কলকাতা, 7 মার্চ: ডার্বির টিকিটের দামের বৈষম্যের প্রতিবাদে মোহনবাগান । তারা ডার্বি টিকিট নেবে না এবং বিক্রিও করবে না । টিকিট বয়কটের পথে সবুজ-মেরুন । বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে দিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত । বুধবার ডার্বির টিকিটের দাম প্রকাশ হতেই বিতর্কের সূত্রপাত হয় ।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ডার্বির টিকিটের দাম ঠিক করেছে লগ্নিকারী সংস্থা ইমামি। এই বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই । বুধবার দুই ক্লাবের সমর্থকদের জন্য দু’রকম টিকিটের দাম নির্ধারণ নিয়ে বাগান সচিব সরব হয়েছিলেন । প্রতিবাদ করার কথা বলেছিলেন। মোহনবাগান ক্লাব তাদের অবস্থান জানাবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই ঘোষণা।
10 মার্চ আইএসএলের ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি। প্রথম ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট টিকিটের নূন্যতম দাম 200 টাকা রেখেছিল । সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ছিল 500 টাকা। ডার্বি আয়োজন করে তারা 1 কোটি 67 লক্ষ টাকার টিকিট বিক্রির রেকর্ড করেছিল । এবার ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল । টিকিটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম নিয়ে উষ্মা রয়েছে । তবে বেশি ক্ষোভ দুই ক্লাবের সমর্থকদের জন্য দু’ধরনের টিকিটের দাম । যা মোহনবাগান ক্লাব মনে করছে, পড়শি ক্লাবের অ-খেলোয়াড়সুলভ মনোভাব ।
ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘‘প্রাথমিকভাবে বিষয়টা ঠিক নয় বলেই আমি মনে করি ৷ আমি ক্রীড়ামন্ত্রী আমাকে বলার পর যথা জায়গায় আলোচনা করেছি ৷ তারা জানিয়েছে, অনেকদূর এগিয়ে গিয়েছে, সেখান থেকে আর ব্যাক করা সম্ভব নয় ৷ তারা সাংবাদিক সম্মেলন করে বিষয়টা জানাবেন ৷ পরেরবার থেকে এই বৈষম্য যাতে না হয়, আমি তা দেখতে বলেছি ৷’’
আয়োজক ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের জন্য এ 1, বি 1, বি 2-এর বাঁ-দিকের গ্যালারিতে ব্যবস্থা করা হয়েছে । সি 1, সি 2,সি 3-এর ডানদিকের গ্যালারিতে লাল-হলুদ দর্শকরা বসতে পারবেন । ভিআইপি গ্যালারির এ 2-এর বাঁদিকেও লাল-হলুদ সমর্থকরা বসতে পারবেন। ভিভিআইপি গ্যালারির বাঁদিকের দর্শকাসনও ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বরাদ্দ । ভিভিআইপি বক্সের 1 নম্বরটি লাল-হলুদ সমর্থকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ।
ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বরাদ্দ এ 1 গ্যালারির বাঁ-দিকের দর্শকাসনের টিকিট মূল্য 150 টাকা । এ 2 গ্যালারি বাঁ-দিকের দর্শকাসনের টিকিটের দাম 300 টাকা । বি 1, বি 2, বি 3 গ্যালারিতে বসবেন লাল-হলুদ সমর্থকরা । এই তিন বিভাগের টিকিটের মূল্য যথাক্রমে 100, 250, 100 টাকা । সি 1, সি 2, সি 3-এর ডানদিকের দর্শকাসনে বসতে পারবেন ইস্টবেঙ্গলের সমর্থকরা । এই তিন বিভাগের টিকিটের দাম যথাক্রমে 200, 400, 200 টাকা । ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য ভিআইপি গ্যালারির এ 2 ব্লক কমপ্লিমেন্টারি টিকিট বরাদ্দ করা হয়েছে । বাঁ-দিকের ভিআইপি ব্লকের টিকিটের দাম করা হয়েছে 1000 টাকা । ভিভিআইপি 1 নম্বর বক্সের টিকিট লাল-হলুদ সমর্থকদের জন্য এবং টিকিট কমপ্লিমেন্টারি ।
মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের টিকিটের দাম ভিন্ন । ইস্টবেঙ্গলের সঙ্গে যার বেশ ফারাক রয়েছে । সি 1, সি 2, সি 3 দর্শকাসনের বাঁ-দিকে সবুজ-মেরুন সমর্থকরা বসতে পারবেন । টিকিটের দাম যথাক্রমে 350, 500, 350 টাকা । ডি 1, ডি 2, ডি 3 ব্লকের দর্শকাসন মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বরাদ্দ । টিকিটের দাম যথাক্রমে 300, 400, 250 টাকা । এ 2 এবং এ 1 ব্লকের ডানদিকে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা বসতে পারবেন । টিকিটের দাম যথাক্রমে 500 এবং 300 টাকা ।
ভিআইপি বক্সের এ 2 ব্লকের ডানদিকে মোহনবাগান সমর্থকেরা বসতে পারবেন । টিকিটের দাম 1500 টাকা । ভিভিআইপি ব্লকের ডানদিকে সবুজ-মেরুন সমর্থকরা বসবেন । টিকিটের মূল্য 3000 টাকা । ভিভিআইপি ব্লকের 2 নম্বর বক্স মোহনবাগান সুপারজায়ান্টের বরাদ্দ । সেখানকার টিকিট কমপ্লিমেন্টারি ।
ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের সর্বনিম্ন টিকিট মূল্য 100 টাকা, সর্বোচ্চ 400 টাকা । ভিআইপি এনক্লোজারে বাঁ-দিকে লাল-হলুদ সমর্থকরা বসতে পারবেন 1000 টাকা খরচ করে । মোহনবাগান সুপার জায়ান্টের দর্শকদের ডার্বি দেখতে সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে 250 টাকা, সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে 500 টাকা । ভিআইপি গ্যালারির ডানদিকের এ 2 ব্লকের টিকিটের দাম 1500 টাকা । ভিভিআইপি বক্সের ডানদিকের চেয়ারের জন্য 3000 টাকা খরচ করতে হবে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের ।
আরও পড়ুন: