ETV Bharat / sports

চেন্নাইকেও 'বধ' পঞ্জাবের, সাত উইকেটে জিতে প্লে-অফের দৌড়ে হরপ্রীতরা - IPL 2024

CSK vs PBKS: চেন্নাইয়ের মাঠে দাদাগিরি পঞ্জাবের ৷ প্রথমে অল্পরানে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে বেঁধে ফেলার পর ব্যাট করতে নেমে 2 ওভার বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস ৷ আগের ম্যাচে কলকাতাকে ঘরের মাঠে হারানোর পর গতকাল, বুধবার চিপকে চেন্নাই 'বধ' করে লিগ টেবিলের শেষ চারের দৌড়ে ঢুকল স্যান কারানের দল ৷

CSK vs PBKS
CSK vs PBKS
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 6:46 AM IST

Updated : May 2, 2024, 12:39 PM IST

চেন্নাই, 2 মে: ফের পতন চেন্নাই দুর্গে ৷ চিপকে দুই কিংসের লড়াইয়ে শেষ হাসি পঞ্জাবের। কলকাতাকে ইডেনে ও চিপকে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্যাম কারানের দল ৷ গতকালের ম্যাচে চেন্নাইয়ের হারের কারণ ব্যাটিং ব্যর্থতা ৷ টপ থেকে মিডল ও টেল-এন্ডারের ব্যাটাররা ডাহা ফেল ৷ একমাত্র লড়াই চেন্নাই অধিনায়ক রুতুরাজের ৷ যদিও তা যথেষ্ঠ ছিল না। ঘরের মাঠে টস হেরে পঞ্জাব অধিনায়ক স্যাম কারানের সিদ্ধান্তে ব্যাট করতে নেমেছিলেন ধোনিরা ৷ তাতে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র 163 রানের টার্গেট দিয়েছিল সিএসকে। আর তার কারিগর হরপ্রীত ব্রারের ডেলিভারি ৷ অন্যদিকে, সিএসকে'র বোলিং বিভাগ চেষ্টা করলেও লড়াই কাজে কাজে না-আসায় 13 বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল স্যাম ব্রিগেড ৷

এদিন পঞ্জাব বোলার হারপ্রীত ব্রার 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ৷ তবে রাহুল চাহারও এদিন দু'টি উইকেট নিয়েছেন ৷ একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং ৷ এরপর প্রীতি জিন্টার দল ব্যাট করতে নেমে প্রভসিমরন সিং আউট হন 13 রানে ৷ জনি বেয়ারস্টো 30 বলে 46 রান করেন ৷ 43 রান করেন রিলি রোসোউ ৷ 26 রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন স্যাম কারান ৷ অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ৷ তাঁর রান 25 ৷ 17.5 ওভারে জেতার জন্য রান তুলে নেয় পঞ্জাব কিংস ৷

অন্যদিকে, ডাহা ফেল চেন্নাইয়ের বোলিং বিভাগ ৷ ম্যাচ জিততে ক্যপ্টেন রুতু প্রায় সকলকেই বল করান ৷ সেই তালিকায় ছিলেন দীপক চাহার, শার্দূল ঠাকুর, রিচার্ড গ্লিসন, মুস্তাফিজুর রহমান, রবীন্দ্র জাদেজা, মঈন আলি ও শিবম দুবে ৷ তবে মাত্র একটি উইকেট পান শার্দূল, গ্লেসন ও শিবম ৷ 3.4 ওভার বল করে 48 রান দিয়ে শার্দূল সাজঘরে ফেরান রিলি রোসাউকে ৷ 3.5 ওভার বল করে 30 রান দিয়ে প্রভসিমরন সিংকে ডাগ-আউটে ফেরান রিচার্ড ৷ আর জনি বেয়ারস্টোকে ফেরান শিবম ৷ একটি ওভারে 14 রান দিয়েছেন তিনি ৷ ম্যাচের সেরা হরপ্রীত ব্রার ৷

গতকালে জয়ের পর প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব ৷ চলতি আইপিএলে 10টি ম্যাচ খেলে 4টিতে জয়ের মুখ দেখেছে প্রীতি জিন্টার দল ৷ বাকি ছ'টাতে পরাজয় স্বীকার করেছেন স্যাম কারানরা ৷ অবস্থান সাত নম্বরে ৷ অন্যদিকে, চেন্নাই দাঁড়িয়ে চারে ৷ 10টি ম্যাচে পাঁচটিতে জয়, পাঁচটিতে হারতে হয়েছে ধোনিদের ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রিত বোলিং পঞ্জাবের, অধিনায়কের অর্ধশতরান সত্ত্বেও বড় করতে ব্যর্থ চেন্নাই
  2. ক্যাপ্টেন 4, ডেপুটি 0 ! বিশ্বকাপে 'ব্রাত্য' রাহুলে মাত মুম্বই
  3. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি

