ETV Bharat / sports

বড় ঘোষণা সাক্ষীর, প্রো-কবাডির ধাঁচে দেশে এবার কুস্তি লিগ! - SAKSHI MALIK BIG ANNOUNCEMENT

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 16, 2024, 10:50 PM IST

WRESTLING CHAMPIONS SUPER LEAGUE: ভারতকে স্পোর্টিং নেশন বানাতে বড় উদ্যোগ সাক্ষী মালিক ও গীতা ফোগতের ৷ ক্রিকেট, ফুটবল কিংবা কবাডির ধাঁচে দেশে কুস্তি লিগ চালু করতে চলেছেন দু'জনে ৷ সোমবার হয়ে গেল ঘোষণা ৷

SAKSHI MALIK BIG ANNOUNCEMENT
সাক্ষীর বড় ঘোষণা (IANS Photo)

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কুস্তি থেকে অলিম্পিক্সে লাগাতার পদক আনছে ভারত ৷ ভিনেশ ফোগত না-পারলেও গত মাসে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে থেকে ব্রোঞ্জ এনেছেন আমন শেরাওয়াত ৷ সেই সাফল্যকে সামনে রেখে দেশে কুস্তির প্রসারে আরও উদ্যোগী হলেন দেশের দুই প্রাক্তন মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক এবং গীতা ফোগত ৷ সোশাল মিডিয়ায় সোমবার দেশে একটি কুস্তি লিগ চালু করার কথা ঘোষণা করলেন দু'জনে ৷

সাক্ষী এবং গীতার মস্তিষ্কপ্রসূত এই লিগের নাম হতে চলেছে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগ ৷ নাম শুমেই মনে হচ্ছে প্রো-কবাডি লিগ কিংবা প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের ধাঁচেই শুরু হবে এই লিগ ৷ যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা এদিন দুই কুস্তিগীরের কেউই দেননি ৷ তবে ভারতকে স্পোর্টিং নেশন বানানোর জন্যই তাঁদের এই পদক্ষপ বলে জানান সাক্ষী এবং গীতা ৷

এদিন সোশাল মিডিয়া পোস্টে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগের ঘোষণায় অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী এবং অলিম্পিক্সের মঞ্চে দেশের প্রথম মহিলা কুস্তিগীর গীতা লেখেন, "গ্রামের মানুষ এবং আমাদের সম্প্রদায় আমাদের লালন-পালন করেছে বটে, তবে আমাদের চ্য়াম্পিয়ন করেছে এই রাষ্ট্র ৷ তেরঙার জন্য লড়াইয়ের চেয়ে বড় লড়াই কিছু হতে পারে না ৷ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় তা সম্ভব করেছে ৷ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বেসরকারি যে সকল সংস্থা এর পিছনে অবদান রেখেছেন তাদেরও ধন্যবাদ ৷ আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই সরকারের নিরন্তর সমর্থনের জন্য ৷"

নয়া কুস্তি লিগে যে বিশ্বমানের ব্যবস্থাপনা থাকবে এবং ভারতীয় কুস্তিগীররা যে বিশ্বের তাবড় পালোয়ানদের সঙ্গে লড়াইয়ের সুযোগ পাবেন, তা এদিনের ঘোষণায় নিশ্চিত করেছেন সাক্ষী ও গীতা ৷ এমনকী প্য়ারিসে পদকজয়ী আমন শেরাওয়াত প্রাক্তন দুই মহিলা কুস্তিগীরের ভাবনাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ৷

