো হবে । আর এটাই এই বাড়ির রীতি ৷ পুজোর প্রস্তুতি শুরু হওয়ায় খুব আনন্দ হচ্ছে । আমাদের এই পুজো কালিকাপুরাণ মতে হয়ে থাকে । মায়ের গায়ের রং তপ্ত কাঞ্চনবর্ণা ৷"