ETV Bharat / bharat

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান কংগ্রেসের, বিজেপির অভিযোগে উত্তাল বিধানসভা - পাকিস্তান জিন্দাবাদ স্লোগান

BJP Claims Pakistan Zindabad Chanted By Congress: উত্তাল কর্ণাটক বিধানসভা ৷ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছে কংগ্রেস ৷ বিজেপির এই অভিযোগের পরেই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন দু'দলের বিধায়করা ৷ পরিস্থিতি কার্যত আয়ত্বের বাইরে চলে যাওয়ায় বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউ টি খাদের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:26 PM IST

Updated : Feb 28, 2024, 8:43 PM IST

বেঙ্গালুরু, 28 ফেব্রুয়ারি: বিধানসভার ভিতরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে কংগ্রেস ৷ ভারতীয় জনতা পার্টি'র অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা ৷ বিজেপি-কংগ্রেস বিধায়কদের বচসার জেরে পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে কয়েক মিনিটের মধ্যে বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউটি খাদের ফারিদ ৷ ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বিজেপির তরফে অভিযোগ জানানো হয়, পার্টির নেতা সৈয়দ নাসির হুসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার অভ্যন্তরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন কংগ্রেস বিধায়করা ৷ বুধবার তা নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস বিধায়করা । ফলে কয়েক মিনিটের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা ।

মঙ্গলবার, কর্ণাটকের 4টি রাজ্যসভা আসনের মধ্যে 3টি জিতেছে কংগ্রেস । তারপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, বিধানসভার ভেতরেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া হচ্ছে । যদিও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত ওই ভিডিয়ো ফুটেজে অডিয়োটি অস্পষ্ট । 'পাকিস্তান জিন্দাবাদ' নাকি 'নাসির স্যর জিন্দাবাদ' বলা হচ্ছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না । ঘটনার পর এসিপি শিবকুমার বিধান সৌধ থানায় 153 ধারায় একটি মামলা নথিভুক্ত করেছেন। পাশাপাশি, একটি স্বতঃপ্রণোদিত মামলাও নথিভুক্ত হয়েছে ৷ কংগ্রেস বিধায়করা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, হুসেনের পক্ষেই তাঁরা স্লোগান দিয়েছেন ।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, অডিয়ো রিপোর্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) পাঠানো হয়েছে । একই সঙ্গে তিনি জানিয়েছেন, এটা সত্যি হলে অভিযুক্তকে গুরুতর শাস্তি দেওয়া হবে ৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই টুইটে দাবি করেছেন, সরকারের অবিলম্বে দোষীদের গ্রেফতার করা এবং এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশিও । স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ জি পরমেশ্বর বলেছেন, এই বিষয়ে তদন্ত প্রয়োজন ।

ঘটনার পর কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে । মঙ্গলবার রাতে বিধান সৌধ থানার সামনে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা । অন্যদিকে, যুব মোর্চা কর্মীরা কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । পালটা আজ সমস্ত জেলা কেন্দ্র জুড়ে বিক্ষোভ এবং কংগ্রেস অফিস ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি ।

আরও পড়ুন:

  1. হিমাচলে সংকটে কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদে কে হবেন সুখুর উত্তরসূরি
  2. হিমাচলে সাসপেন্ড 15 বিজেপি বিধায়ক, সুখুর বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ মন্ত্রী বিক্রমাদিত্যের
  3. মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কথা রাখলেন কংগ্রেস সাংসদ, দক্ষিণে কোথায় প্রার্থী হতে পারেন রাহুল ?
Last Updated : Feb 28, 2024, 8:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.