‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান কংগ্রেসের, বিজেপির অভিযোগে উত্তাল বিধানসভা - পাকিস্তান জিন্দাবাদ স্লোগান
BJP Claims Pakistan Zindabad Chanted By Congress: উত্তাল কর্ণাটক বিধানসভা ৷ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছে কংগ্রেস ৷ বিজেপির এই অভিযোগের পরেই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন দু'দলের বিধায়করা ৷ পরিস্থিতি কার্যত আয়ত্বের বাইরে চলে যাওয়ায় বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউ টি খাদের ৷
Published : Feb 28, 2024, 8:26 PM IST
|Updated : Feb 28, 2024, 8:43 PM IST
বেঙ্গালুরু, 28 ফেব্রুয়ারি: বিধানসভার ভিতরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে কংগ্রেস ৷ ভারতীয় জনতা পার্টি'র অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা ৷ বিজেপি-কংগ্রেস বিধায়কদের বচসার জেরে পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে কয়েক মিনিটের মধ্যে বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউটি খাদের ফারিদ ৷ ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বিজেপির তরফে অভিযোগ জানানো হয়, পার্টির নেতা সৈয়দ নাসির হুসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার অভ্যন্তরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন কংগ্রেস বিধায়করা ৷ বুধবার তা নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস বিধায়করা । ফলে কয়েক মিনিটের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা ।
মঙ্গলবার, কর্ণাটকের 4টি রাজ্যসভা আসনের মধ্যে 3টি জিতেছে কংগ্রেস । তারপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, বিধানসভার ভেতরেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া হচ্ছে । যদিও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত ওই ভিডিয়ো ফুটেজে অডিয়োটি অস্পষ্ট । 'পাকিস্তান জিন্দাবাদ' নাকি 'নাসির স্যর জিন্দাবাদ' বলা হচ্ছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না । ঘটনার পর এসিপি শিবকুমার বিধান সৌধ থানায় 153 ধারায় একটি মামলা নথিভুক্ত করেছেন। পাশাপাশি, একটি স্বতঃপ্রণোদিত মামলাও নথিভুক্ত হয়েছে ৷ কংগ্রেস বিধায়করা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, হুসেনের পক্ষেই তাঁরা স্লোগান দিয়েছেন ।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, অডিয়ো রিপোর্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) পাঠানো হয়েছে । একই সঙ্গে তিনি জানিয়েছেন, এটা সত্যি হলে অভিযুক্তকে গুরুতর শাস্তি দেওয়া হবে ৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই টুইটে দাবি করেছেন, সরকারের অবিলম্বে দোষীদের গ্রেফতার করা এবং এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশিও । স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ জি পরমেশ্বর বলেছেন, এই বিষয়ে তদন্ত প্রয়োজন ।
ঘটনার পর কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে । মঙ্গলবার রাতে বিধান সৌধ থানার সামনে বিক্ষোভও দেখান বিজেপি বিধায়করা । অন্যদিকে, যুব মোর্চা কর্মীরা কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । পালটা আজ সমস্ত জেলা কেন্দ্র জুড়ে বিক্ষোভ এবং কংগ্রেস অফিস ঘেরাও করার ডাক দিয়েছে বিজেপি ।
আরও পড়ুন: