বার্বাডোজ, 20 জুন: টি-20 বিশ্বকাপের নক-আউটে নামছে টিম ইন্ডিয়া ৷ সুপার এইটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান ৷ নক-আউটের প্রথম ম্যাচে টস জিতলেন রোহিত শর্মা ৷ কেনসিংটন ওভালে প্রথম ব্যাট করবে ইন্ডিয়া ৷ মহম্মদ সিরাজের বদলে দলে এসেছেন কুলদীপ যাদব ৷ ওয়েস্ট ইন্ডিজের পিচে পেসার বসিয়ে দুই স্পিনার খেলাবে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷
এখনও পর্যন্ত 8টি টি20 ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান ৷ 7টি ম্যাচ জিতেছে ভারত, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ৷ ফলে এক্ষেত্রে ভারতের সাফল্যের হার 100 শতাংশ ৷ অন্যদিকে কোনও বড় টুর্নামেন্ট না-জিতলেও রশিদ খানরা সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ ৷ ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন অজিদের শেষ আটে প্রায় পেড়ে ফেলেছিলেন আফগানরা ৷ ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ৷
নক-আউট পর্বের আগে ভারতের সবচেয়ে চিন্তার জায়গা টিম কম্বিনেশন ৷ সূর্যকুমার যাদব ফর্মে ফিরলেও এখনও বিরাট কোহলির ব্যাট কথা বলেনি ৷ এখনও পর্যন্ত দু’অঙ্কের রান আসেনি বিরাট-ব্যাটে ৷ যদিও নক-আউটে কোহলির অতীতের পরিসংখ্যানই ভরসা দিচ্ছে ভারতকে ৷ পাশাপাশি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই নিষ্প্রভ শিবম দুবেও ৷ এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত ৷ ফলে আফগানদের বিরুদ্ধে তিনি ফর্মে না-ফিরলে ফের হয়তো টিম কম্বিনেশন ভাঙতে হবে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাকে ৷
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা
আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নবীন-উল হক, ফজলহক ফারুকী, হযরতুল্লাহ জাজাই