ETV Bharat / politics

দু’জন স্ত্রী থাকলে বছরে মিলবে 2 লক্ষ টাকা, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মধ্যপ্রদেশের রতলাম আসনের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়া ৷ তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় এলে যাঁদের দুই স্ত্রী রয়েছে, তাঁদের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ তাঁর এই মন্তব্য়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

Lok Sabha Election 2024
কান্তিলাল ভুরিয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 4:15 PM IST

রতলাম (মধ্যপ্রদেশ), 10 মে: যাঁদের দুই স্ত্রী রয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁদের 2 লক্ষ টাকা করে দেবে ৷ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রতলামে এক নির্বাচনী জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কান্তিলাল ভুরিয়া ৷ তিনি বলেন, "আমাদের ইস্তেহারে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি মহিলা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাবেন । প্রতিটি পরিবারের মহিলারা এক লক্ষ টাকা করে পাবেন । যাঁদের দুই স্ত্রী আছে, তাঁরা 2 লক্ষ টাকা পাবেন... ৷"

গত 5 এপ্রিল লোকসভা নির্বাচনের ইস্তাহার ‘ন্যায় পত্র’ প্রকাশ করে কংগ্রেস ৷ সেই ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয় যে কংগ্রেস ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী স্কিম’ চালু করবে ৷ ওই প্রকল্পে দারিদ্রতা দূরীকরণে গরিব পরিবারের মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতিকে তুলে ধরেই এই মন্তব্য করেছেন কান্তিলাল ভুরিয়া ৷

তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় পোস্ট করেন মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা ৷ তিনি এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান ৷ সোশাল মিডিয়ায় নরেন্দ্র সালুজা লেখেন, "কংগ্রেসের রতলামের প্রার্থী কান্তিলাল ভুরিয়া দেশের প্রধান (নরেন্দ্র মোদি), যিনি দেশের 140 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, তাঁকে নিয়ে কী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ ... এটি কংগ্রেসের নিম্নমানের ভাবনাচিন্তার ফল... নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত ।"

এই নিয়ে সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও ৷ তাঁর অভিযোগ, সংখ্যালঘু তোষণের জন্য এই কথা বলেছে কংগ্রেস ৷ কারণ, পার্সোনাল ল’এর মাধ্যমে কাদের বহু বিবাহের অনুমতি দেওয়া রয়েছে, সেটা সবাই জানে ৷ এই নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হওয়া উচিত নয়, মোদির আক্রমণের জবাব লালু প্রসাদ যাদবের
  2. ভোটে লড়ার টাকা নেই, টিকিট ফিরিয়ে দিলেন পুরীর কংগ্রেস প্রার্থী
  3. দাবায় সেরা রাহুল! 'আগে তো জিতুন, তারপর...', রায়বরেলি নিয়ে 'ছোট্ট মজা' কাসপারভের

রতলাম (মধ্যপ্রদেশ), 10 মে: যাঁদের দুই স্ত্রী রয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁদের 2 লক্ষ টাকা করে দেবে ৷ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রতলামে এক নির্বাচনী জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কান্তিলাল ভুরিয়া ৷ তিনি বলেন, "আমাদের ইস্তেহারে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি মহিলা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাবেন । প্রতিটি পরিবারের মহিলারা এক লক্ষ টাকা করে পাবেন । যাঁদের দুই স্ত্রী আছে, তাঁরা 2 লক্ষ টাকা পাবেন... ৷"

গত 5 এপ্রিল লোকসভা নির্বাচনের ইস্তাহার ‘ন্যায় পত্র’ প্রকাশ করে কংগ্রেস ৷ সেই ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয় যে কংগ্রেস ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী স্কিম’ চালু করবে ৷ ওই প্রকল্পে দারিদ্রতা দূরীকরণে গরিব পরিবারের মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতিকে তুলে ধরেই এই মন্তব্য করেছেন কান্তিলাল ভুরিয়া ৷

তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় পোস্ট করেন মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা ৷ তিনি এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান ৷ সোশাল মিডিয়ায় নরেন্দ্র সালুজা লেখেন, "কংগ্রেসের রতলামের প্রার্থী কান্তিলাল ভুরিয়া দেশের প্রধান (নরেন্দ্র মোদি), যিনি দেশের 140 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, তাঁকে নিয়ে কী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ ... এটি কংগ্রেসের নিম্নমানের ভাবনাচিন্তার ফল... নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত ।"

এই নিয়ে সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও ৷ তাঁর অভিযোগ, সংখ্যালঘু তোষণের জন্য এই কথা বলেছে কংগ্রেস ৷ কারণ, পার্সোনাল ল’এর মাধ্যমে কাদের বহু বিবাহের অনুমতি দেওয়া রয়েছে, সেটা সবাই জানে ৷ এই নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হওয়া উচিত নয়, মোদির আক্রমণের জবাব লালু প্রসাদ যাদবের
  2. ভোটে লড়ার টাকা নেই, টিকিট ফিরিয়ে দিলেন পুরীর কংগ্রেস প্রার্থী
  3. দাবায় সেরা রাহুল! 'আগে তো জিতুন, তারপর...', রায়বরেলি নিয়ে 'ছোট্ট মজা' কাসপারভের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.