হায়দরাবাদ: Honda Activa-এর পর, এবার Honda মোটরসাইকেল লঞ্চ করল তাদের কমিউটার বাইক Honda SP 125 ৷ অ্যাক্টিভার মতো এই বাইকের ইঞ্জিনেও রয়েছে OBD2B (On-Board Diagnostics 2B) ফিচার ৷ এছাড়াও 2025 Honda SP 125-এর দামের পরিবর্তন করা হয়েছে ৷ ভেরিয়েন্টের উপর এর দাম নির্ভর করছে ৷
সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 91,771 টাকা এবং ডিস্ক ব্রেক ভার্সনের দাম শুরু হয়েছে 1,00,284 টাকা (এক্স-শোরুম) থেকে । যদিও ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম প্রায় 4,000 টাকা, ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম 8,816 টাকা বেড়েছে আগের মডেলের থেকে ৷
Honda Motorcycles বাইকের ডিজাইনেও বেশ পরিবর্তন এনেছে ৷ নতুন মডেলে সামনের এবং পিছনের অংশ আগের থেকে আরও ধারালো করা হয়েছে ৷ এতে ফুল-এলইডি আলো দেওয়া হয়েছে । এছাড়াও ব্লুটুথ সংযোগ এবং Honda RoadSync অ্যাপের সঙ্গে যোগ করার সুবিধা আছে ৷ এই বাইকে 4.2-ইঞ্চি TFT স্ক্রিন দেওয়া হয়েছে চালকদের সুবিধার জন্য ৷
নতুন মডেলের টিএফটি স্ক্রিনে টার্ন-বাই-টার্ন নেভিগেশনে ফুঁটে উঠবে ৷ এছাড়াও, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য । নতুন মডেলে 124cc, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 10.7bhp শক্তি এবং 10.9Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম । 2025 Honda SP 125-এ ইঞ্জিনে ফাইভ-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে । মোটরসাইকেলের হার্ডওয়্যার প্যাকেজেও কোনও পরিবর্তন করা হয়নি । বাইকটিতে রয়েছে 17-ইঞ্চি চাকা ৷ টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন রয়েছে ৷
আপডেটেড Honda SP 125-এর মোটরসাইকেলের ওজন 116 কেজি (কার্ব) এবং ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 11.2 লিটার । 2025 Honda SP 125 পাঁচটি ভিন্ন রঙ পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক -এ পাওয়া যাচ্ছে ৷