ETV Bharat / international

ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, আরোগ্য কামনা প্রধানমন্ত্রী মোদির - cancer

King Charles III: বাদ গেলেন না রাজা ৷ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের শরীরেও ধরা পড়ল ক্যানসার ৷ তবে কী ধরনের ক্য়ানসার, তা জানা যায়নি ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2023 সালের মে মাসে ব্রিটেনের সিংহাসনে চার্লসের রাজ্যাভিষেক হয় ৷

ETV Bharat
রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী
author img

By PTI

Published : Feb 6, 2024, 7:00 AM IST

Updated : Feb 6, 2024, 11:13 AM IST

লন্ডন, 6 ফেব্রুয়ারি: মারণ রোগ বাসা বেঁধেছে রাজা তৃতীয় চার্লসের শরীরে ৷ সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস ৷ এই বিবৃতিতে জানানো হয়েছে, এটি প্রস্টেট ক্যানসার নয় ৷ তবে সম্প্রতি প্রস্টেটের চিকিৎসা চলছিল রাজার ৷ সেই সময়ই এই ক্যানসার ধরা পড়ে ৷ মাত্র 6 মাস আগে রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন ৷ এদিকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রনেতারা রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এই বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷

যদিও ঠিক কী ধরনের ক্যানসার হয়েছে তৃতীয় চার্লসের, তা বাকিংহাম প্য়ালেস স্পষ্ট করে জানায়নি ৷ এই অবস্থায় 75 বছর বয়সি রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে ৷ রাজা কিন্তু মনের দিক দিয়ে একেবারে চাঙ্গা আছেন ৷ খুব শীঘ্রই তিনি জনসাধারণের কাছে ফিরবেন, ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

আপাতত এই শারীরিক অবস্থায় বেশকিছু কর্মসূচি বাতিল করতে হয়েছে রাজাকে ৷ তা সত্ত্বেও তিনি দেশের কাজকর্ম দেখবেন ৷ জানুয়ারি মাসের শেষে প্রস্টেটজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস ৷ এরপর 29 জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ আর এর এক সপ্তাহের মাথায় বাকিংহাম প্যালেস রাজা তৃতীয় চার্লসের ক্যানসার হওয়ার কথা ঘোষণা করল ৷

2022 সালের 8 সেপ্টেম্বর প্রয়াত হন 96 বছর বয়সি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ সবচেয়ে বেশি সময় ধরে বাকিংহামের সিংহাসনে বসার রেকর্ড গড়েছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুর পর বাকিংহাম প্যালেস সূত্রে ঘোষণা করা হয়, রাজা তৃতীয় চার্লসই ব্রিটেনের রাজা হবেন ৷ সেই অনুযায়ী গত বছরের 6 মে রাজ্যাভিষেক হয় চার্লসের ৷ আর ব্রিটেনের রানি হন তাঁর দ্বিতীয় স্ত্রী ক্যামিলিয়া ৷

রাজা তৃতীয় চার্লস এবং প্রয়াত রানি ডায়ানার দুই সন্তান- রাজপুত্র উইলিয়াম এবং রাজপুত্র হ্যারি ৷ রাজা তৃতীয় চার্লসের পর ব্রিটেনের সিংহাসনে বসবেন বড় ছেলে উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস ৷ উইলিয়াম-কেট দম্পতির তিনটি সন্তান আছে ৷ এদিকে চার্লস ও ডায়ানার ছোট ছেলে হ্যারি রাজপরিবার ত্যাগ করেছেন ৷ হ্যারি ও মেগানের এক পুত্র ও একটি কন্যা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর 14 বছরের জেল
  2. ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, 70 বছর পর ব্রিটেনে নতুন যুগের সূচনা
  3. তাঁর নকশাতেই সেজেছেন রাজা-রানি, চার্লসের রাজ্যাভিষেকে বিশেষ অতিথি বাংলার প্রিয়াঙ্কা

লন্ডন, 6 ফেব্রুয়ারি: মারণ রোগ বাসা বেঁধেছে রাজা তৃতীয় চার্লসের শরীরে ৷ সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস ৷ এই বিবৃতিতে জানানো হয়েছে, এটি প্রস্টেট ক্যানসার নয় ৷ তবে সম্প্রতি প্রস্টেটের চিকিৎসা চলছিল রাজার ৷ সেই সময়ই এই ক্যানসার ধরা পড়ে ৷ মাত্র 6 মাস আগে রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের সিংহাসনে আরোহণ করেন ৷ এদিকে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্রনেতারা রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এই বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷

যদিও ঠিক কী ধরনের ক্যানসার হয়েছে তৃতীয় চার্লসের, তা বাকিংহাম প্য়ালেস স্পষ্ট করে জানায়নি ৷ এই অবস্থায় 75 বছর বয়সি রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে ৷ রাজা কিন্তু মনের দিক দিয়ে একেবারে চাঙ্গা আছেন ৷ খুব শীঘ্রই তিনি জনসাধারণের কাছে ফিরবেন, ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷

আপাতত এই শারীরিক অবস্থায় বেশকিছু কর্মসূচি বাতিল করতে হয়েছে রাজাকে ৷ তা সত্ত্বেও তিনি দেশের কাজকর্ম দেখবেন ৷ জানুয়ারি মাসের শেষে প্রস্টেটজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস ৷ এরপর 29 জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ৷ আর এর এক সপ্তাহের মাথায় বাকিংহাম প্যালেস রাজা তৃতীয় চার্লসের ক্যানসার হওয়ার কথা ঘোষণা করল ৷

2022 সালের 8 সেপ্টেম্বর প্রয়াত হন 96 বছর বয়সি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ সবচেয়ে বেশি সময় ধরে বাকিংহামের সিংহাসনে বসার রেকর্ড গড়েছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুর পর বাকিংহাম প্যালেস সূত্রে ঘোষণা করা হয়, রাজা তৃতীয় চার্লসই ব্রিটেনের রাজা হবেন ৷ সেই অনুযায়ী গত বছরের 6 মে রাজ্যাভিষেক হয় চার্লসের ৷ আর ব্রিটেনের রানি হন তাঁর দ্বিতীয় স্ত্রী ক্যামিলিয়া ৷

রাজা তৃতীয় চার্লস এবং প্রয়াত রানি ডায়ানার দুই সন্তান- রাজপুত্র উইলিয়াম এবং রাজপুত্র হ্যারি ৷ রাজা তৃতীয় চার্লসের পর ব্রিটেনের সিংহাসনে বসবেন বড় ছেলে উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস ৷ উইলিয়াম-কেট দম্পতির তিনটি সন্তান আছে ৷ এদিকে চার্লস ও ডায়ানার ছোট ছেলে হ্যারি রাজপরিবার ত্যাগ করেছেন ৷ হ্যারি ও মেগানের এক পুত্র ও একটি কন্যা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীর 14 বছরের জেল
  2. ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, 70 বছর পর ব্রিটেনে নতুন যুগের সূচনা
  3. তাঁর নকশাতেই সেজেছেন রাজা-রানি, চার্লসের রাজ্যাভিষেকে বিশেষ অতিথি বাংলার প্রিয়াঙ্কা
Last Updated : Feb 6, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.