ETV Bharat / politics

'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের

Kalyan Slams Justice Gangopadhyay: রবিবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার ইচ্ছের কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:31 AM IST

Updated : Mar 4, 2024, 7:40 AM IST

কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কোন্নগর, 4 মার্চ: বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার ঘোষণা করতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার কোন্নগরের জনগর্জন সভা থেকে বিচারপতিকে উদ্দেশ্য করে সাংসদ বলেন, "পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দালাল ৷ বিজেপির প্রার্থী হওয়ার জন্যই এই সব করেছে ।"

রবিবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন মঙ্গলবার বিচারপতি পদ থেকে অবসর নেবেন তিনি । এক বেসরকারি সংবাদমাধ্যমে তিনি জানান, যা বলবেন মঙ্গলবার দুপুর দেড়টার পর। এরপরই বিভিন্ন মহলে জল্পনা রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি। বিচারপতির এই কথাতে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাংসদ বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন ৷ যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে। 2014 থেকে 2024 সালে নরেন্দ্র মোদির জমানায় বিচারব্যবস্থাকে নষ্ট করেছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে । নিজেদের কাজে লাগিয়েছে।"

শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, "একজন ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলা শোনার পর রাজ্যসভার সাংসদ হয়ে যায়। আবার কেউ রাজ্যপাল হয়ে যায় । বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে লোকসভার সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে । ও যেখানে দাঁড়াবে সেখানে হারাব । অত সহজ নয় । এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ । এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা । কিছু জানে না। গঙ্গোপাধ্যায় ভগবান ছিল না ৷"

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি প্রথম থেকে বলেছি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন । আজ প্রমাণ হল । এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায় আমি আট মাস আগে বলে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বাংলা নয়, ভারতবর্ষের বিচারব্যবস্থার একটা কলঙ্ক উনি । ওনার মতো লোকের জন্য বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা-ভক্তি হারাচ্ছে মানুষ ।"

আরও পড়ুন :

  1. 'বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে পালিশ করে দেব', নাম না-করে বিচারপতিকে নিশানা কাকলির
  2. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের ইঙ্গিত, কী বলছেন নলহাটির সোমা ?
  3. ইস্তফা দিয়ে রাজনীতিতে আসতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় ! জট কাটবে মঙ্গলে

কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কোন্নগর, 4 মার্চ: বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার ঘোষণা করতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার কোন্নগরের জনগর্জন সভা থেকে বিচারপতিকে উদ্দেশ্য করে সাংসদ বলেন, "পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দালাল ৷ বিজেপির প্রার্থী হওয়ার জন্যই এই সব করেছে ।"

রবিবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন মঙ্গলবার বিচারপতি পদ থেকে অবসর নেবেন তিনি । এক বেসরকারি সংবাদমাধ্যমে তিনি জানান, যা বলবেন মঙ্গলবার দুপুর দেড়টার পর। এরপরই বিভিন্ন মহলে জল্পনা রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি। বিচারপতির এই কথাতে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাংসদ বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন ৷ যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে। 2014 থেকে 2024 সালে নরেন্দ্র মোদির জমানায় বিচারব্যবস্থাকে নষ্ট করেছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে । নিজেদের কাজে লাগিয়েছে।"

শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, "একজন ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলা শোনার পর রাজ্যসভার সাংসদ হয়ে যায়। আবার কেউ রাজ্যপাল হয়ে যায় । বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে লোকসভার সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে । ও যেখানে দাঁড়াবে সেখানে হারাব । অত সহজ নয় । এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ । এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা । কিছু জানে না। গঙ্গোপাধ্যায় ভগবান ছিল না ৷"

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি প্রথম থেকে বলেছি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন । আজ প্রমাণ হল । এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায় আমি আট মাস আগে বলে দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বাংলা নয়, ভারতবর্ষের বিচারব্যবস্থার একটা কলঙ্ক উনি । ওনার মতো লোকের জন্য বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা-ভক্তি হারাচ্ছে মানুষ ।"

আরও পড়ুন :

  1. 'বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে পালিশ করে দেব', নাম না-করে বিচারপতিকে নিশানা কাকলির
  2. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের ইঙ্গিত, কী বলছেন নলহাটির সোমা ?
  3. ইস্তফা দিয়ে রাজনীতিতে আসতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় ! জট কাটবে মঙ্গলে
Last Updated : Mar 4, 2024, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.