হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: বিশ্বজুড়ে এ যেন প্রেমের মরশুম। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। 7 তারিখ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স উইক। আর আজ 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্বজুড়ে যা ভ্যালেনটাইন্স-ডে নামে পালন করা হয়। আজকের দিনটি অনেকের কাছে একটু বেশি স্পেশাল। প্রেম দিবসে মাতল পৃথিবীর বৃহত্তম টেক কোম্পানি গুগল ৷ বিশেষ এই দিনে গুগলও বদলাল তার ডুডল ৷ যাকে ছাড়া অচল ডিজিটাল দুনিয়া, যেখানে সার্চ না-করলে প্রশ্নের উত্তর অজানা থেকে যায়, সেই গুগল ৷
এদিন সকালেই গুগলের ডুডলে আজ রং পরিবর্তন হয়েছে ৷ রং বদলে হয়েছে হালকা গোলাপি ৷ লাভ চিহ্ন দেওয়া রয়েছে তাতে ৷ সঙ্গে এক নীল রংয়ের কাপলের ইমোজি ৷ দেখলেই চোখ জুড়িয়ে যাবে ৷ যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। গুগল তার ডুডলের মাধ্যমে সেই বিশেষ দিবসের থিম সেট করে। সঙ্গে প্রত্যেক বিশেষ দিনেই নানা ছবি, ইমোজি দিয়ে উপহার দেয় গুগল ডুডল। আজ ভালোবাসার দিবসের মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বিশেষ ডুডল তৈরি করল গুগল। একটি অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হয়েছে ৷
গত সাত দিন ধরে ভালোবাসার সপ্তাহ সেলিব্রেট করছেন যুগলরা। একেক দিনে একেক রকম ভালোবাসার বহিপ্রকাশ হয়েছে। শুরুটা হয়েছে গোলাপেই, চকোলেটে আরও মধুর হয়েছে ভালোবাসা, তারপর হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি, জড়িয়েও ধরেছেন হাগ ডে-তে, সবশেষে কিস ডে । নানাভাবে ভালোবাসাকে ব্যক্ত করার পর অবশেষে প্রতীক্ষার সেই দিন, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন ৷
একেই ভ্যালেন্টাইন্স ডে, তার উপর সরস্বতী পুজো মানে বাঙালির প্রেম দিবস তাই ডবল সেলিব্রেশন তো হবেই । সকাল থেকে বিদ্যার দেবীকে আরাধনার পর, প্রিয় সঙ্গীর সঙ্গে সারাদিন কাটানোর থেকে ভালো কিছু হতে পারে না এই দিন। এর আগের বেশ কিছু বারের মতো এই বছরও ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সরস্বতী পুজো পড়েছে। একই দিনে দু'টি প্রেমের দিন উদযাপনের থেকে ভালো কিছু নেই।
আরও পড়ুন: