দূষিত এই দিল্লির কি আদৌ রাজধানী থাকা উচিত ? প্রশ্ন থারুরের - DELHI AIR POLLUTION
দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ বিষাক্ত গ্যাসে ঢেকে গিয়েছে রাজধানী শহর ৷ শেষ কয়েকদিনে 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছেছে দূষণ ৷
Published : Nov 19, 2024, 12:39 PM IST
নয়াদিল্লি, 19 নভেম্বর: দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে দিল্লির দূষণ ৷ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি ৷ বিষাক্ত গ্যাসে ঢেকে রয়েছে রাজধানী শহর ৷ একাধিক শতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি ৷ দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তাঁর প্রশ্ন, "এর পরেও কি দিল্লির রাজধানী থাকা উচিত ?"
শেষ কয়েকদিনে 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছে গিয়েছে দিল্লির দূষণ ৷ মঙ্গলবারও একাধিক এলাকায় AQI-এর মাত্রা পৌঁছে গিয়েছে 500-এর ঘরে ৷ বিষাক্ত ধোঁয়াশায় দৃশ্যমানতা নেই বললেই চলে ৷ GRAP-IV-এর আওতায় একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে শহরজুড়ে ৷ বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে সোমবার একটি পোস্ট করেন তিরুঅনন্তপূরম থেকে কংগ্রেসের সাংসদ ৷
Delhi is officially the most polluted city in the world, 4x Hazardous levels and nearly five times as bad as the second most polluted city, Dhaka. It is unconscionable that our government has been witnessing this nightmare for years and does nothing about it. I have run an Air… pic.twitter.com/sLZhfeo722
— Shashi Tharoor (@ShashiTharoor) November 18, 2024
শশী থারুর লেখেন, "সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে দিল্লি সবচেয়ে দূষিত শহর ৷ দ্বিতীয় দূষিত শহর ঢাকার থেকেও খারাপ অবস্থায় ক্রমে পৌঁছে যাচ্ছে দিল্লি ৷" এরপর কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, "দীর্ঘদিন ধরে এই দুঃস্বপ্নের মধ্যে থেকেও সরকারের কোনও মাথা ব্যাথা নেই ৷ সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই নিয়ে আজ পর্যন্ত সরকারের তরফে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি ৷"
কংগ্রেস সাংসদের দাবি, 2015 সাল থেকে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে একাধিক বৈঠক করেছেন তিনি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত কয়েকবছরে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ ৷ তবে কারও কোনও হেলদোল না-দেখে তিনি হাল ছেড়ে দিয়েছেন শশী থারুর বলেন, "নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের কাছে বসবাসের অযোগ্য হয়ে ওঠে দিল্লি ৷ শ্বাসকষ্ট, হৃদপিণ্ডের একাধিক সমস্যা দেখা দেয় দূষণের কারণে ৷ বছরের বাকি সময়েও এর প্রভাব থেকেই যায় ৷ এরপরও কি এই শহরের দেশের রাজধানী থাকা উচিত ?"
দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় মোট 7 কোটি লোকের বাস ৷ প্রতিবছর শীতকাল এলেই বায়ুদূষণ বেড়ে যায় চড়চড়িয়ে ৷ বিশ্বের দূষিত শহরগুলির তালিকার প্রথম দিকেই রয়েছে দিল্লির নাম ৷ একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি আজও ৷