ETV Bharat / sports

জোড়া গোল রাফিনহার, ডেরায় গিয়ে পিএসজি'কে হারাল বার্সা - UEFA CHAMPIONS LEAGUE

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে পিএসজি'কে হারাল বার্সেলোনা ৷ জোড়া গোল রাফিনহার ৷ অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড হারল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৷

UEFA Champions League
ডেরায় গিয়ে পিএসজি বধ বার্সার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 1:40 PM IST

প্যারিস, 11 এপ্রিল: প্রথম লেগে 0-4 পিছিয়ে থেকে 2017 চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার স্মরণীয় প্রত্যাবর্তন আজও মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ফুটবল অনুরাগীদের ৷ তারপর থেকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-বার্সেলোনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা ৷ বুধবারও চলতি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই প্রতিপক্ষ ৷ সেই ম্যাচে পিএসজি'র ডেরায় গিয়ে তাদের 3-2 গোলে হারাল কাতালানরা ৷ জোড়া গোল রাফিনহার ৷

আগামী মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তুলতে চলা কিলিয়ান এমবাপে খাবিক ম্রিয়মাণ থাকার সুযোগ এদিন কাজে লাগায় বার্সা ৷ 37 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় তারা ৷ তবে ঘরের মাঠে প্রত্যাবর্তন করে লুইস এনরিকের ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া গোল তুলে নিয়ে সফরকারী দলকে ব্যাকফুটে ঠেলে দেয় প্যারিস সাঁ জাঁ ৷

48 মিনিটে বার্সার প্রাক্তনী ওসমানে দেম্বেলের গোলে সমতায় ফের ফরাসি ক্লাব ৷ দু'মিনিট বাদে পিএসজি'কে এগিয়ে দেন ভিটিনহা ৷ তবে পিছিয়ে পড়লেও অ্যাওয়ে ম্যাচে দমে যায়নি জাভির বার্সা ৷ 62 মিনিটে রাফিনহার দ্বিতীয় গোলে সমতায় ফেরে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

এরপর 77 মিনিটে বার্সার জয়সূচক গোলটি আসে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পা থেকে ৷ অ্যাওয়ে ম্যাচ জিতে ফিরতি লেগের আগে স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ বার্সেলোনা ৷ এবার দেখার বার্সার ডেরায় গিয়ে এমবাপেরা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেন কি না ৷

অন্য ম্যাচে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ অ্যাটলেটিকোর হয়ে প্রথমার্ধেই জোড়া গোল রড্রিগো ডি পল এবং স্যামুয়েল লিনোর ৷ দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান সেবাস্টিয়ান হ্যালার ৷

আরও পড়ুন:

  1. হাফডজন গোলে নিষ্ফলা রিয়াল-সিটি কোয়ার্টার যুদ্ধ, ঘরে আটকাল আর্সেনালও
  2. সুপার কাপের ঝাঁঝ উধাও, ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াল ‘সফলতম’ আইএসএল

প্যারিস, 11 এপ্রিল: প্রথম লেগে 0-4 পিছিয়ে থেকে 2017 চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার স্মরণীয় প্রত্যাবর্তন আজও মনের মণিকোঠায় রয়ে গিয়েছে ফুটবল অনুরাগীদের ৷ তারপর থেকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-বার্সেলোনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা ৷ বুধবারও চলতি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই প্রতিপক্ষ ৷ সেই ম্যাচে পিএসজি'র ডেরায় গিয়ে তাদের 3-2 গোলে হারাল কাতালানরা ৷ জোড়া গোল রাফিনহার ৷

আগামী মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তুলতে চলা কিলিয়ান এমবাপে খাবিক ম্রিয়মাণ থাকার সুযোগ এদিন কাজে লাগায় বার্সা ৷ 37 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় তারা ৷ তবে ঘরের মাঠে প্রত্যাবর্তন করে লুইস এনরিকের ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া গোল তুলে নিয়ে সফরকারী দলকে ব্যাকফুটে ঠেলে দেয় প্যারিস সাঁ জাঁ ৷

48 মিনিটে বার্সার প্রাক্তনী ওসমানে দেম্বেলের গোলে সমতায় ফের ফরাসি ক্লাব ৷ দু'মিনিট বাদে পিএসজি'কে এগিয়ে দেন ভিটিনহা ৷ তবে পিছিয়ে পড়লেও অ্যাওয়ে ম্যাচে দমে যায়নি জাভির বার্সা ৷ 62 মিনিটে রাফিনহার দ্বিতীয় গোলে সমতায় ফেরে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

এরপর 77 মিনিটে বার্সার জয়সূচক গোলটি আসে আন্দ্রেস ক্রিস্টেনসেনের পা থেকে ৷ অ্যাওয়ে ম্যাচ জিতে ফিরতি লেগের আগে স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ বার্সেলোনা ৷ এবার দেখার বার্সার ডেরায় গিয়ে এমবাপেরা প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেন কি না ৷

অন্য ম্যাচে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ অ্যাটলেটিকোর হয়ে প্রথমার্ধেই জোড়া গোল রড্রিগো ডি পল এবং স্যামুয়েল লিনোর ৷ দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান সেবাস্টিয়ান হ্যালার ৷

আরও পড়ুন:

  1. হাফডজন গোলে নিষ্ফলা রিয়াল-সিটি কোয়ার্টার যুদ্ধ, ঘরে আটকাল আর্সেনালও
  2. সুপার কাপের ঝাঁঝ উধাও, ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াল ‘সফলতম’ আইএসএল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.