নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালি গ্রামের মহিলাদের যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত এবং পরবর্তী বিচার প্রক্রিয়া পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তর করা সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে, সন্দেশখালিকাণ্ডের তদন্তের জন্য সিবিআই বা একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করে তদন্তের আবেদনও সোমবার খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷
মামলাকারী আইনজীবী অলোক শ্রীবাস্তব সুপ্রিম সন্দেশখালি নিয়ে দায়ের করা আবেদনটিও এদিন সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন ৷ সেই সঙ্গে, তিনি শার্ষ আদালতে আর্জি জানিয়েছেন, মামলাটি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে যেতে চাইছেন ৷ যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ইতিমধ্যেই সন্দেশখালির বিষয়টি কলকাতা হাইকোর্ট দেখছে ৷
গত শুক্রবার সুপ্রিম কোর্টে সন্দেশখালির হিংসার বিষয়ে মামলা দায়ের হয়েছিল ৷ আদালত-নিয়ন্ত্রিত সিবিআই বা সিট তদন্তের জন্য সেই জনস্বার্থ মামলা এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শুনানি করছে ৷ পিআইএল দায়ের করা আবেদনকারীর উদ্দেশে বেঞ্চ এও জানিয়েছে, এই ইস্যুতে দুই আদালতে মামলা চলতে পারে না ৷ যেহেতু সুপ্রিম কোর্টের বেঞ্চ বিষয়টি নিয়ে শুনানি করতে চায়নি তার জেরেই আবেদনকারী আইনজীবী অলোক শ্রীবাস্তব পিআইএল প্রত্যাহার করে নেন।
সন্দেশখালির ঘটনায় সুপ্রিম কোর্টে পিআইএল দায়েরকারী আইনজীবী অলোক শ্রীবাস্তব বলেন, "সন্দেশখালির ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় আদালত বিষয়টি বিবেচনা করতে অস্বীকার করেছে ৷ কারণ একই রকম একটি বিষয় কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আমাকে কলকাতা হাইকোর্টে আবেদন করতে বলেছে শীর্ষ আদালত।"
উত্তর 24 পরগনার সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ বেশ কয়েকজন মহিলা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাজাহান এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে জমি দখল ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন গ্রামের একাধিক বাসিন্দা। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ৷ অভিযোগ, সেদিনই ইডি আধিকারিকদের উপর চড়াও হয় শাহজাহানের লোকজন ৷ আর সেই ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান ৷
আরও পড়ুন
'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, সন্দেশখালিকাণ্ডে এখনই হাজিরা নয় গোপালিকা-রাজীবের
'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র
সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন, খারিজ হাইকোর্টে