তিরা (পঞ্জাব), 23 মার্চ: মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস ৷ ভয়াবহ দুর্ঘটনার পর কেটে গিয়েছে 14 মাস ৷ বাইশ গজে ফিরলেন ঋষভ পন্ত ৷ পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে টস করতে নামলেন দিল্লির পোস্টার বয় ৷ যদিও ঘরের মাঠে টস জিতলেন পঞ্জাব অধিনায়ক ধাওয়ান ৷ নিজেদের প্রথম ম্যাচে শুরুতে ফিল্ডিং করছে প্রীতি জিন্টার দল ৷
দিল্লি ক্যাপিটালস কিংবা পঞ্জাব কিংস, কেউই এখনও আইপিএল ঘরে তুলতে পারেনি ৷ ফলে এবার মরিয়া হয়ে মাঠে নামবে দু’দলই ৷ পাশাপাশি 672 দিন পর দিল্লির জার্সিতে আইপিএলের মঞ্চে নামলেন পন্ত ৷ প্রতি মুহূর্তে তাঁর আগের পারফর্ম্যান্সের সঙ্গে বর্তমানের তুলনা চলবে ৷ পাশাপাশি lিন ভূমিকায় খেলেন পন্ত ৷ স্টাম্পার-ব্যাটারকে দিল্লির অধিনায়কত্বের চাপও সামলাতে হচ্ছে ৷ ফলে কত দ্রুত নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন পন্ত ! সেটাই এখন দেখার ৷
অন্যদিকে, হোম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হচ্ছে না দিল্লি ক্যাপিটালসের ৷ ওই মাঠ এখনও ম্যাচের প্রস্তুত নয় ৷ তাই প্রথম কয়েকটি ম্যাচ বিশাখাপত্তনমে খেলবে দিল্লি ৷
দিল্লি ক্যাপিটালস একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, শাই হোপ, ঋষভ পন্ত, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, রিংকু ভুঁই, খালিল আহমেদ, ইশান্ত শর্মা
পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কুরান, হর্ষল প্যাটেল, হরপ্রীত ব্রার, শশাঙ্ক সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং
আরও পড়ুন: