ETV Bharat / state

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভাই-বোনের - BROTHER AND SISTER DIES - BROTHER AND SISTER DIES

Brother and Sister Dies: স্কুল ছুটি ৷ তাই দুপুরে স্নান সারা হবে পুকুরেই ৷ এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে ভাই-বোন গিয়েছিল পাশের পুকুরে ৷ কিন্তু জলে নামতেই বিপত্তি! বেশ খানিকক্ষণ সময় পেরিয়ে গেলেও ওরা ফিরছে না-দেখে পরিবারের লোকজন পুকুরে পারে এসে হন্যে হয়ে খুঁজতে থাকেন ৷ পরে পাঁক থেকে বার করা হয় বছর বারোর দুই ভাই-বোনকে ৷ ততক্ষণে সবশেষ!

Drowns to Death at Medinipur
ঘাটাল মহকুমা হাসপাতাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 9:35 PM IST

মনসুকা (মেদিনীপুর), 14 জুলাই: পুকুরে নেমে স্নান করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের ৷ বছর বারোর ওই দুই নাবালক-নাবালিকার দেহ উদ্ধার করেছেন বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ৷ পুলিশ ও পরিবারের সদস্যরা অনুমান করছেন, পুকুরে স্নান করতে গিয়ে পাঁকের মধ্যে পা-আটকে মৃত্যু হয়েছে তাদের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মনসুকার খড়কপুর এলাকায়।

এদিন স্কুল ছুটি হওয়ার দুপুরে সম্পর্কে মাসতুতো দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুরের স্নান করতে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ায় তারা ফিরে না-আসায় বাড়ির সদস্যদের টনক নড়ে। তাঁরা দুই ভাই-বোনকে খুঁজতে যান। কোথাও ওই দুই স্কুল পড়ুয়াকে দেখতে না-পেয়ে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে দেন। পরে গভীর জল থেকে ভাই-বোনের দেহ উদ্ধার হয় ৷ সেখান থেকে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ৷

চিকিৎসকরা দুই নাবালক-নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত নাবালক মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। অন্যদিকে, দিদি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এবিষয়ে মৃতের ঠাকুমা ছায়া ঘোরই বলেন, "দুই ভাই-বোন মিলে পুকুরের স্নান করছিল। এরপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ওরা আসছে না-দেখে আমরা পুকুরে যাই ৷ কাউকেই দেখতে পাই না ৷ ওদের নাম ধরে ডাকাডাকির পর, পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করি। পাশের বাড়ি থেকেও লোকজন আসেন ৷ পাঁক থেকে পা-ধরে টেনে দু'জনকে জল থেকে তুলে আনি ৷" এরপরই হাসপাতালে নিয়ে যায় পরিবার। তবে তাতেও শেষরক্ষা হল না ।

মনসুকা (মেদিনীপুর), 14 জুলাই: পুকুরে নেমে স্নান করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের ৷ বছর বারোর ওই দুই নাবালক-নাবালিকার দেহ উদ্ধার করেছেন বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ৷ পুলিশ ও পরিবারের সদস্যরা অনুমান করছেন, পুকুরে স্নান করতে গিয়ে পাঁকের মধ্যে পা-আটকে মৃত্যু হয়েছে তাদের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মনসুকার খড়কপুর এলাকায়।

এদিন স্কুল ছুটি হওয়ার দুপুরে সম্পর্কে মাসতুতো দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুরের স্নান করতে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ায় তারা ফিরে না-আসায় বাড়ির সদস্যদের টনক নড়ে। তাঁরা দুই ভাই-বোনকে খুঁজতে যান। কোথাও ওই দুই স্কুল পড়ুয়াকে দেখতে না-পেয়ে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে দেন। পরে গভীর জল থেকে ভাই-বোনের দেহ উদ্ধার হয় ৷ সেখান থেকে তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ৷

চিকিৎসকরা দুই নাবালক-নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত নাবালক মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। অন্যদিকে, দিদি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এবিষয়ে মৃতের ঠাকুমা ছায়া ঘোরই বলেন, "দুই ভাই-বোন মিলে পুকুরের স্নান করছিল। এরপর অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ওরা আসছে না-দেখে আমরা পুকুরে যাই ৷ কাউকেই দেখতে পাই না ৷ ওদের নাম ধরে ডাকাডাকির পর, পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করি। পাশের বাড়ি থেকেও লোকজন আসেন ৷ পাঁক থেকে পা-ধরে টেনে দু'জনকে জল থেকে তুলে আনি ৷" এরপরই হাসপাতালে নিয়ে যায় পরিবার। তবে তাতেও শেষরক্ষা হল না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.