ETV Bharat / entertainment

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে পাচ্ছেন বম্বে জয়শ্রী, অশোক সরফ - সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার

Sangeet Natak Akademi Award: সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার কারা পেতে চলেছে প্রকাশ্যে এসেছে সেই তালিকা ৷ অশোক সরফ, রাজীব বর্মা ও সঙ্গীত শিল্পী বোম্বে জয়শ্রী রয়েছেন সেই তালিকায় ৷ 12 মার্চ নয়া দিল্লির কামানি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হবে ৷

Sangeet Natak Akademi Award
সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 6:54 PM IST

হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি: ভারতীয় শিল্পীদের সংস্কৃতি চর্চা এবং অবদানের অন্যতম পুরস্কার সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ৷ চলতি বছর সংস্কৃতি চর্চার সর্বোচ্চ এই পুরস্কার কারা পেলেন, প্রকাশ্যে এসেছে তালিকা ৷ এবার পুরস্কার দেওয়া হচ্ছে 2022 ও 2023 সাল মিলিয়ে ৷ আর পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন রাজীব বর্মা, অশোক সরফের মতো অভিনেতারা ৷ তালিকায় নাম রয়েছে সঙ্গীতশিল্পী বম্বে জয়শ্রীরও ৷ 12 মার্চ নয়া দিল্লির কামানি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হবে ৷

তালিকায় নাম রয়েছে প্রখ্যাত বীণা বাদক আর বিশ্বেশ্বরন, জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পী সুনয়না হাজারীলাল ও বিখ্যাত কুচিপুড়ি জুটি রাজা এবং রাধা রেড্ডি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তথা লোকসাহিত্যিক এবং লেখক বিনায়ক খেদেকর, নাট্য নির্দেশক দুলাল রায়, নাট্যকার ডিপি সিনহা একাডেমি ফেলো হিসাবে নির্বাচিত হয়েছেন। একটি বিবৃতিতে, সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফে ফেলোশিপের তাৎপর্যকে মর্যাদাপূর্ণ এবং বিরল সম্মান হিসাবে উল্লেখ করা হয়েছে ৷

ফেলো ছাড়াও, সঙ্গীত, নৃত্য, নাটক, এবং ঐতিহ্যবাহী শিল্পের বিভিন্ন ঘরানায় উল্লেখযোগ্য 92 জন শিল্পীকে অ্যাকাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিভাবান শিল্পীরা হিন্দুস্তানি এবং কর্নাটিক গান ও যন্ত্রসংগীত, ভরতনাট্যম, কত্থক, কুচিপুড়ি এবং ওডিশির মতো শাস্ত্রীয় নৃত্যের ধরন ও সমসাময়িক আর্টের সঙ্গে যুক্ত ৷ পুরস্কার এবং পুরস্কারের অর্থ শিল্পীদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ৷ এই অনুষ্ঠানে 80 জন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে ৷

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পারফর্মিং আর্টসের ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। অ্যাকাডেমি পুরস্কার 1952 সাল থেকে প্রদান করা শুরু হয়েছে ৷ এই সম্মানগুলি শুধুমাত্র শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের সর্বোচ্চ মানের প্রতীক নয় বরং শিল্পীর কাজ এবং অবদানকেও স্বীকৃতি দেয় ৷ প্রাপকদের নির্বাচন করা হয় অ্যাকাডেমির সাধারণ পরিষদ দ্বারা, যার মধ্যে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, থিয়েটার শিল্পী এবং এই শাখার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ভারত সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত ব্যক্তিরা থাকেন ।

আরও পড়ুন:

1. 'ডনে'র বেশে ছবির নায়ক, কেমন লাগছে রণবীর সিংকে? দেখুন ভিডিয়োয়

2. অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ মাতাতে জামনগরে টিম রিহানা

3. খাবারে 2500 পদ, অম্বানির ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের মেনু হরেক রকম

হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি: ভারতীয় শিল্পীদের সংস্কৃতি চর্চা এবং অবদানের অন্যতম পুরস্কার সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ৷ চলতি বছর সংস্কৃতি চর্চার সর্বোচ্চ এই পুরস্কার কারা পেলেন, প্রকাশ্যে এসেছে তালিকা ৷ এবার পুরস্কার দেওয়া হচ্ছে 2022 ও 2023 সাল মিলিয়ে ৷ আর পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন রাজীব বর্মা, অশোক সরফের মতো অভিনেতারা ৷ তালিকায় নাম রয়েছে সঙ্গীতশিল্পী বম্বে জয়শ্রীরও ৷ 12 মার্চ নয়া দিল্লির কামানি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হবে ৷

তালিকায় নাম রয়েছে প্রখ্যাত বীণা বাদক আর বিশ্বেশ্বরন, জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পী সুনয়না হাজারীলাল ও বিখ্যাত কুচিপুড়ি জুটি রাজা এবং রাধা রেড্ডি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তথা লোকসাহিত্যিক এবং লেখক বিনায়ক খেদেকর, নাট্য নির্দেশক দুলাল রায়, নাট্যকার ডিপি সিনহা একাডেমি ফেলো হিসাবে নির্বাচিত হয়েছেন। একটি বিবৃতিতে, সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফে ফেলোশিপের তাৎপর্যকে মর্যাদাপূর্ণ এবং বিরল সম্মান হিসাবে উল্লেখ করা হয়েছে ৷

ফেলো ছাড়াও, সঙ্গীত, নৃত্য, নাটক, এবং ঐতিহ্যবাহী শিল্পের বিভিন্ন ঘরানায় উল্লেখযোগ্য 92 জন শিল্পীকে অ্যাকাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিভাবান শিল্পীরা হিন্দুস্তানি এবং কর্নাটিক গান ও যন্ত্রসংগীত, ভরতনাট্যম, কত্থক, কুচিপুড়ি এবং ওডিশির মতো শাস্ত্রীয় নৃত্যের ধরন ও সমসাময়িক আর্টের সঙ্গে যুক্ত ৷ পুরস্কার এবং পুরস্কারের অর্থ শিল্পীদের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ৷ এই অনুষ্ঠানে 80 জন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে ৷

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পারফর্মিং আর্টসের ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। অ্যাকাডেমি পুরস্কার 1952 সাল থেকে প্রদান করা শুরু হয়েছে ৷ এই সম্মানগুলি শুধুমাত্র শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের সর্বোচ্চ মানের প্রতীক নয় বরং শিল্পীর কাজ এবং অবদানকেও স্বীকৃতি দেয় ৷ প্রাপকদের নির্বাচন করা হয় অ্যাকাডেমির সাধারণ পরিষদ দ্বারা, যার মধ্যে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, থিয়েটার শিল্পী এবং এই শাখার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ভারত সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনীত ব্যক্তিরা থাকেন ।

আরও পড়ুন:

1. 'ডনে'র বেশে ছবির নায়ক, কেমন লাগছে রণবীর সিংকে? দেখুন ভিডিয়োয়

2. অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ মাতাতে জামনগরে টিম রিহানা

3. খাবারে 2500 পদ, অম্বানির ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের মেনু হরেক রকম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.