কলকাতা, 16 এপ্রিল: ইডেনে টস জিতলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ তাতে নাইট শিবিরকে অল্পরানে বাঁধতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পিঙ্ক ব্রিগেড ৷ মগডালে বসে থাকা রাজস্থানকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলে 1 নম্বর জায়গা পাকা করে নেবে নাইট শিবির ৷ ঘরের মাঠে আরও একটি জয়ের লক্ষ্যে কেকেআর প্রথমে ব্যাট করতে নামছে। অন্যদিনের মতো আজও দেখা গ্যালারিতে দেখা যাবে বাদশাহী জৌলুস ৷ আইপিএলের জন্য তিনি কিছুদিন ধরেই তিলোত্তমায় রয়েছেন ৷
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টস হারার পর বলেন, "আগের ম্যাচের উপর ভিত্তি আমিও বোলিং বেছে নিতাম ৷ বল কীভাবে ঘুরেছে তা দেখেছি ৷ চাই সবাই তাঁদের মতো করেই পারফর্ম করুক। দলগত পারফরম্যান্সই সেরা ৷ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে রয়েছেন সুযষ শর্মা, অনুকূল রায়, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা এবং রহমানুল্লাহ গুরবাজ। রিঙ্কু রয়েছেন প্রথম একাদশে। অনুকূল ইমপ্যাক্টের তালিকায়।
অন্যদিকে, রাজস্থান অধিনায়কের সংযোজন, "আমরা প্রথমে বল করতে চাই। এটা ধরে রেখে তাড়া করা ভালো হয় ৷ ইডেন গার্ডেন্সে ফিরে আসতে পেরে খুবই উত্তেজিত ৷ এই স্টেডিয়ামে একটা দারুণ আবেগ রয়েছে। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে রয়েছেন জস বাটলার, কোহলার-ক্যাডমোর, শুভম দুবে, নবদীপ সাইনি, নন্দ্রে বার্গার ৷"
- কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ-
ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ৷
- রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ-
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল ৷
আরও পড়ুন: