ETV Bharat / politics

বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের - Rahul Gandhi

Rahul Gandhi: আগামী 1 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করার কথা রাহুল গান্ধির ৷ সেদিনই জেলায় রাত্রিবাস করবেন তিনি ৷ প্রথমে ঠিক ছিল তিনি বহরমপুর স্টেডিয়ামে থাকবেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসিনক সভার জন্য সেই মাঠে থাকার অনুমতি বাতিল করেছে প্রশাসন ৷ বহরমপুরে থাকার জায়গা না পেয়ে রাহুল থাকবেন কান্দিতে ৷ এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে কংগ্রেস ৷

etv bharat
etv bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 12:42 PM IST

Updated : Jan 30, 2024, 12:57 PM IST

বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের

বহরমপুর, 30 জানুয়ারি: অধীর গড়েও রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল । রাহুল গান্ধির রাত্রিবাসের জায়গা হচ্ছে না বহরমপুরে । প্রথমে বহরমপুর স্টেডিয়ামে রাহুল গান্ধির রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু সেখানেই একদিন আগে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা । ফলে সেই মাঠ পাওয়া যাচ্ছে না ৷

এই নিয়ে ‘ইন্ডিয়া’ অন্যতম শরিক দল কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে । কংগ্রেসের দাবি, স্টেডিয়াম ছাড়া শহরে আরও একটি বড় মাঠ রয়েছে । কিন্তু সেটিতেও জায়গা দেওয়া হচ্ছে না । যে মাঠ দেওয়া হচ্ছে, তা খুবই ছোট । সেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয় ঢোকারও পরিকাঠামো নেই । বাধ্য হয়ে কংগ্রেস কান্দি থানার মহালন্দির একটি স্কুলে রাহুল গান্ধির থাকার ব্যবস্থা করেছে । ফলে অধীর গড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা আবারও একবার প্রতিবন্ধকতার মুখে পড়েছে ।

মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি নিয়েছে কংগ্রেস ৷ সেই যাত্রা বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে ঢুকবে । সেদিন জঙ্গিপুরে মধ্যাহ্নভোজনের পর র‍্যালি বহরমপুরের দিকে রওনা দেবে । তার একদিন আগে অর্থাৎ 31 জানুয়ারি মুর্শিদাবাদে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা । ওই সভা থেকে বহু প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করা হবে । বহরমপুর স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি চলছে । জোরকদমে চলছে মণ্ডপ বাঁধার কাজ । মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ট্রায়াল রান হয়ে গিয়েছে ।

এদিকে ওই মাঠেই রাহুল গান্ধির রাত্রিবাসের সূচি আগাম ঘোষণা করা হয়েছিল । জেলাশাসকও তার সম্মতি দিয়েছিলেন । কিন্তু সেই সম্মতি তিনি দু’দিন আগেই নাকচ করে দেন । কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধি মুর্শিদাবাদে ঢুকছে জেনেই তার একদিন আগে মুখ্যমন্ত্রী জেলায় কর্মসূচি ঠিক করেছেন । পরিকল্পিতভাবে এই সূচি ঠিক করেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার । জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘পরিবর্তে ওয়াইএমএ মাঠ চেয়েছিলাম । তাও দেওয়া হয়নি ।’’ বদলে এফইউসি মাঠ দেওয়া হচ্ছিল, কিন্তু সেটি অপরিসর বলে কংগ্রেসের দাবি ৷

কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকার পরিকল্পিতভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা বানচাল করার চেষ্টা করছে । জেলা তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘সামনে মাধ্যমিক পরীক্ষা । তাই পরীক্ষার আগেই মুখ্যমন্ত্রী জেলা সফর সেরে নিতে চাইছেন । ভারত জোড়ো ন্যায় যাত্রায় কোনও বিরোধিতা করা হচ্ছে না ।’’

বাংলায় ‘ইন্ডিয়া’ জোট হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন । যদিও রাহুল গান্ধি জোটের কথাবার্তা চলছে বলে সম্ভাবনা জিইয়ে রেখেছেন । এই পরিস্থিতিতে অধীর গড়েই প্রতিবন্ধকতার মুখে পড়েছেন রাহুল গান্ধি । এদিকে মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রস্তুতিও তুঙ্গে । ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করতে মরিয়া কংগ্রেসও । কারণ, নিজের গড়ে লোকসভার আগে মুখ পোড়াতে চাইবেন না প্রদেশ কংগ্রেস সভাপতি । রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাহুল নয় অধীর চৌধুরীই মুখ্যমন্ত্রীর চোখের কাঁটা এখন ।

আরও পড়ুন:

  1. রাহুলের জন্য সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি মালদা প্রশাসন, অভিযোগ কংগ্রেসের
  2. মমতার বাংলায় নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের
Last Updated : Jan 30, 2024, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.