প্যারিস, 28 জুলাই: হিটে চতুর্থস্থানে শেষ করে শনিবার পৌঁছে গিয়েছিলেন রিপচেজ রাউন্ডে ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয়স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন প্যারিসে ভারতের একমাত্র রোয়ার বলরাজ পানওয়ার ৷ সেনায় কর্মরত হরিয়ানার রোয়ার হলেন প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্স নৌবাইচের সিঙ্গল স্কালস ইভেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ৷ ইতিহাস গড়ে কোয়ার্টারে প্রবেশের পথে বলরাজ এদিন সময় নিলেন 7:12.41 মিনিট ৷
মঙ্গলবার কোয়ার্টারে নামবেন বলরাজ: এবারই প্রথম অলিম্পিক্সে অংশগ্রহণ হরিয়ানার রোয়ারের ৷ গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার চুংজুতে এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে ব্রোঞ্জ জিতে প্যারিসের টিকিট নিশ্চিত করেছিলেন বলরাজ ৷ রবিবার রিপচেজ রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকারের পর আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নামবেন ভারতীয় রোয়ার ৷ ওইদিন ভারতীয় সময় দুপুর 1টা 40 মিনিটে শুরু হবে পুরুষদের সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ৷
ইতিহাসে বলরাজ: সিঙ্গল স্কালস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে রবিবারই ইতিহাস গড়ে ফেলেছেন বলরাজ ৷ আগামী মঙ্গলবার তাঁর সামনে অলিম্পিক্স নৌবাইচে ভারতের সবচেয়ে সেরা পারফরম্যান্স তুলে ধরার সুযোগ ৷ 2020 টোকিয়োয় লাইটবোট ডাবল স্কালস ইভেন্টে একাদশ স্থানে শেষ করেছিলেন ভারতের অর্জুন লাল জাট-অরবিন্দ সিং জুটি ৷ যা এখনও পর্যন্ত ভারতের অলিম্পিক্স রোয়িংয়ে সেরা ৷ সেই পারফরম্যান্স ছাপিয়ে যাওয়ার সুযোগ বলরাজের সামনে ৷
🇮🇳 𝗠𝗮𝘀𝘀𝗶𝘃𝗲 𝗺𝗼𝗺𝗲𝗻𝘁 𝗳𝗼𝗿 𝗕𝗮𝗹𝗿𝗮𝗷 𝗣𝗮𝗻𝘄𝗮𝗿! Balraj Panwar secures his spot in the quarter-final thanks to a top-two finish in the repechage round with a timing of 07:12.41.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
🚣 He covered the first 1000m in 03:33.94 and was placed second at the time and did… pic.twitter.com/cxvl9DyVrB
শনিবার প্রথম হিট 7:07.11 মিনিটে শেষ করে চতুর্থস্থানে থেমেছিলেন বলরাজ ৷ দু'টি হিটে প্রথম তিনে শেষ করা 6 জন সরাসরি পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টারে ৷ বলরাজের সামনে সুযোগ ছিল রিপচেজ রাউন্ডের মাধ্যমে কোয়ার্টারে জায়গা করে নেওয়ার ৷ রবিবার সেই সুযোগই কাজে লাগালেন ভারতীয় রোয়ার ৷