ETV Bharat / state

ছাত্রীদের উপর হামলার অভিযোগ, সংঘাতে বিজেপি-তৃণমূল - BJP TMC Clash - BJP TMC CLASH

BJP-TMC Clash in Chandannagar: তৃণমূল-বিজেপি সংঘাত ৷ অভিযোগ, তৃণমূলের ছাত্র পরিষদের এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় । পালটা বিজেপির দাবি, তৃণমূলের ছাত্রীরাও তাদের উপর চড়াও হয় ।

BJP-TMC Clash
সংঘাতে বিজেপি-তৃণমূল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:00 AM IST

চন্দননগর, 30 অগস্ট: বুধবার মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ করে বিজেপি । সেখানেই পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল পাঠায় । বিজেপি কর্মী-সহ গ্রেফতার হওয়া 12 জনকে বৃহস্পতিবার জামিনে ছাড়ার নির্দেশ দেয় চন্দননগর আদালত । সেখানেই বিজেপির হুগলি জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীর শ্লীলতাহানি কথা বলা হচ্ছে । অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । কিন্তু ভিডিও-ছবিতে দেখা যাচ্ছে অন্য চিত্র ।’’

কী হয়েছে ?

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় যাওয়ার সময় তৃণমূল-বিজেপি সংঘাত ৷ অভিযোগ, এক ছাত্রী ও বিজেপির কর্মী-সমর্থকের সঙ্গে বচসা শুরু হয় । তৃণমূলের ছাত্র পরিষদের ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনার পর থেকেই সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।

পালটা বিজেপির দাবি, তৃণমূলের ছাত্রীরাও তাদের উপর চড়াও হয় । বৃহস্পতিবার হাসপাতাল থেকে আক্রান্ত ছাত্রীকে বাড়ি নিয়ে যাওয়া হয় । চন্দননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । বিজেপি অবশ্য বলছে, মহিলা বগির যাত্রীদের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল শুরু হয় ৷

বুধবার সকাল এগারোটা নাগাদ চন্দননগর স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও নেতারা ৷ সেসময় চন্দননগর স্টেশনে বিজেপির 12 ঘণ্টার ডাকে রেল অবরোধ কর্মসূচি চলছিল । সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা । তাতেই বিজেপি ও তৃণমূলের কর্মীদের বচসা শুরু হয় । একে অপরকে দেখে স্লোগান দেন ।

এরপর বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা অনিশা গুহ-সহ কয়েকজনকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । অনিশার অভিযোগ, আরজি করের নির্যাতিতার সুবিচারের জন্য বিজেপি রাস্তায় নেমেছে । আর আমাকে মারধর করেছে, শ্লীলতাহানি করেছে ৷ মেয়েদের গায়ে হাত দিয়েছে বিজেপি’র দুষ্কৃতীরা ।

তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা হুগলি জেলা থেকে যাচ্ছিল । বিজেপির কর্মীরা ছাত্র পরিষদের ছাত্রীদের উপর হামলা চালায় । শ্লীলতাহানি করে । আমরা দোষীদের শাস্তির দাবি করছি । নারী সুরক্ষার নামে যারা আন্দোলন করছে, তারাই আমাদের নারীদের উপর হামলা করল । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ।’’

চন্দননগর মণ্ডলের সাধারণ সম্পাদক তন্ময় দেব বলেন, ‘‘চন্দননগর স্টেশনে তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রীরা আমাদের বাজে কথা বলতে শুরু করে । আমরা সরে এলেও ট্রেনের মহিলা যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । সাধারণ মানুষ প্রতিবাদ করায় তৃণমূল তাঁদের উপর আক্রমণ করে ৷ সিসি ক্যামেরা, বহু মানুষ ও রেল পুলিশ ছিল । সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা ৷’’

চন্দননগর, 30 অগস্ট: বুধবার মানকুন্ডু স্টেশনে রেল অবরোধ করে বিজেপি । সেখানেই পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল পাঠায় । বিজেপি কর্মী-সহ গ্রেফতার হওয়া 12 জনকে বৃহস্পতিবার জামিনে ছাড়ার নির্দেশ দেয় চন্দননগর আদালত । সেখানেই বিজেপির হুগলি জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীর শ্লীলতাহানি কথা বলা হচ্ছে । অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । কিন্তু ভিডিও-ছবিতে দেখা যাচ্ছে অন্য চিত্র ।’’

কী হয়েছে ?

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় যাওয়ার সময় তৃণমূল-বিজেপি সংঘাত ৷ অভিযোগ, এক ছাত্রী ও বিজেপির কর্মী-সমর্থকের সঙ্গে বচসা শুরু হয় । তৃণমূলের ছাত্র পরিষদের ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনার পর থেকেই সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।

পালটা বিজেপির দাবি, তৃণমূলের ছাত্রীরাও তাদের উপর চড়াও হয় । বৃহস্পতিবার হাসপাতাল থেকে আক্রান্ত ছাত্রীকে বাড়ি নিয়ে যাওয়া হয় । চন্দননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । বিজেপি অবশ্য বলছে, মহিলা বগির যাত্রীদের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল শুরু হয় ৷

বুধবার সকাল এগারোটা নাগাদ চন্দননগর স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও নেতারা ৷ সেসময় চন্দননগর স্টেশনে বিজেপির 12 ঘণ্টার ডাকে রেল অবরোধ কর্মসূচি চলছিল । সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা । তাতেই বিজেপি ও তৃণমূলের কর্মীদের বচসা শুরু হয় । একে অপরকে দেখে স্লোগান দেন ।

এরপর বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা অনিশা গুহ-সহ কয়েকজনকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । অনিশার অভিযোগ, আরজি করের নির্যাতিতার সুবিচারের জন্য বিজেপি রাস্তায় নেমেছে । আর আমাকে মারধর করেছে, শ্লীলতাহানি করেছে ৷ মেয়েদের গায়ে হাত দিয়েছে বিজেপি’র দুষ্কৃতীরা ।

তৃণমূল ছাত্র পরিষদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা হুগলি জেলা থেকে যাচ্ছিল । বিজেপির কর্মীরা ছাত্র পরিষদের ছাত্রীদের উপর হামলা চালায় । শ্লীলতাহানি করে । আমরা দোষীদের শাস্তির দাবি করছি । নারী সুরক্ষার নামে যারা আন্দোলন করছে, তারাই আমাদের নারীদের উপর হামলা করল । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ।’’

চন্দননগর মণ্ডলের সাধারণ সম্পাদক তন্ময় দেব বলেন, ‘‘চন্দননগর স্টেশনে তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রীরা আমাদের বাজে কথা বলতে শুরু করে । আমরা সরে এলেও ট্রেনের মহিলা যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । সাধারণ মানুষ প্রতিবাদ করায় তৃণমূল তাঁদের উপর আক্রমণ করে ৷ সিসি ক্যামেরা, বহু মানুষ ও রেল পুলিশ ছিল । সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.