কলকাতা, 4 সেপ্টেম্বর: 2024 হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট নতুন রেকর্ড সৃষ্টি করেছে ৷ কারণ, এই বছরই প্রথমবার ভারতের 1,500 কোটিপতি এই তালিকায় প্রবেশ করেছেন ৷ মাত্র সাত বছরে একটি দেশের ধনকুবেরের সংখ্যায় বিস্ময়কর 150 শতাংশ বৃদ্ধির নজির গড়েছে ।
ভারতের ধনকুবেরের সংখ্যা বর্তমানে 334-এ পৌঁছেছে ৷ এই বছরের এই তালিকা একটি বিস্ময়কর বৃদ্ধির প্রমাণ দিচ্ছে যা 13 বছরে প্রায় ছয়গুণ বৃদ্ধি পেয়েছে । গৌতম আদানি 2024 হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-এর শীর্ষে উঠে এসেছেন ৷ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর সম্পদ 95 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এই রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত তালিকায় মুকেশ অম্বানি দ্বিতীয় স্থানে চলে গিয়েছেন । তাঁর সম্পদ গত বছরের তুলনায় 25 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷
হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের 1,539 ব্যক্তির এখন 1,000 কোটি টাকা বা তারও বেশি সম্পদ রয়েছে ৷ গত বছরের তুলনায় 1,000 কোটি টাকা বা তারও বেশি সম্পদ থাকা ব্যক্তি দেশে 220 জন বেড়ে গিয়েছে, যা গত পাঁচ বছরে 86 শতাংশ বৃদ্ধির নজির গড়েছে । বলিউড অভিনেতা, প্রযোজক শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্স এবং রেড চিলিজ এন্টারটেনমেন্টে তাঁর স্টক থেকে উপার্জিত অর্থের দৌলতে 7,300 কোটি টাকার সম্পদ নিয়ে 2024 হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে এই প্রথমবার জায়গা করে নিয়েছেন ।
চিনের রাজধানী বেইজিংকে পেছনে ফেলে মুম্বই এখন ধনকুবেরের রাজধানীতে পরিণত হয়েছে । এছাড়াও, হুরুন রিচ লিস্ট 2024 অনুযায়ী, মুম্বই হল সবচেয়ে ধনী শহর ৷ এই শহরে মোট 92 জন ধনকুবের বসবাস করেন । এছাড়াও, নয়াদিল্লিতে এ বছর 89 জন ধনকুবের বেড়েছে ৷ যাঁদের সম্পদ 1,000 কোটি টাকা বা তারও বেশি, এমন ধনকুবেরের সংখ্যা 128 থেকে বেড়ে 217 হয়েছে। একইভাবে, হায়দরাবাদের ধনকুবেরের সংখ্যা 50 থেকে 104 হয়েছে। যদিও, তাদের মধ্যে 18 জনই 'বিলিয়নেয়ার ট্যাগ' পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। কলকাতায় এমন 12 জন 'বিলিয়নেয়ার' রয়েছেন এবারের হুরুন ইন্ডিয়ার প্রকাশিত তালিকায় ৷