রতলাম (মধ্যপ্রদেশ), 10 মে: যাঁদের দুই স্ত্রী রয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে তাঁদের 2 লক্ষ টাকা করে দেবে ৷ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রতলামে এক নির্বাচনী জনসভায় এমনই বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী কান্তিলাল ভুরিয়া ৷ তিনি বলেন, "আমাদের ইস্তেহারে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি মহিলা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাবেন । প্রতিটি পরিবারের মহিলারা এক লক্ষ টাকা করে পাবেন । যাঁদের দুই স্ত্রী আছে, তাঁরা 2 লক্ষ টাকা পাবেন... ৷"
গত 5 এপ্রিল লোকসভা নির্বাচনের ইস্তাহার ‘ন্যায় পত্র’ প্রকাশ করে কংগ্রেস ৷ সেই ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয় যে কংগ্রেস ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী স্কিম’ চালু করবে ৷ ওই প্রকল্পে দারিদ্রতা দূরীকরণে গরিব পরিবারের মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতিকে তুলে ধরেই এই মন্তব্য করেছেন কান্তিলাল ভুরিয়া ৷
তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় পোস্ট করেন মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা ৷ তিনি এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান ৷ সোশাল মিডিয়ায় নরেন্দ্র সালুজা লেখেন, "কংগ্রেসের রতলামের প্রার্থী কান্তিলাল ভুরিয়া দেশের প্রধান (নরেন্দ্র মোদি), যিনি দেশের 140 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, তাঁকে নিয়ে কী আপত্তিকর মন্তব্য করেছেন ৷ ... এটি কংগ্রেসের নিম্নমানের ভাবনাচিন্তার ফল... নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত ।"
এই নিয়ে সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও ৷ তাঁর অভিযোগ, সংখ্যালঘু তোষণের জন্য এই কথা বলেছে কংগ্রেস ৷ কারণ, পার্সোনাল ল’এর মাধ্যমে কাদের বহু বিবাহের অনুমতি দেওয়া রয়েছে, সেটা সবাই জানে ৷ এই নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত ৷
আরও পড়ুন: