কলকাতা, 24 মার্চ: রাজ্যের 19 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি ৷ যার মধ্যে আসন বদল হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে ৷ পাশাপাশি মেদিনীপুর থেকে লড়াই করবেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে আরও চমক ৷ তমলুক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে ৷ ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন অর্জুন সিং ৷ কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে ৷ কলকাতা উত্তর থেকে লড়ছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক তাপস রায়।
জল্পনা ছিল বিস্তর ৷ রাজ্যের শাসকদলের তরফে কটাক্ষও কম আসেনি ৷ অবশেষে পশ্চিমবঙ্গের জন্য প্রথম তালিকা প্রকাশের 22 দিন পর রবিবার আরও 19 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল বিজেপি। এদিনের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার 19 জন সাংসদ পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। এদিন সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, এদিন সন্ধ্যে থেকেই হয়তো পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যাতে থাকবে বাংলার প্রায় সবক'টি আসন।
গত 6 মার্চ তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে এসেছিলেন অর্জুন সিং ৷ বিজেপিতে ঘরওয়াপসির পরে ফের সংসদ পদপ্রার্থী তালিকায় নিজের জায়গা করে নিলেন তিনি। অন্যদিকে, আগেই পেশা থেকে অব্যাহতি নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যাশামতোই তমলুক থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো তাপস রায় পেলেন কলকাতা উত্তরের আসনের টিকিট। পাশাপাশি গুরুত্বপূর্ণ আসন দমদম এখান থেকে শীলভদ্র দত্তের নাম আগেই শোনা গিয়েছিল, তাতেই সিলমোহর পড়েছে ৷ রায়গঞ্জ ছেড়ে কলকাতা দক্ষিণ থেকে লড়বেন দেবশ্রী চৌধুরী ৷
একইভাবে, প্রার্থী তালিকায় চমক রয়েছে বসিরহাটের ক্ষেত্রেও ৷ সন্দেশখালি ঘটনার পর নুসরতকে সরিয়ে ফের পুরনো নেতা হাজি নুরুল ইসলামের উপর ভরসা রেখেছে তৃণমূল ৷ সেখানেও চমক দিয়েছে বিজেপি ৷ বসিরহাটে বিজেপির প্রার্থী করা হয়েছে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে ৷
আরও পড়ুন: