কলকাতা, 17 জুলাই: নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে পর্যালোচনা করতে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য সরকার ৷ এই কমিটির নেতৃত্বে আছেন কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ৷ সংবাদসংস্থা পিটিআই বুধবার জানিয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করে রাজ্য প্রশাসন ৷
এদিন স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023- এই তিনটি আইন খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ কমিটি ।
এই কমিটির মাথায় রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় ৷ পাশাপাশি আইন মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও থাকছেন কমিটিতে ৷ থাকছেন আরও চার জন সদস্য ৷ কমিটি কীভাবে কাজ করবে, তাও বলা হয়েছে নির্দেশিকায় ৷ সেখানে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ আইনজীবী, এমনকী শিক্ষাবিদদের সঙ্গেও কথা বলতে পারে ৷
অষ্টাদশ লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসে জুলাই মাসের 1 তারিখ এই সমস্ত ফৌজদারি আইন লাগু করে মোদি সরকার ৷ তবে লোকসভা নির্বাচনের আগে থেকেই এ নিয়ে তরজা চলছিল ৷ বেশ কয়েকটি বিরোধী দল এই তিনটি নয়া আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছে ।
তৃণমূলের মতো কয়েকটি দল দাবি করেছিল, কেন্দ্রীয় সরকার এখনই এই আইনগুলি লাগু করা থেকে বিরত থাকুক ৷ নিজেদের দাবি জানিয়ে 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সেই রাস্তায় হাঁটেনি কেন্দ্রীয় সরকার ৷ ঘোষণা মতো জুলাই মাসের প্রথম দিনই দেশদজুড়ে লাগু হয় নয়া ফৌজদারি আইন ৷ এবার এনিয়ে সাত সদস্যের কমিটি গড়ল নবান্ন ।