আসানসোল, 20 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে 'ম্যান মেড বন্যা' বলে কেন্দ্রের অধীন ডিভিসি ও ঝাড়খণ্ড সরকারকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আবহে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 3 দিন বাংলা-ঝাড়খণ্ড সীমানা এলাকা বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন ৷ রাজ্যের বন্যা পরিস্থিতির উপর নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
অন্যদিকে, রাজ্যের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়েছে পাশের রাজ্য থেকে আসা পণ্যবাহী বিভিন্ন লরি ৷ আগাম কোনও খবর না-পাওয়ায় ভিনরাজ্য থেকে আসা পণ্যবাহী লরি নিয়ে সমস্যায় পড়েছেন চালকরা । সমাধান খুঁজতে ঝাড়খণ্ড প্রশাসনের একাধিক আধিকারিক পৌঁছন ডুবুরডি চেকপোষ্টে । এই রাজ্যের পুলিশের সঙ্গে কথাও বলেন তাঁরা ৷ যদিও মধ্যরাত পর্যন্ত কোনও সমাধান সূত্র বের হয়নি ৷
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বাংলা-ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দেওয়া হয় ডুবুরডি চেকপোষ্টে ৷ উপরমহলের সেই নির্দেশনামার পরই ভিনরাজ্য থেকে আসা সমস্ত লরি আটকে দেয় পুলিশ ৷ কারণ হিসেবে জানানো হয়, বন্যা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় সড়কের হাল বেহাল । সেই কারণেই আগামী তিন দিন বন্ধ থাকবে সীমানা । ফলে সমস্যায় পড়েন বিভিন্ন রাজ্য থেকে আসা লরির চালকরা ৷ ঘটনার কথা জানতে পেরে ঝাড়খণ্ড প্রশাসনের পক্ষ থেকে ধানবাদ জেলার দুই বিডিও ইন্দ্র কুমার এবং মধু কুমারী পৌঁছন ডুবরডি চেক পোস্টে ৷ তাঁরা এই রাজ্যের পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন ।
ধানবাদ জেলার নিরষা ব্লকের বিডিও ইন্দ্র কুমার বলেন, "এই রাজ্য থেকে যখন ভিনরাজ্যে লরি যাচ্ছে সেই ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হচ্ছে না । অথচ ভিনরাজ্য থেকে যখন এই রাজ্যে লরি ঢুকছে তখন তাদের আটকানো হচ্ছে । এমন ভিন্ন নিয়ম কেন ?" অন্যদিকে, এগারকুন্ড ব্লকের বিডিও মধু কুমারী বলেন, "এটি রাজ্যের বিষয় । অনেক বড় ইস্যু । আমরা জেলাশাসককে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি । উচ্চ আধিকারিকদের মধ্যে কথা হচ্ছে । নিশ্চয়ই কোনও রফাসূত্র বের হবে ৷"
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি হেডকোয়ার্টার অরবিন্দ কুমার আনন্দ বলেন, "রাজ্য সরকারের নির্দেশ মতো ডিসি ট্রাফিকের তত্ত্বাবধানে এই নিয়ম বলবৎ করা হয়েছে ।" তবে হঠাৎ করে এমন নিয়মে সমস্যায় পড়েছেন লরি চালকরা । তাঁদের দাবি, তিনদিন লরি নিয়ে এই সীমানা এলাকায় দাঁড়িয়ে থাকা কোনও মতেই সম্ভব নয় । এখন দেখার কী সমাধান সূত্র বেরিয়ে আসে ।