ETV Bharat / sports

এগিয়ে স্পেন, গোল খরা ভাবাচ্ছে ফ্রান্সকে; ইউরোর সেমি’তে দুই বিশ্বজয়ীর লড়াই - EURO SEMI FINALS 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 2:13 PM IST

France to face Spain: মিউনিখের এলিয়াঞ্জ এরিনায় সেমি-ফাইনালে মুখোমুখি দুই হেভিওয়েট ৷ ধারেভারে এগিয়ে রয়েছে স্পেন ৷ ফরোয়ার্ড লাইন-আপ সামলে ইউরো ঘরে তুলতে মরিয়া ফ্রান্স ৷

France to face Spain
ইউরোর সেমি’তে দুই বিশ্বজয়ীর লড়াই (উয়েফা ইউরো এক্স)

মিউনিখ, 9 জুলাই: ইউরোর শেষ চারে মুখোমুখি দুই বিশ্বজয়ী ৷ প্রথম সেমি-ফাইনালে এলিয়াঞ্জ এরিনায় নামছে স্পেন ও ফ্রান্স ৷ দুই হেভিওয়েটের লড়াইয়ে কাউকে এগিয়ে রাখা না-গেলেও পরিসংখ্যান বলছে, মেগা ম্যাচে চাপে রয়েছে ফ্রান্স ৷ একে ফরোয়ার্ডরা দিশাহীন, ছন্দে নেই এমবাপেও ৷ অন্যদিকে, স্পেনের ডিফেন্স লাইন-আপ এবারের ইউরোর অন্যতম সেরা ৷

গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে মোট 5টি করে ম্যাচ খেলেছে দুই দল । 11টি গোল করেছেন স্পেন, 3টি গোল করেছে ফ্রান্স । 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়নদের 10টিই ফিল্ড গোল ৷ একমাত্র ইতালির বিরুদ্ধে কালাফিয়োরির আত্মঘাতী গোলে জিতেছিল ‘লা রোজা’রা ৷ অন্যদিকে, শেষ চারে ফরাসিদের মূল চিন্তা দলের ফরোয়ার্ডরা ৷ ফ্রান্সের 3টি গোলের দু’টিই প্রতিপক্ষের আত্মঘাতী গোল ৷ বাকি একটিমাত্র গোল এসেছে কিলিয়ান এমবাপের পা থেকে, তাত স্পটকিকে ৷ শট নিলেও তা এখনও গোলে বদলাতে পারছে না দু’বারের ইউরোজয়ীরা ৷ এমবাপে, ডেম্বেলেদের ‘গোলকানা’ রোগই দিঁদিয়ের দেঁশ’র চিন্তার কারণ ৷

ফ্রান্স চিন্তায় থাকলেও খোলামেলা পরিবেশ লুইস দে লা ফুয়েন্তের দলে ৷ কার্ড সমস্যায় সেমি’তে নামতে পারবেন না দ্যানি কার্ভাহাল, রবিন লে নরম্যান্ড ৷ যদিও দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও ফুরফুরে ইউরোর অন্যতম সফল দল ৷ জার্মানি ও স্পেন, দু’দেশেই ইউরো কাপ গিয়েছে তিনবার করে ৷ এবার টুর্নামেন্ট জিতলে জার্মানিকে টপকে যাবে স্পেন ৷ সে লক্ষ্যেই দূর্বার গতিতে এগোচ্ছে ইনিয়েস্তা, ক্যাসিয়াসের দেশ ৷

ইংল্যান্ডের জিওফ্রে চার্লস হার্স্টের পর বিশ্বকাপ ফাইনালে তিনবার বিপক্ষের জালে বল জড়ানোর নজির একমাত্র এমবাপেরই রয়েছে ৷ কিন্তু চলতি ইউরো কাপে ফরাসিদের প্রধান ভরসা এখনও পর্যন্ত ফ্লপ ৷ যদিও বড় ম্যাচে ফ্রান্সকে আগে থেকে রিড করা কঠিন ৷ 2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর ফ্রান্স ৷ ফলে বড় ম্যাচে জ্বলে উঠতে তৈরি অলিভিয়ের জিরু, আন্তোনিয়ো গ্রিজম্যানরাও ৷

মিউনিখ, 9 জুলাই: ইউরোর শেষ চারে মুখোমুখি দুই বিশ্বজয়ী ৷ প্রথম সেমি-ফাইনালে এলিয়াঞ্জ এরিনায় নামছে স্পেন ও ফ্রান্স ৷ দুই হেভিওয়েটের লড়াইয়ে কাউকে এগিয়ে রাখা না-গেলেও পরিসংখ্যান বলছে, মেগা ম্যাচে চাপে রয়েছে ফ্রান্স ৷ একে ফরোয়ার্ডরা দিশাহীন, ছন্দে নেই এমবাপেও ৷ অন্যদিকে, স্পেনের ডিফেন্স লাইন-আপ এবারের ইউরোর অন্যতম সেরা ৷

গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে মোট 5টি করে ম্যাচ খেলেছে দুই দল । 11টি গোল করেছেন স্পেন, 3টি গোল করেছে ফ্রান্স । 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়নদের 10টিই ফিল্ড গোল ৷ একমাত্র ইতালির বিরুদ্ধে কালাফিয়োরির আত্মঘাতী গোলে জিতেছিল ‘লা রোজা’রা ৷ অন্যদিকে, শেষ চারে ফরাসিদের মূল চিন্তা দলের ফরোয়ার্ডরা ৷ ফ্রান্সের 3টি গোলের দু’টিই প্রতিপক্ষের আত্মঘাতী গোল ৷ বাকি একটিমাত্র গোল এসেছে কিলিয়ান এমবাপের পা থেকে, তাত স্পটকিকে ৷ শট নিলেও তা এখনও গোলে বদলাতে পারছে না দু’বারের ইউরোজয়ীরা ৷ এমবাপে, ডেম্বেলেদের ‘গোলকানা’ রোগই দিঁদিয়ের দেঁশ’র চিন্তার কারণ ৷

ফ্রান্স চিন্তায় থাকলেও খোলামেলা পরিবেশ লুইস দে লা ফুয়েন্তের দলে ৷ কার্ড সমস্যায় সেমি’তে নামতে পারবেন না দ্যানি কার্ভাহাল, রবিন লে নরম্যান্ড ৷ যদিও দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও ফুরফুরে ইউরোর অন্যতম সফল দল ৷ জার্মানি ও স্পেন, দু’দেশেই ইউরো কাপ গিয়েছে তিনবার করে ৷ এবার টুর্নামেন্ট জিতলে জার্মানিকে টপকে যাবে স্পেন ৷ সে লক্ষ্যেই দূর্বার গতিতে এগোচ্ছে ইনিয়েস্তা, ক্যাসিয়াসের দেশ ৷

ইংল্যান্ডের জিওফ্রে চার্লস হার্স্টের পর বিশ্বকাপ ফাইনালে তিনবার বিপক্ষের জালে বল জড়ানোর নজির একমাত্র এমবাপেরই রয়েছে ৷ কিন্তু চলতি ইউরো কাপে ফরাসিদের প্রধান ভরসা এখনও পর্যন্ত ফ্লপ ৷ যদিও বড় ম্যাচে ফ্রান্সকে আগে থেকে রিড করা কঠিন ৷ 2000 সালের পর ইউরো আসেনি ফ্রান্সে ৷ 24 বছর ইউরো না-জেতার আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর ফ্রান্স ৷ ফলে বড় ম্যাচে জ্বলে উঠতে তৈরি অলিভিয়ের জিরু, আন্তোনিয়ো গ্রিজম্যানরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.