ETV Bharat / sports

রাজা ও রাজপাট ! ক্যাঙারুর দেশেই কামব্যাক কোহলির

অস্ট্রেলিয়ার মাটি বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সমর্থকদের সেই উক্তিই ফের বাস্তবে বোঝালেন বিরাট ‘কিং’ কোহলি ৷

Virat Kohli
ক্যাঙারুর দেশেই কামব্যাক কোহলির (আইএএনএস ফোটো)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

পারথ, 24 নভেম্বর: মডার্ন ডে ক্রিকেট গ্রেট ! ইতিহাস বলে, রাজারা ফেরার জন্য কঠিনতম মঞ্চের অপেক্ষা করেন ৷ বিরাট কোহলিও সেই মন্ত্রেই দীক্ষিত ৷ 492 দিন পরে ফের টেস্টে শতরান এল রানমেশিনের ব্যাটে ৷ পারথের অপটাস স্টেডিয়াম দেখল, সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে কীভাবে সাফল্যের সিঁড়িকে আরও দীর্ঘায়িত করা যায় ৷

এদিন রাহুল-যশস্বী শো’য়ের পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল কোহলির কাঁধে ৷ 143 বলে বিরাটের 100 রানের ইনিংস সাজানো 8টি চার ও 2টি ছয়ে ৷ ধ্রুপদী শটে ব্যাটিং শুরু করা কোহলি সেঞ্চুরির দিকে পৌঁছলেন বাজবল ঢঙে ৷ বাংলাদেশ ও কিউয়িদের বিরুদ্ধে বড় রান না-পাওয়া বিরাট সপরিবারে সিরিজের অনেক আগেই অজিভূমে পৌঁছে গিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে রান না-পেলেও দ্বিতীয় ইনিংসেই সেই চেনা ছবি দেখালেন ক্রিকেট বিশ্বকে ৷

শতরানে শুধু কামব্যাকই করেননি কোহলি ৷ ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকর ও ডন ব্র্যাডম্যানের নজিরও ৷ এদিন নিজের 30তম টেস্ট শতরান করেছেন কোহলি ৷ টপকে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানের 29টি টেস্ট শতরানের নজিরকে ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের টেস্ট শতরানের সংখ্যা 6টি ৷ এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে অজিভূমে নিজের সপ্তম টেস্ট শতরান করলেন কোহলি ৷

চলতি বছর এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে 19 ম্য়াচে 20.33 গড়ে মাত্র 488 রান এসেছে 'কিং' কোহলির ব্যাটে ৷ তবুও বর্ডার-গাভাসকর ট্রফিতে স্পটলাইট রয়েছে বিরাট কোহলির উপর ৷ কারণটা অবশ্যই ক্যাঙারুর দেশে তাঁর পুরনো রেকর্ড ৷ অনুরাগীরা মজা করেই বলে থাকেন, অস্ট্রেলিয়ার মাটি বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সেই মজা যে নিছকই মজা নয়, তা ফের মালুম করালেন কোহলি ৷

এখনও পর্যন্ত 13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে অস্ট্রেলিয়ার মাটিতে 1352 রান করেছেন বিরাট ৷ পারথের অপটাস স্টেডিয়ামে নিজের রানই শুধু নয়, শতরানের সংখ্যাটাও বাড়িয়ে ফেললেন বিরাট ‘কিং’ কোহলি ৷ অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের ব্যাটার হিসেবে সর্বাধিক শতরানের নজিরে ছুঁয়ে ফেললেন ওয়ালি হ্যামন্ডকে (7টি শতরান) ৷ বিরাটের সামনে এখন শুধু জ্যাক হবস (9টি) ৷

আরও পড়ুন

পারথ, 24 নভেম্বর: মডার্ন ডে ক্রিকেট গ্রেট ! ইতিহাস বলে, রাজারা ফেরার জন্য কঠিনতম মঞ্চের অপেক্ষা করেন ৷ বিরাট কোহলিও সেই মন্ত্রেই দীক্ষিত ৷ 492 দিন পরে ফের টেস্টে শতরান এল রানমেশিনের ব্যাটে ৷ পারথের অপটাস স্টেডিয়াম দেখল, সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে কীভাবে সাফল্যের সিঁড়িকে আরও দীর্ঘায়িত করা যায় ৷

এদিন রাহুল-যশস্বী শো’য়ের পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল কোহলির কাঁধে ৷ 143 বলে বিরাটের 100 রানের ইনিংস সাজানো 8টি চার ও 2টি ছয়ে ৷ ধ্রুপদী শটে ব্যাটিং শুরু করা কোহলি সেঞ্চুরির দিকে পৌঁছলেন বাজবল ঢঙে ৷ বাংলাদেশ ও কিউয়িদের বিরুদ্ধে বড় রান না-পাওয়া বিরাট সপরিবারে সিরিজের অনেক আগেই অজিভূমে পৌঁছে গিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে রান না-পেলেও দ্বিতীয় ইনিংসেই সেই চেনা ছবি দেখালেন ক্রিকেট বিশ্বকে ৷

শতরানে শুধু কামব্যাকই করেননি কোহলি ৷ ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকর ও ডন ব্র্যাডম্যানের নজিরও ৷ এদিন নিজের 30তম টেস্ট শতরান করেছেন কোহলি ৷ টপকে গিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানের 29টি টেস্ট শতরানের নজিরকে ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের টেস্ট শতরানের সংখ্যা 6টি ৷ এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে অজিভূমে নিজের সপ্তম টেস্ট শতরান করলেন কোহলি ৷

চলতি বছর এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে 19 ম্য়াচে 20.33 গড়ে মাত্র 488 রান এসেছে 'কিং' কোহলির ব্যাটে ৷ তবুও বর্ডার-গাভাসকর ট্রফিতে স্পটলাইট রয়েছে বিরাট কোহলির উপর ৷ কারণটা অবশ্যই ক্যাঙারুর দেশে তাঁর পুরনো রেকর্ড ৷ অনুরাগীরা মজা করেই বলে থাকেন, অস্ট্রেলিয়ার মাটি বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সেই মজা যে নিছকই মজা নয়, তা ফের মালুম করালেন কোহলি ৷

এখনও পর্যন্ত 13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে অস্ট্রেলিয়ার মাটিতে 1352 রান করেছেন বিরাট ৷ পারথের অপটাস স্টেডিয়ামে নিজের রানই শুধু নয়, শতরানের সংখ্যাটাও বাড়িয়ে ফেললেন বিরাট ‘কিং’ কোহলি ৷ অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের ব্যাটার হিসেবে সর্বাধিক শতরানের নজিরে ছুঁয়ে ফেললেন ওয়ালি হ্যামন্ডকে (7টি শতরান) ৷ বিরাটের সামনে এখন শুধু জ্যাক হবস (9টি) ৷

আরও পড়ুন

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.