চেন্নাই, 2 মে: ফের পতন চেন্নাই দুর্গে ৷ চিপকে দুই কিংসের লড়াইয়ে শেষ হাসি পঞ্জাবের। কলকাতাকে ইডেনে ও চিপকে চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্যাম কারানের দল ৷ গতকালের ম্যাচে চেন্নাইয়ের হারের কারণ ব্যাটিং ব্যর্থতা ৷ টপ থেকে মিডল ও টেল-এন্ডারের ব্যাটাররা ডাহা ফেল ৷ একমাত্র লড়াই চেন্নাই অধিনায়ক রুতুরাজের ৷ যদিও তা যথেষ্ঠ ছিল না। ঘরের মাঠে টস হেরে পঞ্জাব অধিনায়ক স্যাম কারানের সিদ্ধান্তে ব্যাট করতে নেমেছিলেন ধোনিরা ৷ তাতে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে পঞ্জাবকে মাত্র 163 রানের টার্গেট দিয়েছিল সিএসকে। আর তার কারিগর হরপ্রীত ব্রারের ডেলিভারি ৷ অন্যদিকে, সিএসকে'র বোলিং বিভাগ চেষ্টা করলেও লড়াই কাজে কাজে না-আসায় 13 বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল স্যাম ব্রিগেড ৷

এদিন পঞ্জাব বোলার হারপ্রীত ব্রার 4 ওভারে 17 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন ৷ তবে রাহুল চাহারও এদিন দু'টি উইকেট নিয়েছেন ৷ একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও অর্শদীপ সিং ৷ এরপর প্রীতি জিন্টার দল ব্যাট করতে নেমে প্রভসিমরন সিং আউট হন 13 রানে ৷ জনি বেয়ারস্টো 30 বলে 46 রান করেন ৷ 43 রান করেন রিলি রোসোউ ৷ 26 রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন স্যাম কারান ৷ অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ৷ তাঁর রান 25 ৷ 17.5 ওভারে জেতার জন্য রান তুলে নেয় পঞ্জাব কিংস ৷

অন্যদিকে, ডাহা ফেল চেন্নাইয়ের বোলিং বিভাগ ৷ ম্যাচ জিততে ক্যপ্টেন রুতু প্রায় সকলকেই বল করান ৷ সেই তালিকায় ছিলেন দীপক চাহার, শার্দূল ঠাকুর, রিচার্ড গ্লিসন, মুস্তাফিজুর রহমান, রবীন্দ্র জাদেজা, মঈন আলি ও শিবম দুবে ৷ তবে মাত্র একটি উইকেট পান শার্দূল, গ্লেসন ও শিবম ৷ 3.4 ওভার বল করে 48 রান দিয়ে শার্দূল সাজঘরে ফেরান রিলি রোসাউকে ৷ 3.5 ওভার বল করে 30 রান দিয়ে প্রভসিমরন সিংকে ডাগ-আউটে ফেরান রিচার্ড ৷ আর জনি বেয়ারস্টোকে ফেরান শিবম ৷ একটি ওভারে 14 রান দিয়েছেন তিনি ৷ ম্যাচের সেরা হরপ্রীত ব্রার ৷

গতকালে জয়ের পর প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব ৷ চলতি আইপিএলে 10টি ম্যাচ খেলে 4টিতে জয়ের মুখ দেখেছে প্রীতি জিন্টার দল ৷ বাকি ছ'টাতে পরাজয় স্বীকার করেছেন স্যাম কারানরা ৷ অবস্থান সাত নম্বরে ৷ অন্যদিকে, চেন্নাই দাঁড়িয়ে চারে ৷ 10টি ম্যাচে পাঁচটিতে জয়, পাঁচটিতে হারতে হয়েছে ধোনিদের ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রিত বোলিং পঞ্জাবের, অধিনায়কের অর্ধশতরান সত্ত্বেও বড় করতে ব্যর্থ চেন্নাই
  2. ক্যাপ্টেন 4, ডেপুটি 0 ! বিশ্বকাপে 'ব্রাত্য' রাহুলে মাত মুম্বই
  3. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি
Last Updated : May 2, 2024, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.