নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কুস্তি থেকে অলিম্পিক্সে লাগাতার পদক আনছে ভারত ৷ ভিনেশ ফোগত না-পারলেও গত মাসে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে থেকে ব্রোঞ্জ এনেছেন আমন শেরাওয়াত ৷ সেই সাফল্যকে সামনে রেখে দেশে কুস্তির প্রসারে আরও উদ্যোগী হলেন দেশের দুই প্রাক্তন মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক এবং গীতা ফোগত ৷ সোশাল মিডিয়ায় সোমবার দেশে একটি কুস্তি লিগ চালু করার কথা ঘোষণা করলেন দু'জনে ৷
সাক্ষী এবং গীতার মস্তিষ্কপ্রসূত এই লিগের নাম হতে চলেছে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগ ৷ নাম শুমেই মনে হচ্ছে প্রো-কবাডি লিগ কিংবা প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের ধাঁচেই শুরু হবে এই লিগ ৷ যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা এদিন দুই কুস্তিগীরের কেউই দেননি ৷ তবে ভারতকে স্পোর্টিং নেশন বানানোর জন্যই তাঁদের এই পদক্ষপ বলে জানান সাক্ষী এবং গীতা ৷
प्रिय देशवासियों,
— geeta phogat (@geeta_phogat) September 16, 2024
हमारे गाँव और समुदायों ने हमें पाला-पोसा, लेकिन पूरे राष्ट्र ने हमें चैंपियन बनाने में एकजुट होकर मदद की। तिरंगे के लिए लड़ने से बड़ा कोई सम्मान नहीं हो सकता है, और आपके प्यार और प्रेरणा से यह संभव हो सका। हम आपके प्रति आभारी हैं और अपने सार्वजनिक एवं निजी… pic.twitter.com/xJDBjMbRSL
এদিন সোশাল মিডিয়া পোস্টে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগের ঘোষণায় অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী এবং অলিম্পিক্সের মঞ্চে দেশের প্রথম মহিলা কুস্তিগীর গীতা লেখেন, "গ্রামের মানুষ এবং আমাদের সম্প্রদায় আমাদের লালন-পালন করেছে বটে, তবে আমাদের চ্য়াম্পিয়ন করেছে এই রাষ্ট্র ৷ তেরঙার জন্য লড়াইয়ের চেয়ে বড় লড়াই কিছু হতে পারে না ৷ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় তা সম্ভব করেছে ৷ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বেসরকারি যে সকল সংস্থা এর পিছনে অবদান রেখেছেন তাদেরও ধন্যবাদ ৷ আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই সরকারের নিরন্তর সমর্থনের জন্য ৷"
নয়া কুস্তি লিগে যে বিশ্বমানের ব্যবস্থাপনা থাকবে এবং ভারতীয় কুস্তিগীররা যে বিশ্বের তাবড় পালোয়ানদের সঙ্গে লড়াইয়ের সুযোগ পাবেন, তা এদিনের ঘোষণায় নিশ্চিত করেছেন সাক্ষী ও গীতা ৷ এমনকী প্য়ারিসে পদকজয়ী আমন শেরাওয়াত প্রাক্তন দুই মহিলা কুস্তিগীরের ভাবনাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ৷
সাক্ষী এবং গীতা সবশেষে লিখেছেন, "যদিও ডব্লিউসিএসএল আমাদের দু'জনের মস্তিষ্কপ্রসূত, তবে এই অভিযান সমগ্র দেশের কথা ভেবে ৷ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিশ্রুতি মতো সম্মানের সঙ্গে কাজ করতে আমরা বদ্ধপরিকর ৷ সর্বোপরি এটা একটা দলগত খেলা ৷ ভারতের জন্য, ভারতের কুস্তির জন্য, ভারতের খেলাধুলোর জন্য আমাদের হৃদস্পন্দন হয় ৷ আসুন একসঙ্গে মিলে স্বপ্নের মতো ভারতকে একটা স্পোর্টিং নেশন গড়ে তুলি ৷"