শ্রীরামপুর, 26 মার্চ: তিন-তিন বারের তৃণমূল সাংসদ 'বাউন্ডারি' হাঁকাবেন বলেছেন ৷ জবাবে প্রাক্তন জামাই 'বোল্ড আউট' করার চ্যালেঞ্জ ছুড়লেন ৷ এবার হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধে মুখোমুখি দুই আইনজীবী ৷ তাঁদের আরও একটি পরিচয় তাঁরা শ্বশুর ও প্রাক্তন জামাই ৷ একজন অভিজ্ঞ আইনজীবী তথা প্রবীণ রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন পেশার আইনজীবী প্রাক্তন জামাই বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু ৷ তৃণমূল ও বিজেপির এই দুই প্রার্থীই পূর্ব পরিচিত ৷ সোমবার দোলে ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন কবীরশঙ্কর ৷
শ্রীরামপুরে সকালে দোল খেলার ফাঁকে জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "তিন-তিনবার জিতে হ্যাটট্রিক করেছি ৷ এবার বাউন্ডারি হাঁকাব ৷" চতুর্থবার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়া নিয়ে আত্মবিশ্বাসী কল্যাণ জানান, বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না ৷ এদিন বিকেলেই মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে প্রাক্তন জামাতা কল্যাণকে আক্রমণ করে বলেন, "উনি বোল্ড হবেন ৷ 4 জুন ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে ৷"
এদিকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তিন বার সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী করবীশঙ্কর বসু বিজেপির আইনজীবী লিগ্যাল সেলের সদস্য ৷ এর আগে একুশের বিধানসভা ভোটে সুদীপ রায়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি ৷ এবার লোকসভা ভোটে ফের কবীরকে টিকিট দিয়েছে বিজেপি ৷
এদিন বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু বলেন, "তিনি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) একজন অভিজ্ঞ আইনজীবী ৷ আমিও একজন আইনজীবী ৷ আমি তাঁকে সম্মান করি ৷ কিন্তু তিনি যে দলের হয়ে এখানে দাঁড়িয়েছেন, সেই দল দুর্নীতিতে ডুবে আছে ৷ আজ তাদের এই বাংলায় মুখ রাখার জায়গা নেই ৷ চোখে চোখ রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে ৷ তিন বারের সাংসদ হতে পারেন ৷ কিন্তু 4 জুন তাঁকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে ৷ বাউন্ডারি নয়, উনি বোল্ড আউট হবেন ৷"
আরও পড়ুন: