ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে মাইলফলক হিটম্যানের, চার-ছক্কার ফুলঝুরিতে গড়লেন একাধিক রেকর্ড - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 9:39 PM IST

Updated : Jun 24, 2024, 10:07 PM IST

Fastest Fifty in T20 World Cup 2024: টি-20 বিশ্বকাপে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের পাশাপাশি ভাঙলেন যুবরাজের 17 বছরের নজির ৷ মুম্বইকরের ব্যাট থেকে এল 41 বলে 92 রানের বিস্ফোরক ইনিংস ৷

Fastest Fifty in T20 World Cup 2024
রোহিত শর্মা (বিসিসিআই এক্স)

সেন্ট লুসিয়া, 24 জুন: টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় । ওপেনিংয়ে নেমে রোহিতের সংগ্রহে যখন মাত্র 6 রান ঠিক সে সময় বিরাট কোহলি আউট হয়ে যান ৷ তবে তাতে কোনওরকমভাবে অস্বস্তিতে দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে ৷ কারণটা তিনি নিজেই জানতেন ৷ লক্ষ্যস্থির করে আজ মাঠে নেমেছিলেন ভারত অধিনায়ক ৷ মনে মনে ঠিক করে রেখেছিলেন, আজ তাণ্ডব দেখাবেন ৷ বিরাট আউট হতেই তাঁকে সঙ্গ দিতে আসেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ তাঁরপরই ব্যাটে হাতে দাপট শুরু করেন 'দ্য হিটম্যান' ৷

মাত্র 19 বলে অর্ধশতরান করে ফেলেন ৷ চারটি চার, পাঁচটি ছক্কার হাত ধরে রোহিত 19 বলে অর্ধশতরানে পৌঁছন ৷ চলতি টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লে-র মধ্যেই হাফসেঞ্চুরি করে নজির গড়ে ফেলেন রোহিত শর্মা ৷ এই মেগা টুর্নামেন্টের ইতিহাসে পাওয়ার প্লে-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকাতেও তিন নম্বরে নাম লিখিয়ে ফেলেন ৷ এর পাশাপাশি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200টি ছয় মারারও রেকর্ডও এদিন গড়েন একাধিক রেকর্ড ৷ 149 ইনিংস আপাতত ভারত অধিনায়কের নামের পাশে 203টি ছক্কা ৷

পাশাপাশি ভারতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নজিরও এল রোহিতের ব্যাটে ৷ এক্ষেত্রে তিনি যুবরাজের 17 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এদিন ৷ 2007 ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস 7টি ছয় হাঁকিয়েছিলেন যুবি ৷ মুম্বইকর রোহিত এদিন সংখ্যাটা নিয়ে গেলেন আটে ৷ এখানেই শেষ নয় ৷ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে বাবর আজমকে এদিন টপকে গেলেন 'হিটম্য়ান' ৷

বাবরের 4,145 রানের নজির ভেঙে রোহিতের ঝুলিতে এখন 4,165 রান ৷ অজিদের বিরুদ্ধে এদিন রোহিত শর্মা 11.2 ওভারে মারকাটারি 92 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ৷ মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি ৷ মারেন 7টি চার ও 8টি ছয় ৷

সেন্ট লুসিয়া, 24 জুন: টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় । ওপেনিংয়ে নেমে রোহিতের সংগ্রহে যখন মাত্র 6 রান ঠিক সে সময় বিরাট কোহলি আউট হয়ে যান ৷ তবে তাতে কোনওরকমভাবে অস্বস্তিতে দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে ৷ কারণটা তিনি নিজেই জানতেন ৷ লক্ষ্যস্থির করে আজ মাঠে নেমেছিলেন ভারত অধিনায়ক ৷ মনে মনে ঠিক করে রেখেছিলেন, আজ তাণ্ডব দেখাবেন ৷ বিরাট আউট হতেই তাঁকে সঙ্গ দিতে আসেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ তাঁরপরই ব্যাটে হাতে দাপট শুরু করেন 'দ্য হিটম্যান' ৷

মাত্র 19 বলে অর্ধশতরান করে ফেলেন ৷ চারটি চার, পাঁচটি ছক্কার হাত ধরে রোহিত 19 বলে অর্ধশতরানে পৌঁছন ৷ চলতি টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লে-র মধ্যেই হাফসেঞ্চুরি করে নজির গড়ে ফেলেন রোহিত শর্মা ৷ এই মেগা টুর্নামেন্টের ইতিহাসে পাওয়ার প্লে-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকাতেও তিন নম্বরে নাম লিখিয়ে ফেলেন ৷ এর পাশাপাশি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200টি ছয় মারারও রেকর্ডও এদিন গড়েন একাধিক রেকর্ড ৷ 149 ইনিংস আপাতত ভারত অধিনায়কের নামের পাশে 203টি ছক্কা ৷

পাশাপাশি ভারতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নজিরও এল রোহিতের ব্যাটে ৷ এক্ষেত্রে তিনি যুবরাজের 17 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এদিন ৷ 2007 ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস 7টি ছয় হাঁকিয়েছিলেন যুবি ৷ মুম্বইকর রোহিত এদিন সংখ্যাটা নিয়ে গেলেন আটে ৷ এখানেই শেষ নয় ৷ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে বাবর আজমকে এদিন টপকে গেলেন 'হিটম্য়ান' ৷

বাবরের 4,145 রানের নজির ভেঙে রোহিতের ঝুলিতে এখন 4,165 রান ৷ অজিদের বিরুদ্ধে এদিন রোহিত শর্মা 11.2 ওভারে মারকাটারি 92 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ৷ মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি ৷ মারেন 7টি চার ও 8টি ছয় ৷

Last Updated : Jun 24, 2024, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.