কলকাতা, 4 মার্চ: বয়ান বদল কুণাল ঘোষের । আক্রমণের পর এ বার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ৷ একইসঙ্গে, বিধায়ক পদে পদত্যাগপত্র জমা করা তাপস রায়ের প্রতি কুণালের আবেদন, দলত্যাগ করলেও এখনই কোনও বিরোধী রাজনৈতিক দলে যোগ দেবেন না । প্রয়োজনে কয়েকটা দিন সাইডলাইনে বসুন । পরে আবার পূর্ণ উদ্যম নিয়ে ফেরত আসুন ।
এ দিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাপস রায় দল ছাড়ায় তৃণমূল কংগ্রেসের কি বড় ক্ষতি হবে ? জবাবে কুণাল ঘোষ বলেন, বৃহত্তর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে করা হচ্ছে । সেখানে কোনও প্রভাব পড়বে না । তাঁকে শো-কজের চিঠি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আসতে পারে বা এসেছে ৷ আমি কোনও কিছুই অস্বীকার করছি না । যদি আমাকে কেউ দিয়ে থাকেন কিছু, তার বিস্তারিতটা তাঁরাই বলবেন । দলের অভ্যন্তরীণ কমিউনিকেশন নিয়ে আমার কিছু বক্তব্য নেই ।" তাঁকে জিজ্ঞাসা করা হয়, "আপনি আপনার লেখাটা পড়েননি ?" কুণাল বলেন, "সময় করে আমি পড়ব, আমি গান শুনছিলাম ।"
এখানেই শেষ নয়, তাঁর উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ যে অচিরেই শেষ হতে চলেছে, সেই ইঙ্গিতও এ দিন কুণাল দিয়েছেন । তিনি জানিয়েছেন, "একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন ৷ তিনি তাঁর বাড়িতে আমাকে চায়ের নিমন্ত্রণ করেছেন সন্ধে সাতটায় । আমি সেখানে চা খেতে যাব ।"
একইসঙ্গে এ দিন কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি যে রেগে মুখ খুলতে চলেছেন সেটা তিনি দলের রাজ্য সভাপতিকে জানিয়েছিলেন ৷ এ দিন কুণাল ঘোষ এটাও জানিয়েছেন, উত্তর কলকাতায় তাঁকে যে বৈঠকে ডাকা হয়নি সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছাকৃত ভুল । এমনটাই নাকি জানিয়েছেন উত্তর কলকাতার সাংসদ । ফলে মনে করা হচ্ছে, এ বার সুদীপ-কুণাল সংঘাত হয়তো চায়ের আসরেই মিটতে চলেছে ।
আরও পড়ুন: