কলকাতা, 17 অগস্ট: বাতিল হয়ে গিয়েছে কলকাতা ডার্বি ৷ প্রশাসন জানিয়েছে, পর্যাপ্ত পুলিশ না-থাকায় ডার্বি আয়োজন সম্ভব নয় ৷ এবার আয়োজকরা জানিয়ে দিলেন, কলকাতা থেকেই সরিয়ে নেওয়া হল ডুরান্ড কাপ ৷ পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই প্রধানের মধ্যে ৷ ফলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দু’দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ৷ মোহনবাগান শেষ আটের ম্যাচ খেলবে জামশেদপুরে । ইস্টবেঙ্গলের ভেন্যু শিলং।
প্রশাসন জানিয়েছে নিরাপত্তাহীনতায় 18 অগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় নির্ধারিত ডার্বি আয়োজন সম্ভব নয় ৷ এই সিদ্ধান্ত সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা ৷ ডার্বি বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানাচ্ছেন দুই প্রধানের সমর্থকরা । বিভিন্ন ফ্যান ক্লাব তাদের মতো করে আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে ডার্বি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করছে । ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের সামনে সমর্থকদের একাংশ ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা পোস্টারে প্রতিবাদ করেছেন । বেলেঘাটায় প্রতিবাদ হয়েছে । আগামিকাল হরিনাভিতে প্রতিবাদ সূচি করা হয়েছে । যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারে রবিবার বিকেলে প্রতিবাদে সামিল হবেন ইস্ট-মোহনের সমর্থকরা ৷