ETV Bharat / state

কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশপের, অস্বীকার অভিযুক্তের - Complaint against TMC Councillor

Complaint against TMC Councillor: তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে গুন্ডামি ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন বেহালার অক্সফোর্ট মিশন চার্চের বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং ৷ এই নিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের ৷

Complaint against TMC Councillor
কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশপের, অস্বীকার অভিযুক্তের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 5:11 PM IST

Updated : Jul 12, 2024, 7:51 PM IST

কলকাতা, 12 জুলাই: বেহালার অক্সফোর্ট মিশন চার্চের ভিতরে ঢুকে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে গুন্ডামি ও হুমকি দেওয়ার অভিযোগ আনলেন বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং । তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেন । পাশাপাশি পুলিশি নিরাপত্তা চান বলেও তিনি জানিয়েছেন । তবে অভিযুক্ত কাউন্সিলর সুদীপ পোল্লের পালটা দাবি, ‘‘বেআইনি কাজের অভিযোগ পেয়েছি বলেই লোক পাঠিয়েছিলাম দেখতে । উনি বিশপ বলে যা ইচ্ছে তাই করবেন, সেটা মেনে নেব না ।’’

ো (ো)

অভিযোগ, চার্চের অধীনে আছে একটি নার্সিং কলেজ । এখানে মহিলাদের নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয় । মহিলা কলেজ হলেও সেখানে কোনও অনুমতি না নিয়েই তৃণমূল কাউন্সিলরের নাম করে অনুগামীরা ঢুকে সেখানকার কর্তৃপক্ষকে হুমকি দেয় । কলেজের অভ্যন্তরে একাধিক ভবন আছে, যা দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ । সেগুলি মেরামতির অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল বরো অফিসে । চিঠি দেওয়ার পরেও অনুমতি আসেনি । কাউন্সিলর দলবল এসে সেখানে কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে । কর্মরত ঠিকাদারদের হুমকি দেওয়া হয়েছে ।

চার্চের ভিতরে একটি মাঠ ও রাস্তা আছে । সেখানে প্রাতঃভ্রমণকারীরা এসে নানা ধরনের অপ্রীতিকর কাজ করছেন বলে অভিযোগ ৷ তাই সেখানে প্রাতঃভ্রমণকারীদের ঢোকা নিষিদ্ধ করে চার্চ কর্তৃপক্ষ । আর সেখানেই গন্ডগোল বাঁধে । ময়দানে নামেন কাউন্সিলর সুদীপ পোল্লে । অভিযোগ, ওই মাঠের দরজা বন্ধ রাখা যাবে না বলে বিশপকে হুমকি দেন কাউন্সিলর । চার্চ কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি । তাই পালটা আঘাত নার্সিং কলেজে বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ । এই ঘটনায় আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ ।

Complaint against TMC Councillor
কাউন্সিলরের বিরুদ্ধে বিশপের চিঠি মুখ্যমন্ত্রীকে৷ (নিজস্ব চিত্র)

এই প্রসঙ্গে অভিযুক্ত কাউন্সিলর সুদীপ পোল্লে বলেন, ‘‘আমি ওয়ার্ডের কাউন্সিলর । সেখানে বেআইনি কাজ হচ্ছে ৷ লোক পাঠাব না ? কর্পোরেশন নোটিশ করেছে । ওঁকে (বিশপ) বলুন সব কিছু খুলে বলতে । আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাব না ? আমি যখন জেনেছি সত্যি বেআইনি ঘটনা, তখন কর্পোরেশনকে নোটিশ করতে বলেছি ।’’

তাঁর আরও দাবি, ‘‘ওঁরা কোনও আইনি কাগজ দেখাতে পারেননি । প্ল্যান ছাড়া করছেন । অভিযোগ করতেই পারেন ৷ আমার কিছু বলার নেই। প্রমাণ করুক আমি জোর করে কাজ বন্ধ করেছি । কর্পোরেশনের নোটিশ করা আছে সব । তিন মাস ধরে পড়ে রয়েছে । কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই ।’’

Complaint against TMC Councillor
কাউন্সিলরের বিরুদ্ধে বিশপের চিঠি মুখ্যমন্ত্রীকে৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘উনি বিশপ বলে যা খুশি করে দেবেন সেটা মানব না । আমার কোনও অভিযোগ নয়, কর্পোরেশন থেকে নোটিশ হয়েছে । বেআইনি নির্মাণ, পুকুর ভরাট সবকিছু । একটা বিশপ এসব করছে ৷ বেআইনি আমরা বলব না ?’’

এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি সুদীপকে বলেছি যে তোমার নিজে যাওয়ার ঠিক হয়নি ৷ যদি বেআইনি মনে হয়, পুরনিগমকে অভিযোগ করো ৷ পুরিনগম গিয়ে দেখবে ৷ আমরা কেন এই বিষয়ে জড়াব ৷ আইনত কোনও কাউন্সিলরের নির্মাণ বা বেআইনি ব্যাপারে কোনও এক্তিয়ারই নেই ৷ সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই ৷ আমরা অভিযোগ পেলে তা বিল্ডিং বিভাগে ফরওয়ার্ড করে দেব ৷ নিজেরা যাওয়ার কোনও এক্তিয়ারও আমাদের নেই ৷ আমাদের কোনও ক্ষমতাও নেই ৷ তাহলে এটা যাওয়া ভুল হয়েছে ৷’’

কলকাতা, 12 জুলাই: বেহালার অক্সফোর্ট মিশন চার্চের ভিতরে ঢুকে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে গুন্ডামি ও হুমকি দেওয়ার অভিযোগ আনলেন বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং । তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেন । পাশাপাশি পুলিশি নিরাপত্তা চান বলেও তিনি জানিয়েছেন । তবে অভিযুক্ত কাউন্সিলর সুদীপ পোল্লের পালটা দাবি, ‘‘বেআইনি কাজের অভিযোগ পেয়েছি বলেই লোক পাঠিয়েছিলাম দেখতে । উনি বিশপ বলে যা ইচ্ছে তাই করবেন, সেটা মেনে নেব না ।’’

ো (ো)

অভিযোগ, চার্চের অধীনে আছে একটি নার্সিং কলেজ । এখানে মহিলাদের নার্সিং প্রশিক্ষণ দেওয়া হয় । মহিলা কলেজ হলেও সেখানে কোনও অনুমতি না নিয়েই তৃণমূল কাউন্সিলরের নাম করে অনুগামীরা ঢুকে সেখানকার কর্তৃপক্ষকে হুমকি দেয় । কলেজের অভ্যন্তরে একাধিক ভবন আছে, যা দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ । সেগুলি মেরামতির অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল বরো অফিসে । চিঠি দেওয়ার পরেও অনুমতি আসেনি । কাউন্সিলর দলবল এসে সেখানে কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে । কর্মরত ঠিকাদারদের হুমকি দেওয়া হয়েছে ।

চার্চের ভিতরে একটি মাঠ ও রাস্তা আছে । সেখানে প্রাতঃভ্রমণকারীরা এসে নানা ধরনের অপ্রীতিকর কাজ করছেন বলে অভিযোগ ৷ তাই সেখানে প্রাতঃভ্রমণকারীদের ঢোকা নিষিদ্ধ করে চার্চ কর্তৃপক্ষ । আর সেখানেই গন্ডগোল বাঁধে । ময়দানে নামেন কাউন্সিলর সুদীপ পোল্লে । অভিযোগ, ওই মাঠের দরজা বন্ধ রাখা যাবে না বলে বিশপকে হুমকি দেন কাউন্সিলর । চার্চ কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি । তাই পালটা আঘাত নার্সিং কলেজে বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ । এই ঘটনায় আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ ।

Complaint against TMC Councillor
কাউন্সিলরের বিরুদ্ধে বিশপের চিঠি মুখ্যমন্ত্রীকে৷ (নিজস্ব চিত্র)

এই প্রসঙ্গে অভিযুক্ত কাউন্সিলর সুদীপ পোল্লে বলেন, ‘‘আমি ওয়ার্ডের কাউন্সিলর । সেখানে বেআইনি কাজ হচ্ছে ৷ লোক পাঠাব না ? কর্পোরেশন নোটিশ করেছে । ওঁকে (বিশপ) বলুন সব কিছু খুলে বলতে । আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাব না ? আমি যখন জেনেছি সত্যি বেআইনি ঘটনা, তখন কর্পোরেশনকে নোটিশ করতে বলেছি ।’’

তাঁর আরও দাবি, ‘‘ওঁরা কোনও আইনি কাগজ দেখাতে পারেননি । প্ল্যান ছাড়া করছেন । অভিযোগ করতেই পারেন ৷ আমার কিছু বলার নেই। প্রমাণ করুক আমি জোর করে কাজ বন্ধ করেছি । কর্পোরেশনের নোটিশ করা আছে সব । তিন মাস ধরে পড়ে রয়েছে । কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই ।’’

Complaint against TMC Councillor
কাউন্সিলরের বিরুদ্ধে বিশপের চিঠি মুখ্যমন্ত্রীকে৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘উনি বিশপ বলে যা খুশি করে দেবেন সেটা মানব না । আমার কোনও অভিযোগ নয়, কর্পোরেশন থেকে নোটিশ হয়েছে । বেআইনি নির্মাণ, পুকুর ভরাট সবকিছু । একটা বিশপ এসব করছে ৷ বেআইনি আমরা বলব না ?’’

এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি সুদীপকে বলেছি যে তোমার নিজে যাওয়ার ঠিক হয়নি ৷ যদি বেআইনি মনে হয়, পুরনিগমকে অভিযোগ করো ৷ পুরিনগম গিয়ে দেখবে ৷ আমরা কেন এই বিষয়ে জড়াব ৷ আইনত কোনও কাউন্সিলরের নির্মাণ বা বেআইনি ব্যাপারে কোনও এক্তিয়ারই নেই ৷ সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই ৷ আমরা অভিযোগ পেলে তা বিল্ডিং বিভাগে ফরওয়ার্ড করে দেব ৷ নিজেরা যাওয়ার কোনও এক্তিয়ারও আমাদের নেই ৷ আমাদের কোনও ক্ষমতাও নেই ৷ তাহলে এটা যাওয়া ভুল হয়েছে ৷’’

Last Updated : Jul 12, 2024, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.