মুম্বই, 8 সেপ্টেম্বর: 29 ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন দীপিকা এবং রণবীর ৷ তখনই জানিয়ে দিয়েছিলেন সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসছে নতুন অতিথি ৷ শোনা যাচ্ছিল আগামী 28 সেপ্টেম্বর দীপিকা সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন ৷ কিন্তু তার আগেই এল খুশির খবর ৷ রবিবার সকালে দীপবীর জুটি পরিণত হল তিনে ৷ কোল আলো করে দীপিকা জন্ম দিলেন এক কন্যা সন্তানের ৷
শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। তখনই রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। সবুজ রংয়ের ভারী একটি শাড়ি পরলেও গলা-হাত ছিল খালি। শুধু কানে দুল। চুল বাঁধা। মেক আপের বাহুল্য ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে পৌঁছে যান তাঁরা। তারপরই শনি সন্ধ্যায় ভরতি হন এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় মুপূর্তের মধ্য়ে। অনুরাগীদের প্রার্থনা ছিল, ঈশ্বরের আশীর্বাদে গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা।
Deepika Padukone and Ranveer Singh are blessed with a baby girl 🥹
— Deepika Padukone Fanpage (@DeepikaAccess) September 8, 2024
Congratulations to the couple! Praying for baby’s wellbeing ♥️#DeepikaPadukone #RanveerSingh pic.twitter.com/mdXuXF7bGf
আর রবিবার বেলা বাড়তেই এল খুশির খবর ৷ দুই থেকে তিন হলেন দীপবীর ৷ এখনও পর্যন্ত রণবীর বা দীপিকার অফিশিয়াল সোশাল মিডিয়া পেজে এবিষয়ে কিছু লেখা হয়নি। তবে শুভেচ্ছার পালা শুরু হয়ে গিয়েছে। দীপিকা-রণবীর বাবা, মা হতেই পরিবার-পরিজন থেকে বন্ধু, অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন ৷
উল্লেখ্য, 2018 সালের নভেম্বর মাসে ইটালির লেক কোমোতে চারহাত এক হয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। চলতি বছরের 29 ফেব্রুয়ারি দীপিকা আর রণবীর ঘোষণা করেছিলেন যে, তাঁরা সন্তানের মা-বাবা হতে চলেছেন। সেইসময়ই ঘোষণা করেন সেপ্টেম্বরে কোলে আসবে সন্তান। সদ্য মাতৃত্বকালীন ফটোশুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন দীপিকা।