কলকাতা, 9 এপ্রিল: দু'বছর পর নন্দনে জায়গা পেল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'। 2022 সালের মে মাসে মুক্তি পায় এই ছবি। শতবর্ষে সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক অনীক দত্ত।
উল্লেখ্য, সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির কাহিনি উঠে এসেছে এই ছবিতে। বহু মানুষের প্রশংসায় প্রশংসিত এই ছবি। কিন্তু এই ছবি সেদিন জায়গা পায়নি নন্দনে। এই নিয়ে প্রতিবাদ এবং লেখালিখি কম হয়নি। যে নন্দনের নামকরণ থেকে নামাঙ্কন সবেতেই ছিল সত্যজিতের হাত, সেই সত্যজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে ছবি সেই ছবিই সেদিন জায়গা পায়নি নন্দনে। অবশেষে মুক্তির 2 বছর পর নন্দনে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। সত্যজিৎ রায়ের চরিত্রের আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অনুষা বিশ্বনাথন-সহ আরও অনেকে।
দুই বছর আগে যখন ছবিটা নন্দনে জায়গা পায়নি তখন এই নিয়ে মুখে টুঁ শব্দটি করেননি পরিচালক অনীক দত্ত। বাকিরা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। এই ছবির অভিনেতা দেবাশিস রায় সোশাল মিডিয়ায় লিখেছেন, "ছবিটি যেদিন মুক্তি পেয়েছিল, সেদিন এই ছবি তার সঠিক জায়গায় প্রদর্শিত হতে পারেনি বলে সারা বাংলার মানুষের প্রতিবাদ জানায়। আর আজ শেষমেষ ছবিটি মুক্তি পাওয়ার দু'বছর বাদে আগামী 18 এপ্রিল বিকেল 5টার সময় 'অপরাজিত' নন্দনে থ্রি-তে প্রদর্শিত হবে।"
'ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন দ্বারা আয়োজিত নন্দনে ফিপ্রেস্কি-ইন্ডিয়া'র সহযোগিতায় একটি চলচ্চিত্র উৎসব হতে চলেছে। কনটেম্পোরারি ইন্ডিয়ান ফিল্মসের এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে অনীক দত্তের 'অপরাজিত'। আগামী 15, 16 এবং 18 এপ্রিল তিনদিন ধরে চলবে এই ফেস্টিভ্যাল। সেখানেই 18 এপ্রিল বিকেল 5টায় দেখানো হবে 'অপরাজিত'। এনিয়ে জিতু কমলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আমি আগেই ফেসবুকে এই খবর দিয়েছি। আনন্দের খবর। অনীক দা যুদ্ধ জয় করলেন।"
আরও পড়ুন: