ETV Bharat / bharat

দীপাবলিতে বাড়ি ফেরার তাড়া, মুম্বইয়ের স্টেশনে পদপিষ্ট হয়ে গুরুতর জখম অন্তত 9

ট্রেন ধরার তাড়ায় প্লাটফর্মে পড়ে যান যাত্রীরা ৷ আর তাতেই ঘটে বিপত্তি ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

STAMPEDE IN BANDRA STATION
স্টেশনে পদপিষ্ট হয়ে গুরুতর আহত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 1:19 PM IST

মুম্বই, 27 অক্টোবর: ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো ! মুম্বইয়ের বান্দ্রা রেল স্টেশনে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হলেন কমপক্ষে 9 জন যাত্রী ৷ তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহতদের মধ্য়ে 7 জনের অবস্থা স্থিতিশীল ৷ তবে বাকি দু'জনের অবস্থা গুরুতর ৷

জানা গিয়েছে, রবিবার সকালে স্টেশনের 1 নম্বর প্লাটফর্মে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার ট্রেন ধরতে গিয়ে এই বিপত্তি ঘটে ৷ বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেসটি ট্রেনটি প্লাটফর্মে ঢোকার আগেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় ৷ একসঙ্গে অনেক যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করেন ৷ ধাক্কাধাক্কিতে প্লাটফর্মের মাটিতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী ৷

বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, দীপাবলি উপলক্ষে অনেকেই বাড়ি যাচ্ছেন ৷ এই সময় যাত্রীদের ভিড় থাকায় সংরক্ষিত কামড়ায় টিকিট পাওয়া বেশ কঠিন ৷ সেই কারণে হুড়োহুড়ি করে সকলে অসংরক্ষিত কামড়ায় উঠতে যান আর তাতেই ঘটে যায় বিপত্তি ৷ প্লাটফর্মে ভিড়ের মধ্যে পড়ে যান যাত্রীরা ৷ তাঁদের উদ্ধারে ছুটে আসেন রেল পুলিশের কর্মীরা ৷ এরপরই আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনায় আহতরা হলেন, শাবির আব্দুল রহমান, পরমেশ্বর সুখদার গুপ্ত, রবীন্দ্র হরিহর চুমা, রামসেবক রবীন্দ্রপ্রসাদ প্রজাপতি, সঞ্জয় তিলকরাম কাঙ্গে, দিবাংশু যোগেন্দ্র যাদব, মহম্মদ শরিফ সেখ, ইন্দ্রজিৎ সাহানি এবং নুর মহম্মদ সেখ ৷

ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ ঘটনার পুরো দৃশ্যটি রয়েছে ওই ভিডিয়োতে ৷ সেখানে দেখা যায়, প্লাটফর্মে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কয়েকজন যাত্রী ৷ ভিড় সরিয়ে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় ৷

পড়ুন: স্কুলে গ্যাস লিক ! হাসপাতালে ভর্তি 35 জন পড়ুয়া

মুম্বই, 27 অক্টোবর: ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো ! মুম্বইয়ের বান্দ্রা রেল স্টেশনে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হলেন কমপক্ষে 9 জন যাত্রী ৷ তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহতদের মধ্য়ে 7 জনের অবস্থা স্থিতিশীল ৷ তবে বাকি দু'জনের অবস্থা গুরুতর ৷

জানা গিয়েছে, রবিবার সকালে স্টেশনের 1 নম্বর প্লাটফর্মে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার ট্রেন ধরতে গিয়ে এই বিপত্তি ঘটে ৷ বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেসটি ট্রেনটি প্লাটফর্মে ঢোকার আগেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় ৷ একসঙ্গে অনেক যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করেন ৷ ধাক্কাধাক্কিতে প্লাটফর্মের মাটিতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী ৷

বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, দীপাবলি উপলক্ষে অনেকেই বাড়ি যাচ্ছেন ৷ এই সময় যাত্রীদের ভিড় থাকায় সংরক্ষিত কামড়ায় টিকিট পাওয়া বেশ কঠিন ৷ সেই কারণে হুড়োহুড়ি করে সকলে অসংরক্ষিত কামড়ায় উঠতে যান আর তাতেই ঘটে যায় বিপত্তি ৷ প্লাটফর্মে ভিড়ের মধ্যে পড়ে যান যাত্রীরা ৷ তাঁদের উদ্ধারে ছুটে আসেন রেল পুলিশের কর্মীরা ৷ এরপরই আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনায় আহতরা হলেন, শাবির আব্দুল রহমান, পরমেশ্বর সুখদার গুপ্ত, রবীন্দ্র হরিহর চুমা, রামসেবক রবীন্দ্রপ্রসাদ প্রজাপতি, সঞ্জয় তিলকরাম কাঙ্গে, দিবাংশু যোগেন্দ্র যাদব, মহম্মদ শরিফ সেখ, ইন্দ্রজিৎ সাহানি এবং নুর মহম্মদ সেখ ৷

ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ ঘটনার পুরো দৃশ্যটি রয়েছে ওই ভিডিয়োতে ৷ সেখানে দেখা যায়, প্লাটফর্মে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কয়েকজন যাত্রী ৷ ভিড় সরিয়ে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় ৷

পড়ুন: স্কুলে গ্যাস লিক ! হাসপাতালে ভর্তি 35 জন পড়ুয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.