ETV Bharat / sports

বলরাজের ইতিহাস, নৌবাইচের কোয়ার্টারে দেশের একমাত্র প্রতিনিধি - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 3:31 PM IST

Balraj Panwar Creates History: রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয়স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন প্যারিসে ভারতের একমাত্র রোয়ার বলরাজ পানওয়ার ৷ সেনায় কর্মরত হরিয়ানার রোয়ার হলেন প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্স নৌবাইচের সিঙ্গল স্কালস ইভেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ৷

Balraj Panwar
বলরাজ পানওয়ার (AP Photo)

প্যারিস, 28 জুলাই: হিটে চতুর্থস্থানে শেষ করে শনিবার পৌঁছে গিয়েছিলেন রিপচেজ রাউন্ডে ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয়স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন প্যারিসে ভারতের একমাত্র রোয়ার বলরাজ পানওয়ার ৷ সেনায় কর্মরত হরিয়ানার রোয়ার হলেন প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্স নৌবাইচের সিঙ্গল স্কালস ইভেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ৷ ইতিহাস গড়ে কোয়ার্টারে প্রবেশের পথে বলরাজ এদিন সময় নিলেন 7:12.41 মিনিট ৷

মঙ্গলবার কোয়ার্টারে নামবেন বলরাজ: এবারই প্রথম অলিম্পিক্সে অংশগ্রহণ হরিয়ানার রোয়ারের ৷ গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার চুংজুতে এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে ব্রোঞ্জ জিতে প্যারিসের টিকিট নিশ্চিত করেছিলেন বলরাজ ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকারের পর আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নামবেন ভারতীয় রোয়ার ৷ ওইদিন ভারতীয় সময় দুপুর 1টা 40 মিনিটে শুরু হবে পুরুষদের সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ৷

ইতিহাসে বলরাজ: সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে রবিবারই ইতিহাস গড়ে ফেলেছেন বলরাজ ৷ আগামী মঙ্গলবার তাঁর সামনে অলিম্পিক্স নৌবাইচে ভারতের সবচেয়ে সেরা পারফরম্যান্স তুলে ধরার সুযোগ ৷ 2020 টোকিয়োয় লাইটবোট ডাবল স্কালস ইভেন্টে একাদশ স্থানে শেষ করেছিলেন ভারতের অর্জুন লাল জাট-অরবিন্দ সিং জুটি ৷ যা এখনও পর্যন্ত ভারতের অলিম্পিক্স রোয়িংয়ে সেরা ৷ সেই পারফরম্যান্স ছাপিয়ে যাওয়ার সুযোগ বলরাজের সামনে ৷

শনিবার প্রথম হিট 7:07.11 মিনিটে শেষ করে চতুর্থস্থানে থেমেছিলেন বলরাজ ৷ দু'টি হিটে প্রথম তিনে শেষ করা 6 জন সরাসরি পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টারে ৷ বলরাজের সামনে সুযোগ ছিল রিপচেজ রাউন্ডের মাধ্যমে কোয়ার্টারে জায়গা করে নেওয়ার ৷ রবিবার সেই সুযোগই কাজে লাগালেন ভারতীয় রোয়ার ৷

প্যারিস, 28 জুলাই: হিটে চতুর্থস্থানে শেষ করে শনিবার পৌঁছে গিয়েছিলেন রিপচেজ রাউন্ডে ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয়স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন প্যারিসে ভারতের একমাত্র রোয়ার বলরাজ পানওয়ার ৷ সেনায় কর্মরত হরিয়ানার রোয়ার হলেন প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্স নৌবাইচের সিঙ্গল স্কালস ইভেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ৷ ইতিহাস গড়ে কোয়ার্টারে প্রবেশের পথে বলরাজ এদিন সময় নিলেন 7:12.41 মিনিট ৷

মঙ্গলবার কোয়ার্টারে নামবেন বলরাজ: এবারই প্রথম অলিম্পিক্সে অংশগ্রহণ হরিয়ানার রোয়ারের ৷ গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার চুংজুতে এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে ব্রোঞ্জ জিতে প্যারিসের টিকিট নিশ্চিত করেছিলেন বলরাজ ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকারের পর আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নামবেন ভারতীয় রোয়ার ৷ ওইদিন ভারতীয় সময় দুপুর 1টা 40 মিনিটে শুরু হবে পুরুষদের সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ৷

ইতিহাসে বলরাজ: সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে রবিবারই ইতিহাস গড়ে ফেলেছেন বলরাজ ৷ আগামী মঙ্গলবার তাঁর সামনে অলিম্পিক্স নৌবাইচে ভারতের সবচেয়ে সেরা পারফরম্যান্স তুলে ধরার সুযোগ ৷ 2020 টোকিয়োয় লাইটবোট ডাবল স্কালস ইভেন্টে একাদশ স্থানে শেষ করেছিলেন ভারতের অর্জুন লাল জাট-অরবিন্দ সিং জুটি ৷ যা এখনও পর্যন্ত ভারতের অলিম্পিক্স রোয়িংয়ে সেরা ৷ সেই পারফরম্যান্স ছাপিয়ে যাওয়ার সুযোগ বলরাজের সামনে ৷

শনিবার প্রথম হিট 7:07.11 মিনিটে শেষ করে চতুর্থস্থানে থেমেছিলেন বলরাজ ৷ দু'টি হিটে প্রথম তিনে শেষ করা 6 জন সরাসরি পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টারে ৷ বলরাজের সামনে সুযোগ ছিল রিপচেজ রাউন্ডের মাধ্যমে কোয়ার্টারে জায়গা করে নেওয়ার ৷ রবিবার সেই সুযোগই কাজে লাগালেন ভারতীয় রোয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.