সাক্ষী এবং গীতা সবশেষে লিখেছেন, "যদিও ডব্লিউসিএসএল আমাদের দু'জনের মস্তিষ্কপ্রসূত, তবে এই অভিযান সমগ্র দেশের কথা ভেবে ৷ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিশ্রুতি মতো সম্মানের সঙ্গে কাজ করতে আমরা বদ্ধপরিকর ৷ সর্বোপরি এটা একটা দলগত খেলা ৷ ভারতের জন্য, ভারতের কুস্তির জন্য, ভারতের খেলাধুলোর জন্য আমাদের হৃদস্পন্দন হয় ৷ আসুন একসঙ্গে মিলে স্বপ্নের মতো ভারতকে একটা স্পোর্টিং নেশন গড়ে তুলি ৷"

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কুস্তি থেকে অলিম্পিক্সে লাগাতার পদক আনছে ভারত ৷ ভিনেশ ফোগত না-পারলেও গত মাসে শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে থেকে ব্রোঞ্জ এনেছেন আমন শেরাওয়াত ৷ সেই সাফল্যকে সামনে রেখে দেশে কুস্তির প্রসারে আরও উদ্যোগী হলেন দেশের দুই প্রাক্তন মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক এবং গীতা ফোগত ৷ সোশাল মিডিয়ায় সোমবার দেশে একটি কুস্তি লিগ চালু করার কথা ঘোষণা করলেন দু'জনে ৷

সাক্ষী এবং গীতার মস্তিষ্কপ্রসূত এই লিগের নাম হতে চলেছে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগ ৷ নাম শুমেই মনে হচ্ছে প্রো-কবাডি লিগ কিংবা প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের ধাঁচেই শুরু হবে এই লিগ ৷ যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা এদিন দুই কুস্তিগীরের কেউই দেননি ৷ তবে ভারতকে স্পোর্টিং নেশন বানানোর জন্যই তাঁদের এই পদক্ষপ বলে জানান সাক্ষী এবং গীতা ৷

এদিন সোশাল মিডিয়া পোস্টে রেসলিং চ্য়াম্পিয়ন্স সুপার লিগের ঘোষণায় অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী এবং অলিম্পিক্সের মঞ্চে দেশের প্রথম মহিলা কুস্তিগীর গীতা লেখেন, "গ্রামের মানুষ এবং আমাদের সম্প্রদায় আমাদের লালন-পালন করেছে বটে, তবে আমাদের চ্য়াম্পিয়ন করেছে এই রাষ্ট্র ৷ তেরঙার জন্য লড়াইয়ের চেয়ে বড় লড়াই কিছু হতে পারে না ৷ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় তা সম্ভব করেছে ৷ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বেসরকারি যে সকল সংস্থা এর পিছনে অবদান রেখেছেন তাদেরও ধন্যবাদ ৷ আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই সরকারের নিরন্তর সমর্থনের জন্য ৷"

নয়া কুস্তি লিগে যে বিশ্বমানের ব্যবস্থাপনা থাকবে এবং ভারতীয় কুস্তিগীররা যে বিশ্বের তাবড় পালোয়ানদের সঙ্গে লড়াইয়ের সুযোগ পাবেন, তা এদিনের ঘোষণায় নিশ্চিত করেছেন সাক্ষী ও গীতা ৷ এমনকী প্য়ারিসে পদকজয়ী আমন শেরাওয়াত প্রাক্তন দুই মহিলা কুস্তিগীরের ভাবনাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ৷

সাক্ষী এবং গীতা সবশেষে লিখেছেন, "যদিও ডব্লিউসিএসএল আমাদের দু'জনের মস্তিষ্কপ্রসূত, তবে এই অভিযান সমগ্র দেশের কথা ভেবে ৷ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিশ্রুতি মতো সম্মানের সঙ্গে কাজ করতে আমরা বদ্ধপরিকর ৷ সর্বোপরি এটা একটা দলগত খেলা ৷ ভারতের জন্য, ভারতের কুস্তির জন্য, ভারতের খেলাধুলোর জন্য আমাদের হৃদস্পন্দন হয় ৷ আসুন একসঙ্গে মিলে স্বপ্নের মতো ভারতকে একটা স্পোর্টিং নেশন গড়ে তুলি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.