ETV Bharat / entertainment

কার হাতের 'তুরুপের তাস' সৌরভ? উত্তরের অপেক্ষায় দর্শক

একদিকে দুর্নীতি অন্যদিকে সন্ত্রাস ৷ সমাজের বাস্তব ছবি পর্দায় তুলে ধরতে চলেছেন দেবজিৎ হাজরা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় সৌরভ দাস ৷

Turuper Tash
আসছে 'তুরুপের তাস' (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 2:39 PM IST

কলকাতা, 9 নভেম্বর: বোর্ডের পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের মুখে এক চওড়া হাসি ফুটে ওঠে ৷ আগামীর প্রস্তুতির আগে বন্ধুদের সঙ্গে কিছুটা আড্ডা, ঘুরে বেড়ানো ইত্যাদি বাকেট লিস্টে মাস্ট হয়ে দাঁড়ায় ৷ তেমন চার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জীবন ও ঘটনাবহুল মোড় আসছে রূপোলি পর্দায় ৷ পাশাপাশি প্রকাশিত হয়েছে ছবির গানও ৷

আসছে নতুন বাংলা ছবি 'তুরুপের তাস'। ছবির কাহিনি ও পরিচালনায় দেবজিৎ হাজরা। বিভিন্ন চরিত্রে রয়েছেনরজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, যুধাজিৎ সরকাফ, জুলি সরকার, রেমো মাইতি। ছবিতে গল্পের মোড় ঘোরাতে দেখা যাবে সৌরভ দাসকে ৷ সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, আলাপ, কাজল, মাধুরী।

Turuper Tash
ব্যস্ত সৌরভ দাস (PR Handout)

গল্প শুরু হয় চারবন্ধুকে নিয়ে ৷ যাঁরা বোর্ডের পরীক্ষা শেষে কোথাও একটা ঘুরতে যাবে বলে ঠিক করে। শর্ট ট্রিপ করবে বলে ঠিক করে অয়ন (ঋক দে), অয়নের প্রেমিকা অনন্যা ( শ্রেয়া ভট্টাচার্য) এবং ওদের আরও দু'জন বন্ধু মৈনাক (রেমো) ও ত্যানা (দীপানিত্বা নাথ)।

মৈনাকের ত্যানাকে খুব প্রছন্দ এবং ত্যানারও মৈনাককে কিন্তু ওরা একে অপরকে এখনও বলে উঠতে পারেনি। মৈনাক অয়নের কাছ থেকে তার গাড়িটা নিয়ে ত্যানাকে গাড়িতে বসিয়ে একটি ফ্লাইওভারের মাঝামাঝি গিয়ে গাড়ি থামায় ও তাকে নাটকীয় ভঙ্গিমায় প্রেমের প্রস্তাব দেয়।

Turuper Tash
তুরুপের তাস ছবির টিম (PR Handout)

গাড়িটা ফ্লাইওভারে রেখে ওরা দুজনে চারিদিকে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পর দুজনে গাড়ির কাছে ফিরে এলে দেখে গাড়ি নেই। পাগলের মতো খুঁজতে থাকে। কী জবাব দেবে এবার তাঁরা অয়নকে? এই ঘটনা ঘটার কয়েকদিন পর চুরি যাওয়া সেই গাড়ি কিনতে আসেন মেহবুব খান (সৌরভ দাস) ৷

এরপরেই গল্পে আসে চমক, জটিল মোড় ৷ ছবিতে একজন রাজনীতিবিদ ভানু প্রতাপের ভূমিকায় রজতাভ দত্ত। কিন্তু ছবিতে কে কার হাতের তুরুপের তাস সেটা খোলসা করেননি পরিচালক। জানা যাবে ছবিটি মুক্তির পর।

কলকাতা, 9 নভেম্বর: বোর্ডের পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের মুখে এক চওড়া হাসি ফুটে ওঠে ৷ আগামীর প্রস্তুতির আগে বন্ধুদের সঙ্গে কিছুটা আড্ডা, ঘুরে বেড়ানো ইত্যাদি বাকেট লিস্টে মাস্ট হয়ে দাঁড়ায় ৷ তেমন চার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জীবন ও ঘটনাবহুল মোড় আসছে রূপোলি পর্দায় ৷ পাশাপাশি প্রকাশিত হয়েছে ছবির গানও ৷

আসছে নতুন বাংলা ছবি 'তুরুপের তাস'। ছবির কাহিনি ও পরিচালনায় দেবজিৎ হাজরা। বিভিন্ন চরিত্রে রয়েছেনরজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, যুধাজিৎ সরকাফ, জুলি সরকার, রেমো মাইতি। ছবিতে গল্পের মোড় ঘোরাতে দেখা যাবে সৌরভ দাসকে ৷ সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, আলাপ, কাজল, মাধুরী।

Turuper Tash
ব্যস্ত সৌরভ দাস (PR Handout)

গল্প শুরু হয় চারবন্ধুকে নিয়ে ৷ যাঁরা বোর্ডের পরীক্ষা শেষে কোথাও একটা ঘুরতে যাবে বলে ঠিক করে। শর্ট ট্রিপ করবে বলে ঠিক করে অয়ন (ঋক দে), অয়নের প্রেমিকা অনন্যা ( শ্রেয়া ভট্টাচার্য) এবং ওদের আরও দু'জন বন্ধু মৈনাক (রেমো) ও ত্যানা (দীপানিত্বা নাথ)।

মৈনাকের ত্যানাকে খুব প্রছন্দ এবং ত্যানারও মৈনাককে কিন্তু ওরা একে অপরকে এখনও বলে উঠতে পারেনি। মৈনাক অয়নের কাছ থেকে তার গাড়িটা নিয়ে ত্যানাকে গাড়িতে বসিয়ে একটি ফ্লাইওভারের মাঝামাঝি গিয়ে গাড়ি থামায় ও তাকে নাটকীয় ভঙ্গিমায় প্রেমের প্রস্তাব দেয়।

Turuper Tash
তুরুপের তাস ছবির টিম (PR Handout)

গাড়িটা ফ্লাইওভারে রেখে ওরা দুজনে চারিদিকে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পর দুজনে গাড়ির কাছে ফিরে এলে দেখে গাড়ি নেই। পাগলের মতো খুঁজতে থাকে। কী জবাব দেবে এবার তাঁরা অয়নকে? এই ঘটনা ঘটার কয়েকদিন পর চুরি যাওয়া সেই গাড়ি কিনতে আসেন মেহবুব খান (সৌরভ দাস) ৷

এরপরেই গল্পে আসে চমক, জটিল মোড় ৷ ছবিতে একজন রাজনীতিবিদ ভানু প্রতাপের ভূমিকায় রজতাভ দত্ত। কিন্তু ছবিতে কে কার হাতের তুরুপের তাস সেটা খোলসা করেননি পরিচালক। জানা যাবে ছবিটি মুক্তির পর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.