ETV Bharat / state

একমাস ধরে বাতিল একাধিক ট্রেন, বদল সূচিতেও; রইল তালিকা - Trains Cancelled Due to Fog

Express Not to Run for 1 Month: কুয়াশার জন্যই আগামী বছর পর্যন্ত বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন ৷ রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাতিল ও ট্রেনের পরিবর্তিত সময়সূচি ৷ কোন কোন ট্রেন বাতিল থাকবে, দেখে নিন একনজরে ৷

Train Cancel
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 11:06 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: ভরা শীতে কুয়াশার জন্য আগামী বছর পর্যন্ত বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন ৷ আর তার জেরেই বাতিল হল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন । বিশেষত উত্তর ভারতগামী ট্রেন এবং উত্তর ভারত থেকে আগত ট্রেনগুলির উপর ব্যাপক প্রভাব পড়ে। একাধিক ট্রেন বাতিলও করে দেওয়া হয়। সোমবার এমনটাই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে যে ট্রেনগুলো একটা লম্বা সময় ধরে বাতিল থাকবে সেগুলি হল-

  • 12873 হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস আগামী 2.12.2024 থেকে 9.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 12874 আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস আগামী 3.12.2024 থেকে 10.01.2025 বাতিল থাকবে।
  • 22857 সাঁতরাগাছি আনন্দ বিহার আগামী 2.12.2024 থেকে 6.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 22858 আনন্দ বিহার সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 3.12.2024 থেকে 7.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 18103 টাটানগর অমৃতসর এক্সপ্রেস আগামী 2.12.2024 থেকে 26.02.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 18104 অমৃতসর টাটানগর এক্সপ্রেস আগামী 4.12.2024 থেকে 28.02.2025 পর্যন্ত বাতিল থাকবে।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের পক্ষে জানানো হয়েছে, আরও বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। যেই ট্রেনগুলির নতুন সময়ে চলবে সেগুলির তালিকা-

  • 22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, সম্বিলপুর থেকে আগামী 3.01.2025 সম্বলপুর থেকে সন্ধে 7.25 মিনিটে ছাড়বে।
  • 18309 সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস, আগামী 2.01.2025 সম্বলপুর থেকে সকাল 10.50 মিনিটে ছাড়বে।
  • 12872 টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস, আগামী 2.01.2025 টিটলাগড় থেকে ভোর 5.05 মিনিটে ছাড়বে।
  • 22862 কান্তাবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস আগামী 1.01.2025 টিটলাগড় স্টেশনে ভোর 4.45 মিনিটে পৌঁছবে এবং আবার ভোর 5.05 মিনিটে টিটলাগড় থেকে ছাড়বে হাওড়ার উদ্দেশে ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর: ভরা শীতে কুয়াশার জন্য আগামী বছর পর্যন্ত বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন ৷ আর তার জেরেই বাতিল হল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন । বিশেষত উত্তর ভারতগামী ট্রেন এবং উত্তর ভারত থেকে আগত ট্রেনগুলির উপর ব্যাপক প্রভাব পড়ে। একাধিক ট্রেন বাতিলও করে দেওয়া হয়। সোমবার এমনটাই জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে যে ট্রেনগুলো একটা লম্বা সময় ধরে বাতিল থাকবে সেগুলি হল-

  • 12873 হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস আগামী 2.12.2024 থেকে 9.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 12874 আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস আগামী 3.12.2024 থেকে 10.01.2025 বাতিল থাকবে।
  • 22857 সাঁতরাগাছি আনন্দ বিহার আগামী 2.12.2024 থেকে 6.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 22858 আনন্দ বিহার সাঁতরাগাছি এক্সপ্রেস আগামী 3.12.2024 থেকে 7.01.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 18103 টাটানগর অমৃতসর এক্সপ্রেস আগামী 2.12.2024 থেকে 26.02.2025 পর্যন্ত বাতিল থাকবে।
  • 18104 অমৃতসর টাটানগর এক্সপ্রেস আগামী 4.12.2024 থেকে 28.02.2025 পর্যন্ত বাতিল থাকবে।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের পক্ষে জানানো হয়েছে, আরও বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। যেই ট্রেনগুলির নতুন সময়ে চলবে সেগুলির তালিকা-

  • 22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, সম্বিলপুর থেকে আগামী 3.01.2025 সম্বলপুর থেকে সন্ধে 7.25 মিনিটে ছাড়বে।
  • 18309 সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস, আগামী 2.01.2025 সম্বলপুর থেকে সকাল 10.50 মিনিটে ছাড়বে।
  • 12872 টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস, আগামী 2.01.2025 টিটলাগড় থেকে ভোর 5.05 মিনিটে ছাড়বে।
  • 22862 কান্তাবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস আগামী 1.01.2025 টিটলাগড় স্টেশনে ভোর 4.45 মিনিটে পৌঁছবে এবং আবার ভোর 5.05 মিনিটে টিটলাগড় থেকে ছাড়বে হাওড়ার উদ্দেশে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.