ETV Bharat / sports

এবার চোটের কবলে আশিক, পঞ্জাব ম্যাচে বাগানে দেখা মিলছে নয়া জুটির! - ISL 2024 25

পঞ্জাব ম্যাচের আগে চিন্তায় মোলিনা ৷ স্টুয়ার্ট-পেত্রাতোসকে পাওয়া যাবে ধরে নিয়েই মোহনবাগানে প্রস্তুত নয়া জুটি ৷

INDIAN SUPER LEAGUE
মোহনবাগানের অনুশীলনের ছবি (MOHUN BAGAN SG MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : 14 hours ago

কলকাতা, 24 ডিসেম্বর: পঞ্জাব ম্যাচের আগে চোটের বড়সড় থাবা মোহনবাগান সুপার জায়ান্টে ৷ গ্রেগ স্টুয়ার্টের পর গত ম্য়াচে চোটের কবলে পড়েছিলেন দিমিত্রি পেত্রাতোস ৷ হোসে মোলিনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে পঞ্জাব এফসি ম্যাচের আগে চোটের কবলে যুক্ত হল লেফট্-ব্যাক আশিক কুরুনিয়ানের নাম ৷

সবুজ-মেরুন অন্দরমহলের যা খবর তাতে, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন হোসে মোলিনা ৷ তাই পঞ্জাব ম্যাচে সাইডলাইনেই থাকতে হচ্ছে স্কটিশ প্লে-মেকারকে ৷ সব ঠিক থাকলে হায়দরাবাদ এফসি ম্য়াচ থেকে মাঠে ফিরবেন তিনি ৷ তবে মঙ্গলবার এব্য়াপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ ৷ পরিবর্ত হিসেবে গত কয়েকটি ম্য়াচে একাদশে শুরু করা পেত্রাতোসও দিনদশেকের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ৷ পঞ্জাব ম্যাচ তো বটেই, যা পরিস্থিতি তাতে হায়দরাবাদ ম্যাচেও হয়তো পাওয়া যাবে না অজি ফুটবলারকে ৷

স্টুয়ার্ট, পেত্রাতোস না-থাকায় পঞ্জাবের বিরুদ্ধে বাগানের আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার উপর ৷ পাশাপাশি আক্রমণে প্রথমবার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে শুরু করতে দেখবেন সবুজ-মেরুন জনতা। গোল শিকারে দক্ষ দুই প্রাক্তন অজি বিশ্বকাপার কোনও ম্যাচে প্রথম মিনিট থেকে শুরু করেননি। ফলে পঞ্জাব রক্ষণ ভাঙতে মোলিনার তুরুপের তাস নয়া জুটি। সাড়া জাগিয়ে শুরু করলেও ম্যাকলারেন অবশ্য নিয়মিত গোলের মধ্যে, এমনটা বলা যাবে না ৷ 11টি ম্যাচ খেলে মাত্র 4টি গোল করেছেন তিনি। তবে জেসন কামিংস বাগানের চলতি মরশুমের সফলতম সুপারসাব। পরিবর্ত নেমে তিনটি গোলের পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন তিনি।

ম্যাকলারেনকে নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলে দিয়েছেন ইতিমধ্যেই। পাল্টা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছেন, "আপনারা কামিংসকে নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন। তারপর ভুল প্রমাণিত হয়েছেন। ম্যাকলারেনের ক্ষেত্রেও একই ঘটনা দ্রুত হবে। ওর মানের ফুটবলার এই দেশে কম এসেছে। ওর দক্ষতা নিয়ে সন্দেহের কোনও প্রশ্ন নেই।"

আরও পড়ুন:

কলকাতা, 24 ডিসেম্বর: পঞ্জাব ম্যাচের আগে চোটের বড়সড় থাবা মোহনবাগান সুপার জায়ান্টে ৷ গ্রেগ স্টুয়ার্টের পর গত ম্য়াচে চোটের কবলে পড়েছিলেন দিমিত্রি পেত্রাতোস ৷ হোসে মোলিনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে পঞ্জাব এফসি ম্যাচের আগে চোটের কবলে যুক্ত হল লেফট্-ব্যাক আশিক কুরুনিয়ানের নাম ৷

সবুজ-মেরুন অন্দরমহলের যা খবর তাতে, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন হোসে মোলিনা ৷ তাই পঞ্জাব ম্যাচে সাইডলাইনেই থাকতে হচ্ছে স্কটিশ প্লে-মেকারকে ৷ সব ঠিক থাকলে হায়দরাবাদ এফসি ম্য়াচ থেকে মাঠে ফিরবেন তিনি ৷ তবে মঙ্গলবার এব্য়াপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ ৷ পরিবর্ত হিসেবে গত কয়েকটি ম্য়াচে একাদশে শুরু করা পেত্রাতোসও দিনদশেকের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ৷ পঞ্জাব ম্যাচ তো বটেই, যা পরিস্থিতি তাতে হায়দরাবাদ ম্যাচেও হয়তো পাওয়া যাবে না অজি ফুটবলারকে ৷

স্টুয়ার্ট, পেত্রাতোস না-থাকায় পঞ্জাবের বিরুদ্ধে বাগানের আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার উপর ৷ পাশাপাশি আক্রমণে প্রথমবার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে শুরু করতে দেখবেন সবুজ-মেরুন জনতা। গোল শিকারে দক্ষ দুই প্রাক্তন অজি বিশ্বকাপার কোনও ম্যাচে প্রথম মিনিট থেকে শুরু করেননি। ফলে পঞ্জাব রক্ষণ ভাঙতে মোলিনার তুরুপের তাস নয়া জুটি। সাড়া জাগিয়ে শুরু করলেও ম্যাকলারেন অবশ্য নিয়মিত গোলের মধ্যে, এমনটা বলা যাবে না ৷ 11টি ম্যাচ খেলে মাত্র 4টি গোল করেছেন তিনি। তবে জেসন কামিংস বাগানের চলতি মরশুমের সফলতম সুপারসাব। পরিবর্ত নেমে তিনটি গোলের পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছেন তিনি।

ম্যাকলারেনকে নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলে দিয়েছেন ইতিমধ্যেই। পাল্টা মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলছেন, "আপনারা কামিংসকে নিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন। তারপর ভুল প্রমাণিত হয়েছেন। ম্যাকলারেনের ক্ষেত্রেও একই ঘটনা দ্রুত হবে। ওর মানের ফুটবলার এই দেশে কম এসেছে। ওর দক্ষতা নিয়ে সন্দেহের কোনও প্রশ্ন নেই।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.