নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি: আবারও বিতর্কে ইন্ডিগোর বিমান ৷ রবিবার সকালে ইন্ডিগোর একটি বিমানের ভুলে দিল্লি বিমানবন্দরে একটি রানওয়ে প্রায় 15 মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বলে খবর ৷ অমৃতসর থেকে আসা ইন্ডিগোর ওই বিমান অবতরণের পর তার জন্য নির্ধারিত ট্য়াক্সিওয়েতে না গিয়ে ঢুকে পড়ে অন্য রানওয়েতে ৷ তার জেরেই এই বিপত্তি ৷
ঠিক কী হয়েছে ? অমৃতসর থেকে আসছিল ইন্ডিগোর বিমানটি ৷ সেটির রবিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ সব ঠিকঠাকই ছিল ৷ নির্দিষ্ট সময়েই অবতরণ করে ওই বিমান ৷ তবে সেই বিমানের জন্য নির্ধারিত ট্যাক্সিওয়েটি মিস করে বিমানটি ৷ অর্থাৎ সেই ট্যাক্সিওয়েতে বিমানটি না ঢোকায়, প্রায় 15 মিনিটের জন্য একটি রানওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে বলে একটি সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷
এ320 বিমানটির অপারেটিং ফ্লাইট 6ই 2221 আজ সকালে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ট্যাক্সিওয়ে মিস করার পরে ভুলবশত 28/10 রানওয়ের শেষ প্রান্তে চলে যায় বলে খবর । সূত্রটি জানিয়েছে যে, এই ঘটনার কারণে রানওয়ে প্রায় 15 মিনিটের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল ৷
স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রভাব পড়ে বিমান পরিষেবার উপর ৷ নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বেশ কয়েকটি বিমান ৷ পরে, একটি ইন্ডিগো টোয়িং ভ্যান বিমানটিকে রানওয়ের শেষ প্রান্ত থেকে একটি পার্কিং বে-তে নিয়ে যায় বলে জানিয়েছে সূত্র । এই ঘটনা সম্পর্কে ইন্ডিগোর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷ দেশের বৃহত্তম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ প্রতিদিন সেখানে প্রায় 1,400টি বিমান ওঠানামা করে ৷ বিমানবন্দরের চারটি রানওয়ে সক্রিয় রয়েছে । (পিটিআই)
আরও পড়ুন: