কলকাতা, 27 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ ৷ এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে বুধবার তিনি বলেন, "এটা প্রথমবার নয় ৷ এর আগেও আমার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ আমাদের দলের সদস্যরা সমেত অনেকেই বলছে, আমি অসংসদীয় ভাষা ব্যবহার করেছি ৷ যদি তাই হয়ে থাকে, তাহলে আমি দুঃখিত ৷ আমি শো-কজ নোটিশের উত্তর দেব ৷" এরই সঙ্গে দিলীপ ঘোষ নাম না-করে তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ তৃণমূলের উদ্দেশ্যে পালটা প্রশ্ন ছোড়েন, মহিলা বলেই মুখ্যমন্ত্রীর মান-সম্মান নিয়ে এত কথা হচ্ছে ৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরেক নেতা শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অনেক কুকথা বলছেন ৷ তখন তারা চুপ কেন ?
ড্যামেজ কন্ট্রোলে কী বললেন দিলীপ ঘোষ ? "আমার বক্তব্য নিয়ে বিতর্ক এই প্রথমবার নয় ৷ কারণ, যে অন্যায় করে ভনিতা করে, তার প্রতিবাদ করি আমি ৷ এবারে আমি যা বলেছি, তা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে ৷ তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও ঝগড়া নেই ৷ তাঁকে নিয়ে মনে কোনও ক্লেশ খেদ নেই ৷ তিনি যে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বারবার মানুষকে বিভ্রান্ত করেছেন ৷ আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি ৷ আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের মধ্যে আপত্তি আছে ৷ আমার দলও বলেছে ৷ অন্যরাও বলেছে আমার ভাষা অসংসদীয় ৷ যদি তাই হয় তার জন্য আমি দুঃখিত ৷"
তৃণমূলকে পালটা প্রশ্ন করে লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "এর সঙ্গে আমি প্রশ্ন করব, মুখ্যমন্ত্রীর পার্টির ও পরিবারের এক নেতা কাঁথিতে গিয়ে আমার দলের বিধায়কের সম্বন্ধে আর পরিবার তার বাবা সম্বন্ধে খুব খারাপ খারাপ কথা বলেছেন। তাহলে বিধায়ক দলের নেতার নামে, তাঁর বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ প্রয়োগ করেছেন ৷ বিধায়কের বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ ৷ এখনও জীবিত ৷ তাঁর কি কোনও মান-সম্মান নেই ? তখন তো তৃণমূলের কেউ প্রতিবাদ করে না ৷ তখন কেন দল থেকে তার কৈফিয়ত চাওয়া হয় না ? আমার বক্তব্য রাজনৈতিক ৷ ভিন্ন লোকের বাপ-বাপান্ত করা হচ্ছে ৷ শুভেন্দু অধিকারী পুরুষ বলে কি তার কোনও সম্মান নেই ? শুধু মহিলা বলে একজনের সম্মানের প্রশ্ন উঠবে ৷ দলকে আমি অফিসিয়ালি উত্তর দেব ৷"
মঙ্গলবার দুর্গাপুরে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কু-কথা বলেন দিলীপ ঘোষ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বাম কংগ্রেসের পক্ষ থেকেও দিলীপ ঘোষের নিন্দা করা হয়েছে। আজ বুধবার তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধন কমিশনের বিরুদ্ধে কমিশনের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাবে ৷
আরও পড়ুন: