স্টুটগার্ড, 5 জুলাই: প্রথম দল হিসেবে 2024 সালের ইউরোর নক-আউটে পৌঁছে গিয়েছিল জার্মানি ৷ তবে এবার কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে তিনবারের ইউরো জয়ীরা ৷ স্টুটগার্ডে জুলিয়ান নাগেলসম্যানের ছেলেদের প্রতিপক্ষ প্রাক্তন বিশ্বজয়ী স্পেন ৷ দু’দলের ঝুলিতেই আছে তিনটি করে ইউরো ৷ ইউরোপ সেরা হওয়ার সংখ্যায় একে অপরকে টেক্কা দিতে মুখিয়ে থাকবে দুই দলই ৷
এর আগে ভেল্টিন্স এরিনায় ইতালিকে হারিয়েছিল স্পেন ৷ দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌঁছলেও সুইজারল্যান্ডের কাছে আটকে গিয়েছিল জার্মানি। অন্যদিকে প্রতিটি ম্যাচ জিতেই গ্রুপ পর্যায়ে শেষ করেছিল 2010 সালের বিশ্বজয়ীরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখে ইতালিকেও হারিয়েছিল স্প্যানিশ আরমাডা। এবার তাঁদের লড়াই জার্মানির সঙ্গে ।
শেষ ষোলোয় ডেনমার্ককে 2-0 গোলে হারালেও রীতিমতো ঘাম ঝরিয়ে খেলতে হয়েছে জার্মানিকে। অন্যদিকে, মোটের উপর সহজ প্রতিপক্ষ জর্জিয়াকে চার গোলের মালা পরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে স্পেন। দু'দলের ঝুলিতেই রয়েছে তিনটি করে ইউরো, যদিও ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করছে, বিশ্বসেরা হওয়ার তালিকায় অনেকটাই এগিয়ে জার্মানরা। তার প্রধান কারণ অবশ্যই জার্মানির সাম্প্রতিক ফর্ম। এই লড়াইতে সকলকে চমকে দিয়ে স্পেন শেষ হাসি হাসতে পারে কি না সেটাই দেখার এখন ।
ইউরোপের সেরা দল হওয়ার এই লড়াইয়ের প্রস্তুতি আগাম সেরে রেখেছে দুটি দলই । পুরনো দল বদলে একাধিক নতুন মুখ দলে অন্তর্ভুক্ত করেছে দুই দেশই। বদলে গিয়েছেন হেড স্যরও। ফলে সবদিক থেকেই নতুন ফুটবল দর্শনকে পাথেয় করে মাঠে নামছে দুই দেশ। দৃষ্টি নন্দন ফুটবলের বদলে বিপক্ষের গোলে বল জড়ানোটাকেই মূল লক্ষ্য করেছে দুই দেশ। ফলের শুক্রবার স্টুটগার্ডে জমজমাট লড়াই ।