ETV Bharat / bharat

কুপওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত অজ্ঞাতপরিচয়, শহিদ এক জওয়ান - Kupwara Encounter - KUPWARA ENCOUNTER

Kupwara Encounter: মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় সেনা ও জঙ্গি গুলির লড়াই হয় ৷ ওই ঘটনায় একজন অজ্ঞাতপরিচয় জঙ্গি নিহত হয়েছেন ৷ শহিদ হয়েছেন একজন এনসিও জওয়ান ৷

Kupwara Encounter
কুপওয়ারায় সেনা-জঙ্গি গুলির লড়াই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 12:38 PM IST

শ্রীনগর, 24 জুলাই: এনকাউন্টারে নিহত এক জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ৷ বুধবার সকালে প্রশাসনের তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে এই এনকাউন্টারে একজন জওয়ান শহিদ হয়েছেন ৷

উল্লেখ্য, কুপওয়াড়ার লোলাব অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ সেই জঙ্গিদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে পুলিশ ও সেনা অভিযান চালায় ৷ এই বিষয়টি শ্রীনগর-স্থিত চিনার কর্পসের তরফে সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে জানানো হয়েছে ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের বার্তা পাঠানো হয় ৷ কিন্তু উলটে তারা গুলি চালাতে শুরু করে ৷ তখন পালটা গুলি চালানো হয় সেনা ও পুলিশের তরফে ৷ সেই গুলিতেই এক জঙ্গি নিহত হয় ৷ তার পরিচয় জানা যায়নি ৷ কিন্তু জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন একজন এনসিও (নন-কমিশনড অফিসার) ৷ পরে তিনি মারা যান ৷

আপাতত যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ যে জঙ্গি নিহত হয়েছে, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি ওই এলাকা থেকে জঙ্গিরা পালিয়ে গিয়ে থাকলে, কোন পথে পালাল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও সেনা ৷

তবে জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা নতুন নয় ৷ মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে ৷ সোমবার ভোর 4টে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার গুন্ধা এলাকার সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ সেনার তরফে সঙ্গে সঙ্গে পালটা জবাব দেওয়া হয় ৷ ঘটনায় এক সেনা জওয়ান আহত হন ৷ প্রচুর অস্ত্র-সহ চার জঙ্গি আটকও হয় ওই ঘটনায় ৷

রাজৌরির সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা, গুলিবিনিময়ে আহত জওয়ান

শ্রীনগর, 24 জুলাই: এনকাউন্টারে নিহত এক জঙ্গি ৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় এই এনকাউন্টারের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ৷ বুধবার সকালে প্রশাসনের তরফে বিষয়টি জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে এই এনকাউন্টারে একজন জওয়ান শহিদ হয়েছেন ৷

উল্লেখ্য, কুপওয়াড়ার লোলাব অঞ্চলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ সেই জঙ্গিদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে পুলিশ ও সেনা অভিযান চালায় ৷ এই বিষয়টি শ্রীনগর-স্থিত চিনার কর্পসের তরফে সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে জানানো হয়েছে ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের বার্তা পাঠানো হয় ৷ কিন্তু উলটে তারা গুলি চালাতে শুরু করে ৷ তখন পালটা গুলি চালানো হয় সেনা ও পুলিশের তরফে ৷ সেই গুলিতেই এক জঙ্গি নিহত হয় ৷ তার পরিচয় জানা যায়নি ৷ কিন্তু জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন একজন এনসিও (নন-কমিশনড অফিসার) ৷ পরে তিনি মারা যান ৷

আপাতত যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে ৷ সেখানে আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ যে জঙ্গি নিহত হয়েছে, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি ওই এলাকা থেকে জঙ্গিরা পালিয়ে গিয়ে থাকলে, কোন পথে পালাল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও সেনা ৷

তবে জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা নতুন নয় ৷ মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে ৷ সোমবার ভোর 4টে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার গুন্ধা এলাকার সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ সেনার তরফে সঙ্গে সঙ্গে পালটা জবাব দেওয়া হয় ৷ ঘটনায় এক সেনা জওয়ান আহত হন ৷ প্রচুর অস্ত্র-সহ চার জঙ্গি আটকও হয় ওই ঘটনায় ৷

রাজৌরির সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা, গুলিবিনিময়ে আহত জওয়ান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.