নয়াদিল্লি, 17 এপ্রিল: শুক্রবার 2024 সালের লোকসভা নির্বাচনের ঢাকি কাঠি ৷ প্রথম দফায় 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোটগ্রহণ হবে ৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, সর্বানন্দ সোনওয়াল, ভূপেন্দ্র যাদব, কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকে-র কানিমোঝি এবং বিজেপির কে আন্নামালাইয়ের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে । একইসঙ্গে অরুণাচলপ্রদেশের 60টি আসনে এবং সিকিমের 32টি আসনে বিধানসভার উপনির্বাচনও রয়েছে শুক্রবার ৷
ভোটের খুঁটিনাটি: ভোটগ্রহণ শুরু সকাল 7টায় এবং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত । প্রথম দফায় নির্বাচন কমিশন 1.87 লক্ষ ভোটকেন্দ্রের জন্য 18 লক্ষেরও বেশি ভোটদানকর্মী মোতায়েন করেছে ৷
ভোটার বৃত্তান্ত: এ দিন 16.63 কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন । ভোটারদের মধ্যে 8.4 কোটি পুরুষ, 8.23 কোটি মহিলা এবং 11,371 জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন । 20-29 বছর বয়সি 3.51 কোটি তরুণ ভোটার ছাড়াও প্রথমবারের মতো 35.67 লাখ ভোটার রয়েছে ।
দলগুলির লক্ষ্য: এ বারের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 2014 এবং 2019 সালের থেকেও অনের বেশি অঙ্কের সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য নিয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৷ আর বিরোধী ইন্ডিয়া জোট এ বারে প্রত্যাবর্তনের আশায় সম্মুখসমরে রয়েছে ৷
কোথায় ভোট: প্রথম দফায় তামিলনাড়ু (39), উত্তরাখণ্ড (5), অরুণাচল প্রদেশ (2), মেঘালয় (2), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (1), মিজোরাম (1), নাগাল্যান্ড (1), পুদুচেরির (1), সিকিম (1) এবং লাক্ষাদ্বীপ (1)-এ সমস্ত আসনে ভোটগ্রহণ হবে ।
এছাড়া রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, অসম ও মহারাষ্ট্রের 5টি করে আসন, বিহারের 4টি, পশ্চিমবঙ্গের 3টি, মণিপুরের 2টি এবং জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড় ও ত্রিপুরার একটি করে আসনে ভোট হবে শুক্রবার ৷ বুধবারই সন্ধ্যায় শেষ হয়েছে প্রথম পর্বের প্রচার ।
হেভিওয়েট প্রার্থীরা: প্রথম দফায় লড়ছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নীতিন গড়করি, সর্বানন্দ সোনওয়াল ও ভূপেন্দ্র যাদব ছাড়াও আরও ছয় কেন্দ্রীয় মন্ত্রী - কিরেণ রিজিজু, সঞ্জীব বালিয়ান, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, এল মুরুগান এবং নিশীথ প্রামাণিক ৷ প্রতিযোগীদের মধ্যে রয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী - বিপ্লব কুমার দেব (ত্রিপুরা) এবং নবম টুকি (অরুণাচল প্রদেশ), জিতিন প্রসাদ (পিলিভিট) এবং তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন ।
গতবারের ফলাফল: প্রথম দফায় যে 102টি আসনে ভোটগ্রহণ, 2019 সালে সেগুলির মধ্যে 45টিতে জয়লাভ করেছিল ইউপিএ এবং 41টিতে জয়লাভ করেছিল এনডিএ । ডিলিমিটেশনের সময় এই আসনগুলির মধ্যে ছয়টিতে পুনরায় নির্ধারিত করা হয়েছে । (পিটিআই)
আরও পড়ুন: