আফগানিস্তানে 6 যাত্রী-সহ রুশ বিমান ভেঙে পড়ল, দুর্ঘটনার কারণ নিয়ে সংশয় - আফগানিস্তান
Russian private jet crashed: বাদাখশানের পুলিশ প্রধানের কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। মস্কোয় রাশিয়ান অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্যাসল্ট ফ্যালকন 10 চার ক্রু সদস্য এবং দুই যাত্রী-সহ নিখোঁজ হয়েছে।
By PTI
Published : Jan 21, 2024, 4:12 PM IST
ইসলামাবাদ, 21 জানুয়ারি: রাশিয়ার একটি অসামরিক বিমান 6 যাত্রীকে নিয়ে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়েছে ৷ রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ভারতের গয়া থেকে উজবেকিস্তানের তাসখন্দ হয়ে মস্কোর ঝুকভস্কি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত একটি রুটে চার্টার অ্যাম্বুলেন্স ফ্লাইট হিসেবে কাজ করছিল। বাদাখশান প্রদেশের জেবাক জেলার কাছে একটি পাহাড়ি এলাকায় শনিবার দুর্ঘটনাটি ঘটে ৷ আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি জানান, একটি উদ্ধারকারী দল ওই এলাকায় ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জেবাক আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 250 কিলোমিটার উত্তর-পূর্বের একটি পাহাড়ে ঘেরা এলাকা ৷ সেখানে মাত্র কয়েক হাজার লোকের বাস।
বাদাখশানের পুলিশ প্রধানের কার্যালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। মস্কোয় রাশিয়ান অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্যাসল্ট ফ্যালকন 10 চার ক্রু সদস্য এবং দুই যাত্রী-সহ নিখোঁজ। রাশিয়ান বিমানটি আচমকাই যোগাযোগ বন্ধ করে দেয়। রাডার স্ক্রিন থেকেই অদৃশ্য হয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গিয়েছে, ফ্লাইটটি থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। রাশিয়ার অধিকারিকরা জানিয়েছেন, বিমানের মালিক এক ব্যক্তি। আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত ফ্যালকন-10 বিমানটি 1978 সালে নির্মিত হয়েছিল। তালিবান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান একটি পৃথক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটি একটি মরক্কোর কোম্পানির। ভারতীয় অসামরিক বিমান চলাচল আধিকারিকরাও জানান, বিমানটি নথিভুক্তিকরণ হয়েছে মরক্কোয়।
শনিবার পাকিস্তানের পেশোয়ার শহরের ঠিক দক্ষিণ দিকে বিমানটিকে শেষ বার দেখা যায় ৷ 2021 সালে তালিবান দেশের দখল নেওয়ার পর থেকে আন্তর্জাতিক বিমানগুলি মূলত আফগানিস্তান এড়িয়ে চলে ৷ গেলেও মাত্র কয়েক মিনিটের জন্য উড়ে যায় বাদাখশান প্রদেশের জনবহুল ওয়াখান করিডোরের উপর দিয়ে । সাধারণত, করিডোরের দিকে অগ্রসর হওয়া বিমানগুলি পেশোয়ারের পাশে উত্তর দিকে বড় বাঁক নেয় এবং আফগানিস্তানে সংক্ষিপ্তভাবে প্রবেশ করার আগে পাকিস্তানি সীমান্ত অনুসরণ করে। এত কিছু করেও এবার দুর্ঘটনা রোখা গেল না।
(এপি)
আরও পড়ুন
ভারতীয় বিমানে 'না', বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যুতে কাঠগড়ায় মলদ্বীপের প্রেসিডেন্ট
রামমন্দির অনুষ্ঠানে উৎসবের মেজাজ মার্কিন মুলুকে, বিলবোর্ডে দেখা যাবে উদ্বোধন
ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের