কলকাতা, 29 ফেব্রুয়ারি: আইনি বাধা ছিল ৷ তাই রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি ৷ কিন্তু ইডির শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা ছিল না ৷ তাহলে তারা কেন তাঁকে এতদিন গ্রেফতার করল না ? শাহজানকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ৷ তিনি আরও জানান, আদালতের নির্দেশের পরই বুধবার রাতে পুলিশ তল্লাশি চালিয়ে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে ৷ তাঁকে এখন বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে ৷ দুপুরেই তাঁকে আদালতে পেশ করা হবে ৷
এদিন ইডির স্থগিতাদেশ প্রসঙ্গে সুপ্রতিম সরকার বলেন, "গত 5 জানুয়ারি ন্যাজাট থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন ৷ সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর ন্যাজাট থানায় একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয় ৷ কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্য়েই মাননীয় উচ্চআদালতে সেই তদন্তের উপর একটি স্থগিতাদেশ চাওয়া হয় ৷ সেই আর্জি মাননীয় উচ্চআদালত মঞ্জুর করেন ৷ তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় ৷ সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং গ্রেফতারিতে আমাদের আইনি বাধা ছিল ৷"
সন্দেশখালি উত্তপ্ত হওয়া নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ বলেন, "গত 7, 8, 9 ফেব্রুয়ারি সন্দেশখালিতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে ৷ শেখ শাহজাহান ইডি আক্রান্তের ঘটনায় মূল অভিযুক্ত ৷ তারপর ফেব্রুয়ারি মাসে শেখ শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু মামলায় অভিযোগ জমা পড়ে ৷ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয় ৷ কিন্তু 8 ফেব্রুয়ারি থেকে যে মামলাগুলি দায়ের হয়, সেখানে অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নাম এসেছে ৷ সেগুলির প্রতিটি 2-3 বছর আগে ঘটা ঘটনার ভিত্তিতে ৷"
পুলিশের শীর্ষ আধিকারিক জানান, 2-3 বছর আগের ঘটনার তদন্তে অনেকটা সময় লাগে ৷ কিন্তু 5 জানুয়ারি ইডির উপর হামলা চালানোর ঘটনায় তদন্ত করতেই পারত পুলিশ ৷ তবে তাতে স্থগিতাদেশ দিয়ে রেখেছিল আদালত ৷ তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি ৷
এখানে ইডির ভূমিকা প্রসঙ্গে সুপ্রতিম সরকার বলেন, "সংবাদমাধ্যমে, চ্যানেলে বলা হয়েছে, পুলিশ ইচ্ছাকৃত শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না ৷ আমি স্পষ্ট করে বলতে চাই এটা ভুল, অপপ্রচার ৷ আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল ৷ দিনদুয়েক আগে মাননীয় উচ্চআদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে, গ্রেফতারিতে কোনও বিধিনিষেধ নেই ৷ তারপর আমরা জোরকদমে তল্লাশি শুরু করি ৷ গতরাতে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি ৷" এরপর তিনি প্রশ্ন করেন, "আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, ইডির উপর ছিল না ৷ তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি ? সেই প্রশ্নটাও প্রাসঙ্গিক ৷"
আরও পড়ুন: