ETV Bharat / sports

'পদক তোমারও প্রাপ্য ছিল', লক্ষ্যকে বললেন সোনাজয়ী ভিক্টর - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

AXELSEN PRAISES LAKSHYA: তুমি যা খেলেছ তাতে পদক তোমারও প্রাপ্য ছিল ৷ লক্ষ্য সেনের প্রশংসায় পঞ্চমুখ প্য়ারিসে সোনাজয়ী শাটলার ভিক্টর অ্যাক্সেলসেন ৷ টুইটে তিনি জানান, লক্ষ্যর নিজেকে নিয়ে গর্বের অবকাশ রয়েছে ৷

AXELSEN PRAISES LAKSHYA
একই ফ্রেমে লক্ষ্য ও অ্যাক্সেলসেন (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 1:57 PM IST

প্যারিস, 8 অগস্ট: "সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী সকলেই যদি পদক জিতত ভালো হত ৷ কারণ তোমার পদক প্রাপ্য ছিল ৷" এই ভাষাতেই প্য়ারিস অলিম্পিক্সে লক্ষ্য সেনের পারফরম্যান্সের প্রশংসা করলেন সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন ৷ যাঁর কাছে শেষ চারে হারতে হয়েছিল ভারতের তরুণ শাটলারকে ৷

লক্ষ্যর টুইট: বুধবার টুইটারে প্যারিস অলিম্পিক্সের উপলব্ধির কথা জানিয়ে একটি পোস্ট করেন চারে শেষ করা লক্ষ্য সেন ৷ সেখানে শাটলার লেখেন, "2024 প্যারিস অলিম্পিক্সে আমার জার্নিটা একইসঙ্গে সম্মানের এবং হৃদয়বিদারক ৷ আমি সবটা দিয়েছি, আমার শক্তির সমস্তটুকু উজাড় করে দিয়েছি ৷ কিন্তু অল্পের জন্য পোডিয়ামে দাঁড়াতে ব্যর্থ হয়েছি ৷ আমি অনুরাগীদের কাছে চিরকৃতজ্ঞ তাঁদের নিঃশর্ত সমর্থনের জন্য ৷"

লক্ষ্যর টুইটে ভিক্টরের মন্তব্য: লক্ষ্যর টুইটে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স ব্যাডমিন্টনে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন মন্তব্য করেন ৷ ড্যানিশ শাটলার লেখেন, "এগিয়ে চল ভাই ৷ তোমার নিজেকে নিয়ে গর্ব করার যথেষ্ট অবকাশ রয়েছে ৷ যদি সকল সেমিফাইনালিস্ট পদক জিতত তাহলে ভালো হত কারণ, সত্যিই তুমি পদকজয়ের প্রাপ্য ৷ গেমসে তোমার পারফরম্যান্সের জন্য অভিনন্দন ৷"

চারে থেমেছে লক্ষ্যর লড়াই: প্যারিসে শুরু থেকে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও শেষে গিয়ে তাল কাটে লক্ষ্য সেনের ৷ 2021 বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেমিফাইনালে প্রথমে হারেন গতবারের সোনাজয়ী অ্যাক্সেলসেনের কাছে ৷ 22-20, 21-14 ব্যবধানে স্ট্রেট গেমে হারতে হয় ভারতীয়কে ৷ এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বী লি জি জিয়া'র বিরুদ্ধে লড়াই গড়ায় তিন গেমে ৷ প্রথম গেম জিতলেও দ্বিতীয় ও তৃতীয় গেম হেরে অভিষেক অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হয় 22 বছরের তরুণকে ৷

VIKTOR AXELSEN
প্য়ারিসে সোনাজয়ের পর ভিক্টর (AP Photo)

2008 সালের পর ব্য়াডমিন্টন থেকে পদক ছাড়া ফিরছে ভারত: 2008 সালে শেষবার অলিম্পিক্স থেকে পদক ছাড়া ফিরতে হয়েছিল ভারতকে ৷ এরপর 2012 লন্ডনে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল, 2016 রিও এবং 2020 টোকিয়োয় যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ এনেছিলেন পিভি সিন্ধু ৷ এবার প্রি-কোয়ার্টারেই থেমে যায় সিন্ধুর লড়াই ৷ (PTI Input)

প্যারিস, 8 অগস্ট: "সেমিফাইনালে যোগ্যতা অর্জনকারী সকলেই যদি পদক জিতত ভালো হত ৷ কারণ তোমার পদক প্রাপ্য ছিল ৷" এই ভাষাতেই প্য়ারিস অলিম্পিক্সে লক্ষ্য সেনের পারফরম্যান্সের প্রশংসা করলেন সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন ৷ যাঁর কাছে শেষ চারে হারতে হয়েছিল ভারতের তরুণ শাটলারকে ৷

লক্ষ্যর টুইট: বুধবার টুইটারে প্যারিস অলিম্পিক্সের উপলব্ধির কথা জানিয়ে একটি পোস্ট করেন চারে শেষ করা লক্ষ্য সেন ৷ সেখানে শাটলার লেখেন, "2024 প্যারিস অলিম্পিক্সে আমার জার্নিটা একইসঙ্গে সম্মানের এবং হৃদয়বিদারক ৷ আমি সবটা দিয়েছি, আমার শক্তির সমস্তটুকু উজাড় করে দিয়েছি ৷ কিন্তু অল্পের জন্য পোডিয়ামে দাঁড়াতে ব্যর্থ হয়েছি ৷ আমি অনুরাগীদের কাছে চিরকৃতজ্ঞ তাঁদের নিঃশর্ত সমর্থনের জন্য ৷"

লক্ষ্যর টুইটে ভিক্টরের মন্তব্য: লক্ষ্যর টুইটে টানা দ্বিতীয়বার অলিম্পিক্স ব্যাডমিন্টনে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন মন্তব্য করেন ৷ ড্যানিশ শাটলার লেখেন, "এগিয়ে চল ভাই ৷ তোমার নিজেকে নিয়ে গর্ব করার যথেষ্ট অবকাশ রয়েছে ৷ যদি সকল সেমিফাইনালিস্ট পদক জিতত তাহলে ভালো হত কারণ, সত্যিই তুমি পদকজয়ের প্রাপ্য ৷ গেমসে তোমার পারফরম্যান্সের জন্য অভিনন্দন ৷"

চারে থেমেছে লক্ষ্যর লড়াই: প্যারিসে শুরু থেকে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও শেষে গিয়ে তাল কাটে লক্ষ্য সেনের ৷ 2021 বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেমিফাইনালে প্রথমে হারেন গতবারের সোনাজয়ী অ্যাক্সেলসেনের কাছে ৷ 22-20, 21-14 ব্যবধানে স্ট্রেট গেমে হারতে হয় ভারতীয়কে ৷ এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বী লি জি জিয়া'র বিরুদ্ধে লড়াই গড়ায় তিন গেমে ৷ প্রথম গেম জিতলেও দ্বিতীয় ও তৃতীয় গেম হেরে অভিষেক অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হয় 22 বছরের তরুণকে ৷

VIKTOR AXELSEN
প্য়ারিসে সোনাজয়ের পর ভিক্টর (AP Photo)

2008 সালের পর ব্য়াডমিন্টন থেকে পদক ছাড়া ফিরছে ভারত: 2008 সালে শেষবার অলিম্পিক্স থেকে পদক ছাড়া ফিরতে হয়েছিল ভারতকে ৷ এরপর 2012 লন্ডনে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল, 2016 রিও এবং 2020 টোকিয়োয় যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ এনেছিলেন পিভি সিন্ধু ৷ এবার প্রি-কোয়ার্টারেই থেমে যায় সিন্ধুর লড়াই ৷ (PTI Input)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.