বোলপুর, 15 মার্চ: প্রতিবছর দোল পূর্ণিমায় নানা রঙে রঙিন হয়ে ওঠে শান্তিনিকেতন ৷ তবে অতিমারি কোভিডের সময় বন্ধ ছিল বসন্ত উৎসব ৷ এবারেও অনিশ্চিত ঐতিহ্যের বসন্তোৎসব। এখনও পর্যন্ত উৎসব নিয়ে কোনও বৈঠক হয়নি। শুরু হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও। এমনকী, বসন্তোৎসব নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সবমিলিয়ে 25 মার্চ বিশ্বভারতীতে বসন্তোৎসব হওয়ার কোনও সম্ভাবনাই পড়েনি নজরে ৷ যা নিয়ে আক্ষেপ পড়ুয়া-সহ বোলপুর-শান্তিনিকেতনবাসী ও ব্যবসায়ীদের ৷
বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে অমৃতা সরকার, অনুষা পাল, সৃষ্টি সরকার, অদিতি বর্মন, নিকিতা হালদার সকলেরই একই মত এই উৎসবের অপেক্ষায় প্রতিবছর সকলে থাকেন ৷ পড়ুয়া জানান, শান্তিনিকেতনে বসন্তোৎসব মানে অন্য আমেজ ৷ এবার এখনও মহড়া শুরু হয়নি ৷ কেউ কিছু বলতেই পারছেন না ৷ খুবই খারাপ লাগছে বসন্তোৎসব অনিশ্চিত জেনে। প্রত্যেকে সারা বছর অনেক আশা করে থাকে এই উৎসবের জন্য।
এই উৎসবের উপর নির্ভর করে বোলপুরের আর্থ-সামাজিক ব্যবস্থা ৷ ইতিমধ্যেই বোলপুর-শান্তিনিকেতনে সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। এমন সময় শান্তিনিকেতনে বসন্তোৎসব অনিশ্চিত জেনে আক্ষেপ হোটেল-রিসর্ট ব্যবসায়ীদের ৷ রিসর্ট ব্যবসায়ী লিপি বলেন, "বসন্তোৎসব হবে না জেনে খুব খারাপ লাগছে ৷ এই উৎসবে সামিল হতে কত পর্যটক আসেন শান্তিনিকেতন। তাঁরা নিরাশ হবেন ৷ ক্ষতি হবে ব্যবসারও ৷"
উল্লেখ্য, পৌষমেলা নিয়ে নানা টালবাহানার পর এবার বসন্তোৎসব নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। 2019 সালে শেষ বার শান্তিনিকেতনের আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। সেবার অত্যাধিক ভিড় ও প্রশাসনিক ব্যর্থতায় চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ৷ 2020 ও 21 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল বসন্তোৎসব। 2022 ও 23 সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবের আয়োজন করেননি বলে অভিযোগ উঠেছিল ৷ শোনা গিয়েছিল, রাজ্য সরকারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ায় কোপ পড়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্তোৎসবে ৷
এবার অনেকেই মনে করেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক হয় তো বসন্তোৎসবের আয়োজন করবেন ৷ কিন্তু, কার্যত শান্তিনিকেতনে অনিশ্চিত বসন্তোৎসব। কারণ, এখনও পর্যন্ত উৎসব সংক্রান্ত কোন বৈঠক করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকী, বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও শুরু হয়নি ৷ বসন্তোৎসবলবের প্রায় 1 মাস আগে প্রশাসনিক বৈঠক ও অনুষ্ঠানের মহড়া শুরু হয়ে যায় ৷ এই সব কিছু না হওয়ায় এবারেও যে শান্তিনিকেতনে বসন্তোৎসব উৎসব হচ্ছে না তা অনুমান করাই যায় ৷ বসন্তোৎসব অনিশ্চিত হওয়ায় ম্লান শান্তিনিকেতনও।
আরও পড়ুন
1. অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড?
2. 'বিকল্প বসন্তোৎসবে' সোনাঝুরিতে মানুষের ঢল, চলছে জমিয়ে আবির খেলা
3.দোলের সকালে প্রভাতফেরি আর নৃত্যগীতের বসন্ত উৎসবে মাতল শহরবাসী